বলিউডের অন্যতম আদর্শ দম্পতি সিদ্ধার্থ-কিয়ারা। দেখতে দেখতে বিয়ের দু-বছর পার করে ফেললেন দুজনে। দ্বিতীয় বিবাহবার্ষিকী উপলক্ষে কিয়ারা আদবানি শুক্রবার স্বামীকে মিষ্টি শুভেচ্ছা বার্তা জানিয়েছে, যা দেখে হেসে কুটিপাটি নেটিজেনরা। একই সঙ্গে এই পোস্টের সঙ্গেই প্রেগন্যান্সির জল্পনাতেও জল ঢেলেছেন নায়িকা।
সিদ্ধার্থ-কিয়ারার বিয়ের ভিডিয়ো ইন্টারনেটে আগুন ধরিয়ে দিয়েছিল, বিয়ের মণ্ডপে ঘড়ির দিকে তাকিয়ে ইশারা করতে দেখা গিয়েছিল সিদ্ধার্থকে, আর দড়ি ধরে টানার কায়দা করেছিলেন কিয়ারা। সেই ভিডিয়োতেই এল টুইস্ট। কিয়ারাকে একটি ভিডিয়োতে সিদ্ধার্থকে এবার বাস্তবেই দিয়ে দড়ি দিয়ে টেনে নিয়ে ওয়ার্কআউট করতে দেখা গেল। চারটি চাকা লাগানো একটা ছোট্ট বাক্সের মধ্যে দাঁড়িয়ে আছেন সিদ্ধার্থ। এবং দড়ি ধরে টান দিচ্ছেন কিয়ারা।
ক্যাপশনে লেখা, ‘এটা (এই জার্নি) কীভাবে শুরু হয়েছিল আর সেটা কেমন চলছে। সবকিছুতে আমার সঙ্গী… সিদ্ধার্থকে বিবাহবার্ষিকীর শুভেচ্ছা। অনেক ভালোবাসা’। এই মজার পোস্টের মাধ্যেই গত কয়েক মাস ধরে চলা অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জনেও জল ঢাললেন কিয়ারা। ভিডিয়োয় একদম ফ্ল্যাট বেলিতে পাওয়া গেল তাঁকে। পাশাপাশি অন্তঃসত্ত্বা অবস্থায় এই ধরণের হেভি ওয়ার্কআউট কোনওদিনই করা যায় না। তাই একটা বাক্য়ও খরচ না করে সবটা জলের মতো স্পষ্ট করলেন নায়িকা।
ইনস্টাগ্রাম স্টোরিতে কিয়ারা একটি ছবিও পোস্ট করেছেন যেখানে তিনি সিদ্ধার্থের দেওয়া ফুলের ছবি ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন। ক্যাপশনে লিখেছেন, 'স্বামীর ভালোবাসা। মধ্যরাতে 'কেক' দিয়ে চমকে দেওয়ার জন্য কিয়ারা তাঁর টিমকে ধন্যবাদ জানিয়েছেন।

বউকে বিয়ের দু-বছরের জন্মদিনের আদুরে শুভেচ্ছা জানিয়েছেন সিদ্ধার্থও। ইনস্টাগ্রামে কিয়ারার সঙ্গে বিয়ের আদুরে ছবি শেয়ার করেছেন সিদ্ধার্থ। ক্যাপশনে লিখেছেন, ‘শুভ বিবাহবার্ষিকী, ভালোবাসা কিয়ারা….’। আজীবন দুজনে এইভাবেই বেঁধে থাকবেন শপথ সিদ্ধার্থের।
২০২৩ সালের ৭ ফেব্রুয়ারি রাজস্থানের সূর্যগড় প্যালেসে এক ঘনিষ্ঠ অনুষ্ঠানে গাঁটছড়া বাঁধেন সিদ্ধার্থ ও কিয়ারা। 'শেরশাহ' ছবির শুটিংয়ের সময় দুজনেই একে অপরের প্রেমে পড়েন। ২০২২ সালে, সিদ্ধার্থ এবং কিয়ারা কফি উইথ করণ সিজন ৭-এর ভিন্ন পর্বে হাজির হয়েছিলেন, যেখানে আকারে-ইঙ্গিতে নিজেদের সম্পর্কে সিলমোহর দেন দুজনে।
কিয়ারা নিশ্চিত করেছিলেন যে তারা ‘বন্ধুর চেয়েও বেশি কিছু’, সিদ্ধার্থ বলেছিলেন, ‘আমি একটি উজ্জ্বল এবং সুখী ভবিষ্যতের আশা করছি। যদি সে (কিয়ারা) সঙ্গী হয়, তাহলে দারুণ হবে’।
সিদ্ধার্থকে শেষবার রাশি খান্না ও দিশা পাটানির সঙ্গে যোদ্ধা ছবিতে দেখা গিয়েছিল। তাঁর পরবর্তী কাজ জাহ্নবী কাপুরের সঙ্গে। অন্যদিকে সম্প্রতি রাম চরণের সঙ্গে 'গেম চেঞ্জার'-এ দেখা গিয়েছে কিয়ারাকে। আগামিতে ডন ৩ এবং ওয়ার ২-এর মতো হিট ফ্রাঞ্চাইসি ছবি রয়েছে কিয়ারার ঝুলিতে।