৭ই ফেব্রুয়ারি জয়সলমেরের সূর্যগড় প্রসাদে বসেছিল সিদ্ধার্থ-কিয়ারার বিয়ের রাজকীয় আসর। বিয়ের আয়োজন থেকে সাজ-পোশাক, সবেতেই ছিল রাজকীয় আভিজাত্য। এই বিগ ফ্যাট বলিউড ওয়েডিং-এর ঘোর যেন কিছুতেই কাটছে না। বিয়ের পর থেকে সোশ্যাল মিডিয়ায় সিদ্ধার্থ-কিয়ারার বিয়ের ছবির ছড়াছড়ি। রোজই বিয়ের আসরের নিত্য-নতুন ফটো সামনে আসছে।
বিয়ের দিন মণীশ মালহোত্রার ডিজাইনার গোলাপি লেহেঙ্গায় ধরা দিয়েছেন কিয়ারা। কিয়ারার ঝলমলে সাজ সকলরকে মুগ্ধ করেছে। তবে জানেন কি শুধু কিয়ারা নন, তাঁর মা জেনেভিভ আডবানিও সেজেছিলেন মণীশের নকশাকাটা পোশাকে। সঙ্গে মণীশ মালহোত্রার ‘রানিওয়ালা’ ১৯৮১ কালেকশনের গয়না। মেয়েকে রীতিমতো টেক্কা দিলেন জেনেভিভ। গোলাপি রঙা লেহেঙ্গায় কিয়ারার মায়ের সৌন্দর্য ঠিকরে বেরোচ্ছে। মেয়ের পাশে দাঁড়ানো জেনেভিভকে দেখলে বড়জোর নায়িকার দিদি বলে ভুল করবেন আপনি! কিয়ারার মা জেনেভিভ জাফরি পেশায় একজন শিক্ষক, শুরুতে মায়ের স্কুলেই চাকরি করতেন কিয়ারা। পরে অভিনয়ের জগতে প্রবেশ।
মণীশ মালহোত্রার সংস্থার তরফে সিড-কিয়ারার বিয়ের দুটি অদেখা ছবি পোস্ট করা হয়েচে। প্রথম ছবিতে মেয়ের হাত ধরে দাঁড়িয়ে থাকতে দেখা গেল জেনেভিভকে, অন্যদিকে অপর ছবিতে বাবা-মায়ের হাত ধরে হাঁটতে দেখা গেল কিয়ারাকে। মালাবদলের পরের ছবি এটি, তা সস্পষ্ট বুঝিয়ে দিচ্ছে কিয়ারার গলার মালা। সম্ভবত বিয়ের মণ্ডপের দিকে মেয়ের হাত ধরে নিয়ে যাচ্ছেন গর্বিত বাবা-মা। স্ত্রী-কন্যার মতো কিয়ারার বাবাও বিয়েতে সেজেছিলেন মণীশ মালহোত্রার পোশাকে। সাদা শেরওয়ানি আর সোনালি পাগড়িতে দেখা মিলল তাঁর।
পরিবার ও ঘনিষ্ঠজনেদের উপস্থিতিতে ডেস্টিনেশন বিয়ে সেরেছেন সিদ্ধার্থ-কিয়ারা। বিয়েতে সোনালি রঙা শেরওয়ানিতে ধরা দিয়েছিলেন সিদ্ধার্থ। জুটিকে শুভেচ্ছা জানাতে বিয়ের আসরে হাজির ছিলেন করণ জোহর, শাহিদ কাপুর, মীরা রাজপুত, জুহি চাওয়ালারা, ইশা আম্বানিরা।
বিয়ের পর কিয়ারা সিদ্ধার্থের হাত ধরে তাঁর দিল্লির বাড়িতে পৌঁছেছেন। সেখানে নববধূকে স্বাগত জানানো হয়েছে ধূমধাম করে। পরে মুম্বইতে গত রবিবার গ্র্যান্ড রিসেপশন পার্টির আয়োজন করেছিলেন ‘দিল দরিয়া’ জুটি সিড-কিয়ারা। সেখানে একছাদের তলায় জড়ো হয়েছিলেন বি-টাউনের রথী-মহারথীরা। কাজল-অজয়, অভিষেক বচ্চন, বিদ্যা বালান, শাহিদ-মীরা, ভূমি পেদনেকর, করণ জোহর, মণীশ মালহোত্রা থেকে সিদ্ধার্থের প্রাক্তন প্রেমিকা আলিয়া ভাটও হাজির ছিল রিসেপশনের আসরে।
আরও পড়ুন-যাক সিদ্ধার্থ-কিয়ারা অন্তত কিপটে নয়', ভিক্যাট-রালিয়াকে ট্রোল করল নেটিজেনরা
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)