বাংলা নিউজ > বায়োস্কোপ > ক্যাটরিনাকে সরিয়ে ঠাণ্ডা পানীয়র নতুন মুখ কিয়ারা,‘একদম মানাচ্ছে না’, বলল নেটপাড়া

ক্যাটরিনাকে সরিয়ে ঠাণ্ডা পানীয়র নতুন মুখ কিয়ারা,‘একদম মানাচ্ছে না’, বলল নেটপাড়া

ক্যাটের জায়গায় কিয়ারা

ফলভিত্তিক ঠাণ্ডা পানীয়র বিজ্ঞাপনী প্রচারের মুখ হিসাবে এবার ক্যাটরিনার জায়গা নিলেন কিয়ারা। বিয়ে করতে না করতেই কোটি কোটি টাকার প্রোজেক্ট হাতে এল নায়িকার।

বিয়ের পরই ভাগ্য খুলল কিয়ারার! ক্যাটরিনা কাইফকে সরিয়ে জনপ্রিয় ঠাণ্ডা পানীয়, স্লাইসের ব্র্যান্ড অ্যাম্বাসাডার হলেন সিদ্ধার্থ ঘরণী। এদিন সকালেই বাথরোব জড়িয়ে কাটা আমের থালা হাতে ছবি পোস্ট করেছিলেন কিয়ারা। বেলা গড়াতেই আসল রহস্য সামনে আসে। ইনস্টায় নিজের নতুন বিজ্ঞাপন পোস্ট করেছেন অভিনেত্রী। কিয়ারার নতুন অবতার নিয়ে বিস্তর কাটাছেঁড়া চলল সোশ্যাল মিডিয়ায়, অনেকেই ভীষণ মিস করলেন ক্যাটরিনাকে।

বিজ্ঞাপনের শুরুতেই সেই ম্যাঙ্গো ড্রিকসের বোতল হাতে হাঁটতে দেখা গেল কিয়ারাকে। এক কাঁধ খোলা হলুদ ব়্যাফলড টপ আর ম্যাচিং স্কার্টে মোহময়ী অবতারে ধরা দিলেন কিয়ারা। এক ছাদ খোলা রেঁস্তোরায় ওই ঠাণ্ডা পানীয় নিয়ে বসলেন অভিনেত্রী। অন্য টেবিলে বসে থাকা এক যুবক তো ফিদা কিয়ারার রূপের নেশায়। এরপর কিয়ারাকে ওই পানীয় খেতে দেখে সেও তা অর্ডার করে বসবে। ব্যাস কেল্লাফতে!

এই বিজ্ঞাপনেও কিয়ারার ঠোঁটের উপর সেই ম্যাঙ্গো ড্রিং-এর ফোঁটা ক্যামেরাবন্দি হয়েছে। যেমনভাবে ক্যাটরিনাকে চেটেপুটে এর স্বাদ উপভোগ করতে দেখা গিয়েছিল, তেমনটাই অনেকটা নকল করেছেন কিয়ারা। কিন্তু এই দৃশ্য মন ভরাল না ক্যাটরিনা ভক্তদের। একজন লেখেন, ‘আমার চোখে ক্যাটরিনাই চিরকাল এই ব্র্যান্ডের মুখ থাকবে, ওর সঙ্গে কারুর তুলনা চলে না’। অপর একজন লেখেন, ‘কিয়ারা সুন্দরী, তবে ক্যাটের মধ্যে একটা আলাদা ব্যাপার আছে। ভালো লাগল না’। অনেকেই লিখেছেন, এই ব্র্যান্ডের সঙ্গে ক্যাটরিনার নাম সমার্থক। কেউ কেউ তো মজা করে লিখেছেন, ‘ভিকি এবার বলবে আমার বউয়ের ব্যবসাটাই ছিনিয়ে নিচ্ছে’।

গত মাসেই রাজস্থানে রাজকীয় বিয়ের পর্ব সেরেছেন শ্রদ্ধা। সিদ্ধার্থ-কিয়ারার বিয়ে নিয়ে চর্চা সবমহলে। ৭ই ফেব্রুয়ারি জয়সলমেরের সূর্যগড় প্যালেসে বসেছিল এই রূপকথার বিয়ের আসর। আগামী মঙ্গলেই বিয়ের একমাস পার করে ফেলবেন দুজনে। রাজস্থানে বিয়ে সারার পর মুম্বইয়ের বন্ধুদের জন্য গ্র্য়ান্ড রিসেপশনের আয়োজনও করেছিলেন জুটি। সেখানে শামিল হয়েছিল বলিপাড়ার রথী-মহারথীরা।

কিয়ারাকে আগামিতে দেখা যাবে ‘সত্যপ্রেম কি কথা’ ছবিতে। কার্তিক আরিয়ানের সঙ্গে রোম্যান্স করতে দেখা যাবে নায়িকাকে। শেষবার কিয়ারাকে পর্দায় দেখা গিয়েছে ক্যাটরিনার স্বামী ভিকি কৌশলের সঙ্গে। গত বছর ডিসেম্বরেই মুক্তি পেয়েছিল জুটির ‘গোবিন্দা মেরা নাম’-এ।

বন্ধ করুন