এক রূপকথাকে বাস্তবে নিয়ে এসেছেন বলিউডের দুই তারকা সিদ্ধার্থ মলহোত্রা আর কিয়ারা আডবানি। রাজস্থানের জয়সলমেরের সূর্যগড় প্রাসাদে তাঁদের বিয়ের ছবি-ভিডিয়ো কোনও সিনেমার দৃশ্যের থেকে কম সুন্দর নয়। ৭ ফেব্রুয়ারি মঙ্গলবার বাঁধা পড়েছিলেন বিবাহবন্ধনে। তারপর সেখান থেকে সোজা গিয়েছিলেন বরের বাড়ি দিল্লিতে। সিদ্ধার্থের ডিফেন্স কলোনির বাড়ি সেজে উঠেছিল আলোর সাজে কিয়ারাকে স্বাগত জানাতে। ব্যবস্থা রাখা হয়েছিল ঢাকঢোলের। সেখানে ছিল রিসেপশন পার্টি। আর তা সেরে শনিবার মুম্বইতে ফেরেন বলিউডের নতুন বর-কনে।
একাধিক পাপারাজ্জো অ্য়াকাউন্ট থেকে সিড-কিয়ারার ভিডিয়ো শেয়ার করা হয়েছে। প্রায় কোনও মেকআপ ছাড়াই দেখা গেল কিয়ারাকে। বউকে আগলে রেখেছেন সিদ্ধার্থ। কথা বলতে-বলতে, হাসতে হাসতে ছবির জন্য পোজ দিলেন। নতুন কনে এদিন পরেছিলেন হলুদ রঙের সালোয়ার, আর বরের গায়ে অফ হোয়াইট কুর্টা সেট। পাপারাৎজিদের হাতে তুলে দিলেন মিষ্টির বাক্সও।
দিল্লির লীলা প্যালেসে রিসেপশন পার্টি রেখেছিলেন সিড-কিয়ারা। খবর বলছে, দ্বিতীয় রিসেপশনটির হওয়ার কথা রয়েছে ১২ ফেব্রুয়ারি মুম্বইয়ের সেন্ট রেজিস হোটেলে। যাতে উপস্থিত থাকবেন জুহি চাওলা, অনিল কাপুর, শাহরুখ খান, অজয় দেবগন, অক্ষয় কুমার, করণ জোহর, শহিদ কাপুর, পরিণীতি চোপড়া, বরুণ ধাওয়ান, এবং মনীশ মালহোত্রার মতো তারকারা।
আপাতত শেরশাহ-জুটি থাকবেন সিদ্ধার্থের আরব সাগর মুখী পালিহিলের বিলাসবহুল ফ্ল্যাটে। যার ইন্টিরিয়র করেছিলেন স্বয়ং গৌরি খান। তবে এটা হতে চলেছে অস্থায়ী বাসা। স্থায়ী ঠিকানার খোঁজে রয়েছেন দুই তারকাই। রিপোর্ট বিয়ের অনেক আগে থেকে প্রপার্টি দেখা শুরু করে দিয়েছিলেন সিদ্ধার্থ। অভিনেতা জুহুতে একটি বাংলো পছন্দ করেছেন বলে জানা গিয়েছে। মিড ডে-র রিপোর্ট বলছে যেটি ৩,৫০০ বর্গফুট জুড়ে বিস্তৃত এবং মূল্য ৭০ কোটি টাকা। অভিনেতা এমন একটা বাড়ি চাইছেন, যেখান থেকে বসে উপভোগ করা যাবে সমুদ্র। ঠিক তাঁর বর্তমানের বাড়ির মতো।
কাজের সূত্রে, সিদ্ধার্থকে শেষ দেখা গিয়েছিল অ্যাকশন থ্রিলার মিশন মজনুতে রশ্মিকা মন্দানার বিপরীতে। ওয়েব সিরিজ ইন্ডিয়ান পুলিশ ফোর্স-সহ আরও বেশকিছু প্রোজেক্ট রয়েছে তাঁর হাতে। কিয়ারাকে অভিনেতা কার্তিক আরিয়ানের বিপরীতে দেখা যাবে সত্যপ্রেম কি কথা-তে। তাঁর আগের ছবি ভুল ভুলাইয়া ২ আর যুগযুগ জিও প্রশংসা পেয়েছে দর্শকদের থেকে।
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)