বাংলা নিউজ > বায়োস্কোপ > Kiara Advani Casual Look: একদম অন্য রকম সাজে কিয়ারা! ক্য়াজুয়াল লুক থেকেও চোখ ফেরানো দায়

Kiara Advani Casual Look: একদম অন্য রকম সাজে কিয়ারা! ক্য়াজুয়াল লুক থেকেও চোখ ফেরানো দায়

ট্যাঙ্ক টপ এবং ব্যাগি প্যান্ট পরে কিয়ারা আডবানি

Kiara Advani Casual Look: মুম্বইয়ে আউটিংয়ে কিয়ারা আডবানিকে ক্লিক করেন পাপারাজ্জিরা। ট্যাঙ্ক টপ, ব্যাগি প্যান্ট এবং ন্যূনতম মেকআপ করেছিলেন তিনি। 

সুন্দর করে সাজগোজ করলে মন ভালো থাকে। তবে একঘেয়েমি থেকেও মাঝে মাঝে বিরতির প্রয়োজন। ঝলমলে পোশাক আর গ্ল্যামারাস মেকআপের পরিবর্তে উইক ডে আউটিংয়ে ঘরোয়া লুক বেছে নিয়েছেন কিয়ারা আডবানি। রেড-কার্পেট উপস্থিতি, শহরের আউটিং বা বিমানবন্দরের চেহারাই হোক না কেন, সাধারণ ব্যক্তিগত স্টাইলিংয়েও চর্চায় থাকেন অভিনেত্রীর লুক।

রোজকার জীবনে আমরা কেউই নিখুঁত ড্রেস কোডে থাকি না। যতটুকু প্রয়োজন তত টুকু থাকেই। অভিনেত্রী কিয়ারা আডবানির এই লুকও তেমনই খানিকটা। দেখুন কিয়ারার লুক-

আরও পড়ুন: দেশ জুড়ে পালিত হচ্ছে ফসল উৎসব, দেখুন মালাইকার বাড়িতে ওনাম-এর ঝলক

সোমবার রাতে পাপারাজ্জির লেন্সবন্দি হন কিয়ারা। অভিনেত্রীর ছবি ও ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। চরিত্রের প্রয়োজনে নানা রকম মেকআপ করতে হয় অভিনেতা-অভিনেত্রীদের। এছাড়াও ফ্যাশন ফটোশ্যুট তাঁদের কাজের অংশ। তাঁদের দেওয়া ফ্যাশন টিপসে অনুপ্রাণিত হন বাকিরা। তবে মাঝেমধ্যেও তাঁদেরও ইচ্ছে করে সেই খোলস ছেড়ে বেরিয়ে আসতে। ফ্যাশন নিয়ে নানা সময় এক্সপেরিমেন্ট করেন কিয়ারা।

<p>কিয়ারার লুক</p>

কিয়ারার লুক

ফ্যাশন নিয়ে রোজ কিছু না কিছু এক্সপেরিমেন্ট করলেও ব্যক্তিগত জীবনে খুবই সাধারণ অভিনেত্রী। ল্যাভেন্ডার-রঙের ট্যাঙ্ক টপের সঙ্গে ব্যাগি প্যান্টে কুল লুকে ধরা দিয়েছেন কিয়ারা। প্যাস্টেল মিন্ট সবুজ রঙের স্লিপ-অন স্যান্ডেল পরেছেন তিনি। আপনার প্রিয় অভিনেত্রীরা যখন এভাবে নিজেদের ক্যাজুয়াল লুক সোশ্যাল মিডিয়ায় তুলে ধরছেন তখন আপনিও পারেন। একবার বহুরূপীর খোলস ছেড়ে বেরিয়ে ‘সাধারণ’ ফ্যাশন করুন।

কার্তিক আরিয়ানের সঙ্গে শেষবার ‘সত্যপ্রেম কি কথা’ ছবিতে দেখা গিয়েছে কিয়ারাকে। রামচরণের পাশাপাশি আসন্ন ছবি ‘গেম চেঞ্জারে’ কিয়ারাকে দেখতে পাবেন ভক্তরা। এই ছবির হাত ধরে প্রায় ৪ বছর পর তেলুগু ছবিতে প্রত্যাবর্তন করবেন অভিনেত্রী। এর পাশাপাশি কিয়ারার হাতে রয়েছে হৃতিক রোশন এবং জুনিয়র এনটিআর-এর সঙ্গে অ্যাকশন থ্রিলার ফিল্ম ‘ওয়ার ২’।

বন্ধ করুন