কাপুর পরিবারের দুই বোনই এখন প্রেমে একেবারে হাবুডুবু খাচ্ছে। এমনকী, প্রকাশ্যে প্রেমের বহিঃপ্রকাশের কোনো সুযোগও ছাড়ছেন না। আপাতত যেমন খবর, শ্রীদেবী-র ছোট মেয়ে খুশি প্রেম করছেন বেদাঙ্গ রায়নার সঙ্গে। আর সেই প্রেমের প্রমাণও গোয়েন্দা দৃষ্টি লাগিয়ে খুঁজে বের করল নেটিজেনরা।
সম্প্রতিই মলদ্বীপে ছুটি কাটাতে গিয়েছিলেন খুশি। সেখান থেকে বেশ কিছু ছবি শেয়ার করেন তিনি। তবে এবারে ছবিগুলির সবচেয়ে বড় আকর্ষণ ছিল খুশি-র হাত থাকা ব্রেসলেট। দেখে সাধারণ বিডসের মনে হলেও, জুম করলে বোঝা যাবে, সেখানে লেখা আছে বেদাঙ্গের নাম।
আরও পড়ুন: চকোলেট সামনে পেয়েই হামলে পড়ল জেহ-তৈমুর! বকা দিয়ে থামাতে হল সইফকে, করিনা যদিও…
একজন মন্তব্য করেন, ‘ওরা একে-অপরকে ভালোবাসে! আগেই তো জানা গিয়েছিল’। আরেকজন লেখেন, ‘চাইল্ডহুড লাভ তো এরকমই হয়’। তৃতীয়জন লেখেন, ‘যে যাই বলুক, দিদির থেকে বেশি সুন্দরী খুশি’। চতুর্থজন লেখেন, ‘বলিউডের নতুন লাভস্টোরি… এখন এটাও কয়েকমাস পর ব্রেকআপে না ভেঙে গেলেই হল’।
আরও পড়ুন: রটেছিল ডিভোর্সের খবর! ফের মা হতে চলেছেন নিম ফুলের 'মৌমিতা' মানসী, কবে আসছে দ্বিতীয় সন্তান
জাহ্নবীর 'শিকু' নেকলেস
কদিন আগে জাহ্নবীও কিছুটা এরকমই রাস্তায় হেসেছিলেন। তাঁর আর শিখর পাহাড়িয়ার সম্পর্ককে শিলমোহর দিতে পরেছিলেন SIKHU নামের একটি নেকলেস। তার আগে থেকে বহুদিন, বহু অনুষ্ঠানে একসঙ্গে গেলেও, প্রেম নিয়ে রাখতেন মুখ বন্ধ। এমনকী, করণ জোহরের প্রশ্নও পারেনি মুখ খোলাতে।
আরও পড়ুন: সৃজিতের পর কি বাড়িতে সাপ রাখছেন শ্রীজাতও? ফেসবুকের ছবি দিতেই কমেন্ট পড়ল, ‘দুধ-কলা দিয়ে পুষবেন…’
১৯৯৭ সালে ‘জুদাই’ ছবির পর ২০১২-তে ‘ইংলিশ ভিংলিশ’ ছবিতে দেখা গিয়েছিল শ্রীদবীকে। মাঝের বছরগুলিতে তিনি লম্বা বিরতি নিয়েছিলেন দুই মেয়ের জন্য। তবে হঠাৎই চলে যান না ফেরার দেশে। দেশের থেকে অনেক দূরে, ২০১৮ সালের ফেব্রুয়ারি মাসে মারা যান। দুবাইতে জলে ডুবে আচমকাই মৃত্যু হয় তাঁর।
এর কিছু মাস পরেই সিনেমা হল মুক্তি পায় জাহ্নবীর সিনেমা ধড়ক। খুশির প্রথম কাজ জনসম্মুখে আসে দ্য আর্চিজ দিয়ে। কিন্তু কোনো মেয়ের অভিনয়ই দেখে যাওয়ার সুযোগ হয়নি শ্রীদেবীর। আপাতত খবর, অভিনয়ের পাশাপাশি প্রেমটাও মন দিয়ে করছেন দুই বোন।
জাহ্নবীর প্রেম চলছে শিখর পাহাড়িয়ার সঙ্গে। আর খুশি কাপুর ডেট করছেন বেদাঙ্গ রায়নাকে।