৭ ফেব্রুয়ারি, রাজস্থানের জয়সলমের, পূর্ণতা পেয়েছে আরও এক প্রেমের গল্প। এই প্রেমের গল্প লিখেছেন সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আডবানি। তাঁদের সেই রূপকথার বিয়ের বহু ছবিই ইতিমধ্যে নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে। এবার বিয়ের প্রথম ভিডিয়ো প্রকাশ করলেন তারকা দম্পতি।
গোলাপি লেহেঙ্গা আর হীরে-পান্নার গয়নায় সেজে বিয়ের মণ্ডপের দিকে এগিয়ে আসছেন কিয়ারা। তাঁর মাথায় ফুলের শামিয়ানা ধরেছেন তাঁরই ভাই এবং পরিবারের সদস্যরা। কিছুটা এগিয়ে এসে গানের তালে নাচতে দেখা গেল কিয়ারাকে। আবার কখনও সিদ্ধার্থের লুক নিয়ে ইশারাও করলেন। সিদ্ধার্থ তখন তাঁকে সময়ের কথা মনে করিয়ে দিচ্ছেন। এরপর মুখোমুখি দুই লাভবার্ড। কিয়ারা-ই প্রথম বরমাল্য দিলেন সিদ্ধার্থের গলায়, তারপর সিদ্ধার্থও পরালেন মালা। তারপর সকলকে সাক্ষী রেখে একে অপরের ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিলেন। পরিণতি পেল এক পাঞ্জাবি যুবক ও সিন্ধি তরুণীর প্রেম। অরিজিনাল অডিও সঙ্গে বিয়ের ভিডিয়োটি শুক্রবার তারকা দম্পতির সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পোস্ট করা হয়েছে।
গত ৭ ফেব্রুয়ারি জয়সলমেরে সাতরপাকে বাঁধা পড়েন সিদ্ধার্থ-কিয়ারা। বিয়ের পর কিয়ারা সিদ্ধার্থের হাত ধরে তাঁর দিল্লির বাড়িতে পৌঁছেছেন। সেখানে নববধূকে স্বাগত জানানো হয়েছে ধূমধাম করে। গৃহপ্রবেশের সময় ঢোলের তালে নাচতেও দেখা যায় নব-দম্পতিকে। ৯ ফেব্রুয়ারি দিল্লিতে আয়োজিত হয় তাঁদের রিসেপশন পার্টি। সেখানেও উপস্থিত ছিলেন তারকা দম্পতি সিদ্ধার্থ-কিয়ারা ও তাঁদের পরিবারের সদস্যরা। এরপর মুম্বইতেও ফিরে সেখানেও ঘটা করে রিসেপশনের আয়োজন করার কথা রয়েছে তাঁদের। আগামী সপ্তাহে মুম্বইয়ের গ্র্যান্ড হোটেলে হতে চলেছে সেই অনুষ্ঠান।
সিদ্ধার্থ-কিয়ারার রাজকীয় বিয়ের রেশ এখনও কাটিয়ে উঠতে পারেনি গোটা দেশ। মঙ্গলবার রাজস্থানের জয়সলমেরের সূর্যগড় দূর্গে পরিণতি পেয়েছে সিদ্ধার্থ-কিয়ারার প্রেম কাহিনি। গত কয়েক মাস ধরে এই বিয়ে বিয়ে নিয়ে কমচর্চা হয়নি। শেষমেশ শুভকাজটা সেরে ফেলেছেন ‘শেরশাহ’ জুটি। বিয়ের পর্ব মেটবার পর অপেক্ষা ছিল অফিসিয়্যাল ছবির। রাত গড়াতেই ভক্তদের সঙ্গে রূপকথার বিয়ের টুকরো ঝলক শেয়ার করে নেন নবদম্পতি।