বলিউডের বিখ্যাত পরিচালক অনুরাগ কাশ্যপ। অনুরাগের বাড়িতে এখন শুধুই বিয়ের তোড়জোড়। আর কিছুদিনের মধ্যেই সাত পাকে বাঁধা পড়বেন অনুরাগের কন্যা আলিয়া। আলিয়ার প্রাক বিবাহের অনুষ্ঠানের বেশ কিছু ছবি সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় হল ভাইরাল।
সোশ্যাল মিডিয়া যে ছবিগুলি ভাইরাল হয়েছে সেখানে দেখা যাচ্ছে, আগামী নববধূ আলিয়া হবু স্বামীর সঙ্গে দাঁড়িয়ে রয়েছেন। আলিয়া পরে রয়েছেন এটি লাল রংয়ের সালোয়ার শ্যুট, হবু স্বামী অর্থাৎ শেন গ্রেগোয়ার পরে রয়েছেন একটি অফ হোয়াইট পাঞ্জাবি। বিদেশি হলেও পাঞ্জাবি পরে একেবারে ভারতীয় জামাই দেখতে লাগছে শেনকে।
আরও পড়ুন: এবার ভৌতিক থ্রিলারে আলিয়া? স্ত্রী ২-র প্রযোজকের সঙ্গে আলাপচারিতা সারলেন কোন ছবি নিয়ে?
আরও পড়ুন: কালো মনোকিনিতে উষ্ণতার পারদ চড়ালেন মানুষী! কার সঙ্গে পাহাড়ঘেরা সমুদ্র সৈকতে ছুটি কাটাচ্ছেন?
সোশ্যাল মিডিয়ায় আলিয়ার প্রাক বিবাহ অনুষ্ঠানের ছবিগুলি শেয়ার করেছেন তাঁরই বেস্ট ফ্রেন্ড খুশি কাপুর। অনুষ্ঠানে খুশি ছাড়াও উপস্থিত ছিলেন ইমতিয়াজ আলির মেয়ে ইদা আলি। ক্যামেরার সামনে পোজ দিয়ে ছবি তুলতে দেখা যায় সকলকে। ছবিগুলি পোস্ট করে খুশি লেখেন, শুরু হয়ে গেছে অনুষ্ঠান, মিস্টার এন্ড মিসেস!! শেন গ্রেগোয়ার ও আলিয়া কাশ্যপ।
চলতি বছরের নভেম্বর মাসে থাইল্যান্ডে ব্যাচেলর পার্টি সেলিব্রেট করেছিলেন আলিয়া। সেখানেও আলিয়ার সঙ্গে ছিলেন বেস্ট ফ্রেন্ড খুশি কাপুর। সঙ্গ দিয়েছিলেন আলিয়ার আরও বেশ কিছু ঘনিষ্ঠ বন্ধুরা। সমুদ্র সৈকতে ককটেল পার্টির সেই সমস্ত ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল ব্যাপকভাবে। তবে শুধু ছবি নয়, বেশ কয়েকটি ভিডিয়োও পোস্ট করেছিলেন আলিয়া।
প্রসঙ্গত, মেয়ের বিয়ের আগে মেয়ের সঙ্গে সময় কাটানোর জন্য অনুরাগ এবং আলিয়া দেখে ফেলেন অভিষেক বচ্চন অভিনীত ‘আই ওয়ান্ট টু টক’ সিনেমাটি। বাবা এবং মেয়ের যে অনবদ্য গল্পটি এই সিনেমায় দেখানো হয়েছে, তা দেখে রীতিমত আবেগতাড়িত হয়ে পড়েন পরিচালক। অভিষেকের অভিনয়ের প্রশংসা করতেও দেখা যায় অনুরাগকে।
অর্জুন সেন নামক একজন সাধারণ মানুষের ভূমিকা অভিনয় করেছেন অভিষেক। একজন ক্যানসার পেশেন্ট কীভাবে তাঁর জীবনের শেষ সময়টুকু কাটালেন মেয়ের সঙ্গে, সেই বাস্তব চিত্রটি তুলে ধরা হয়েছে সিনেমার মাধ্যমে। এই সিনেমায় অভিষেকের অভিনয় সব থেকে সেরা বলে মনে করেছেন অনুরাগ। তবে শুধু অনুরাগ নয়, অভিষেকের কাজের প্রশংসা করেছেন শাবানা আজমি এবং অমিতাভ বচ্চনও।