২০২৪ সালে কানে ডেবিউ করলেন কিয়ারা আডবানি। রেড সি ফিল্ম ফাউন্ডেশন ফর উইমেন ইন সিনেমার গালা ডিনারে অংশ নিলেন তিনি। অভিনেতার এদিনের লুক আপাতত নেটিজেনদের হট ফেভারিট। ফোটো-ভিডিয়ো ছড়িয়ে পড়তেই, পাচ্ছে প্রশংসা।
কোন পোশাকে করানে ডেবিউ হল কিয়ারার:
এদিন সিদ্ধার্থ মলহোত্রার বউ পরেছিলেন সিল্কের কাপড়ে তৈরি অফ শোল্ডার গোলাপি ও কালো গাউন। পোশাকটির পেছনে একটি বড় বো ছিল। চুল বেঁধে রেখেছিলেন একটি উঁচু খোঁপায়। গলায় হিরে ও অন্যান্য দামি পাথর বসানো নেটলেস। সঙ্গে কালো জরির গ্লাভস।
আরও পড়ুন: আইপিএল প্লে অফে আরসিবি, মাঠে চোখ ভর্তি জল বিরাটের, আপ্লুত অনুষ্কার একাজ দেখার মতো
সেখানে উপস্থিত পাপারাজ্জিদের সঙ্গে কথা বলার সময় কিয়ারাকে বলতে শোনা যায়, ‘আমার জন্য এই সুযোগ খুব সম্মানজলক। আমার কেরিয়ারের এক দশক হতে চলেছে। আমার মনে হয়, অসাধারণ একটা সমযে এটা হল। প্রথমবারের মতো কান চলচ্চিত্র উৎসবে আসতে পেরে এবং রেড সি ফাউন্ডেশন ফর উইমেন ইন সিনেমা কর্তৃক সম্মানিত হতে পেরে’।
আরও পড়ুন: ‘রেশন লাইনে থাকা ৪ মধ্যবিত্ত মহিলার থেকে, গণিকারা আমায় বেশি আকৃষ্ট করে’, বিস্ফোরক মন্তব্য বনশালির
এদিনে কিয়ারার পাশাপাশি আসিল ওমরান, আধওয়া ফাহাদ, রামাতা-তৌলায়ে সি, সারোচা চানকিমহা ওরফে ফ্রিন এবং সালমা আবু দেইফের সঙ্গে সম্মানিত করা হয়। নিজেদের অফিসিয়াল এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে @RedSeaFilm অনুষ্ঠানের বেশ কিছু ছবি শেয়ার করেছেন। ক্যাপশনে লেখা ছিল, ‘দ্য রেড সি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল (#RedSeaIFF) এবং ভ্যানিটি ফেয়ার ইউরোপ পুণরায় একত্রিত হয়েছে #WomenInCinemaGala আয়োজনের জন্য, ৭৭তম কান চলচ্চিত্র উৎসবের পাশাপাশি অনুষ্ঠিত’
আরও পড়ুন: পাক সেনার ৯ গুলি খেয়েও হার মানেনি! চান্দু চ্যাম্পিয়নের বায়োপিকে কার্তিক আরয়ান
অনুষ্ঠানে #VFEuropeXRedSeaIFF ৬ জন নারীকে সম্মাননা প্রদান করেন। যারা ভবিষ্যৎ প্রজন্মের নারী গল্পকারদের পথ দেখিয়েছে। এঁরা হলেন আসিল ওমরান, আধওয়া ফাহাদ, রামাতা-তৌলায়ে সি, সারোচা চানকিমহা ওরফে ফ্রিন, কিয়ারা আদভানি এবং সালমা আবু দেইফ।
কান চলচ্চিত্র উৎসবে কিয়ারার পোশাক
এখনও পর্যন্ত কিয়ারা কানে ঢোকার সময় তাঁর দুটি লুক প্রকাশ করেছেন। রেড সি ফিল্ম ফেস্টিভ্যালের দ্বিতীয় দিনে গিয়েছিলেন তিনি। কমলা রঙের বডিকন পোশাকে তাকে অত্যাশ্চর্য দেখাচ্ছিল। তিনি কানে একটি হাই-থাই স্লিট আইভরি ক্রেপ ব্যাক সাটিনের পোশাকও পরেছিলেন। পোশাকটি ডিজাইন করেন প্রবাল গুরুং। সঙ্গে ছিল বড় ম্যাচিং কানের দুল এবং হাই হিল।