বাংলা নিউজ > বায়োস্কোপ > Kiara-Sidharth: কিয়ারার পিঠে হাত সিদ্ধার্থর, একসঙ্গে ছবির জন্য পোজ দেওয়ার কথা শুনেই লাজে রাঙা

Kiara-Sidharth: কিয়ারার পিঠে হাত সিদ্ধার্থর, একসঙ্গে ছবির জন্য পোজ দেওয়ার কথা শুনেই লাজে রাঙা

মিশন মজনু-র প্রিমিয়ারে কিয়ারা-সিদ্ধার্থ। 

সিদ্ধার্থ আর কিয়ারার একটা ভিডিয়ো সম্প্রতি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। মিশন মজনুর প্রিমিয়ারে দুজনে এসেছিলেন একসঙ্গে। দেখুন ভিডিয়োয়-

কিয়ারা আডবানি এবং সিদ্ধার্থ মলহোত্রা মঙ্গলবার মুম্বইতে মিশন মজনু-র বিশেষ স্ক্রিনিংয়ে অংশ নিয়েছিলেন। পাপারাৎজিদের ক্যামেরায় একত্রে বন্দিও হন তাঁরা। এমনিতেই বাজারে ছড়িয়ে পড়েছে তাঁদের বিয়ের গুজব। এই অবস্থায় সেখানে উপস্থিত ফোটোগ্রাফাররা দুজনের একসঙ্গে ছবি তুলতে চাওয়ায় কিয়ারা বেশ লজ্জাই পান। স্ক্রিনিংয়ের পরে তিনি একই গাড়িতে সিদ্ধার্থ মলহোত্রার সঙ্গে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন।

ইনস্টাগ্রামে একটি পাপারাজ্জো অ্যাকাউন্টে শেয়ার করা একটি ভিডিয়োতে দেখা যাচ্ছে, মিশন মজনু স্ক্রিনিংয়ে তাঁর সঙ্গে কথা বলার সময় সিদ্ধার্থ কিয়ারার পিঠ স্পর্শ করেছিলেন। কিয়ারা জ্যাকেটের সঙ্গে ম্যাচিং প্যান্ট আর একটি সাদা স্লিভলেস টপ পরেছিলেন। সিদ্ধার্থ প্যান্টের সঙ্গে পরেছেন একটি গাঢ় নীল জ্যাকেট। ভিডিয়োতে পাপারাৎজিরা চিৎকার করে বলেছে, ‘পিছনে দেখো, পিছনে দেখুন একবার কিয়ারাজি।’ এরপর লজ্জা পেয়ে মুখ ঘুরিয়ে অভিনেত্রী জবাব দেন, ‘পুরো কাস্টের ছবি নিন’। এরপর একসঙ্গে বাড়ি ফেরার সময়তেও ক্যামেরাবন্দি হন তাঁরা।

ভিডিয়োতে প্রতিক্রিয়া জানিয়ে সিদ্ধার্থ-কিয়ারার একজন অনুরাগী মন্তব্য করেছেন, ‘সিদ্ধার্থ কিয়ারাকে অনেক ভালোবাসে। সে শেষ পর্যন্ত সেরাটা পাচ্ছে... অনেক ভালোবাসা।’ আরেক ভক্ত লিখেছেন, ‘সিড-কিয়ারা আধিপত্য একজন।’ অপর ভক্তও মন্তব্য করেলেন, ‘রব নে বানা দি জোদি (ঈশ্বর এই জুটিকে তৈরি করেছেন)।’ অন্য একজন ভক্তর মন্তব্য, ‘ঈশ্বর ওদের মঙ্গল করুন।’

সোমবার ছিল সিদ্ধার্থ মলহোত্রার ৩৮ তম জন্মদিন। আর চর্চিত প্রেমিককে শুভেচ্ছা জানাতে নিজেদের একটি ছবি শেয়ার করেছিলেন আউটডোর লোকেশনে। ২০২১ সালে শেরশাহ ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল দুজনকে। ছবিতে, সিদ্ধার্থ পরম বীর চক্র (মরণোত্তর) পুরস্কারপ্রাপ্ত ক্যাপ্টেন বিক্রম বাত্রার ভূমিকায় অভিনয় করেছিলেন। আর কিয়ারার দেখা মেলে ডিম্পল চিমা চরিত্রে। বেশ কিছুদিন ধরেই এই জুটি প্রেম করছেন বলেই খবর।

আপাতত খবর রয়েছে ফেব্রুয়ারিতে বিয়ে হবে সিদ্ধার্থ মলহোত্রা আর কিয়ারা আডবানির। কফি উইথ করণ ৭-এ এসে দুজনেই একে-অপরের প্রতি টান জাহির করে নিয়েছিলেন। কিয়ারা তো সাফ বলেই দিয়েছিলেন, সিদ্ধার্থ তাঁর ভালো বন্ধুর থেকেও একটু বেশি। অভিনেত্রী আপাতত ব্যস্ত 'সত্যপ্রেম কি কথা'-এর শুটিংয়ে।

 

বন্ধ করুন