সদ্যই কিয়ারা আডবানি বলিউডে ১০ বছর পূর্ণ করলেন। এর কেরিয়ারের এই মাইলফলক তিনি তাঁর অনুরাগী এবং কাছের মানুষদের সঙ্গে উদযাপনও করেন। এই মাত্র ১০ বছর সময়ই ভারত জুড়ে তাঁর অগুনতি ভক্ত। তাঁর অভিনয় তো বটেই, তাঁর সুমিষ্ট ব্যবহারও মুগ্ধ করেছে সকলকে বারবার। তবে কেউ কেউ আবার তাঁর ব্যবহারে যারপরনাই বিরক্ত হয়েছেন। কেউ কেউ তাঁর ব্যবহারের খারাপ দিকটাও দেখেছেন। আর সেই কথাই এদিন এক বিমানসেবিকা প্রকাশ্যে আনলেন।
কিয়ারা আডবানিকে নিয়ে কী জানিয়েছেন সেই বিমানসেবিকা?
সম্প্রতি একটি ইউটিউব চ্যানেল সারা উইথ ভাইচারায় এক বিমানসেবিকা কিয়ারা আডবানির করা দুর্ব্যবহার সম্পর্কে মুখ খোলেন। তিনি সেই স্মৃতি হাতড়ে বলেন একবার তিনি যখন বিমানে কোথাও যাচ্ছিলেন তখন বিমানসেবিকারা তাঁকে আমন্ড এবং কাজু বাদাম দিতে এলে তিনি খুব খারাপ ভাবে সেটা প্রত্যাখ্যান করেন এবং বলেন তিনি এসব তাঁর সহকারীর হাত থেকেই নেবেন।
আরও পড়ুন: বুদ্ধি - যুক্তি - তক্কো বাদ, জ্বালাপোড়া গরমে ফুরফুরে বাতাস বয়ে আনল জিৎ - রুক্মিণীর ‘বুমেরাং’
সেই বিমানসেবিকা সেদিনের ঘটনা প্রসঙ্গে এবং কিয়ারা আডবানির ব্যবহার দেখে স্পষ্টই জানিয়ে দেন 'ওঁর অ্যাটিটিউড প্রবলেম আছে।'
আরও পড়ুন: কাউন্টডাউন শুরু, ২৩-এ গাঁটছড়া বাঁধার আগে কবে সঙ্গীত হচ্ছে সোনাক্ষী - জাহিরের?
আরও পড়ুন: লাল পোশাক পরা যাবে না! দিনক্ষণ থেকে ভেন্যু: ঝটপট জেনে নিন সোনাক্ষী - জাহিরের বিয়ের ৫ জিনিস
তবে সেই বিমানসেবিকা যে কেবল কিয়ারা আডবানিকে নিয়ে কথা বলেছেন সেটাই নয়, তিনি একই সঙ্গে জাহ্নবী কাপুর এবং অনন্যা পাণ্ডেকে নিয়েও কথা বলেন এক সাক্ষাৎকারে। বর্তমানে এই ক্লিপ সোশ্যাল মিডিয়ায় দারুণ ভাইরাল। কেউ কেউ যেমন এই ভিডিয়ো দেখে কিয়ারার নিন্দে করেছেন, তেমনই তাঁর অনুরাগীরা বলেছেন এসব মিথ্যে। অভিনেত্রীর মতো ভালো ব্যবহার আর কারও হয় না।