সম্প্রতি একটি স্কুলের টিচার্স ডের ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। সেখানেই দেখা যাচ্ছে একদল খুদে বর্তমান সময়ের অন্যতম ট্রেন্ডিং গান আজ কী রাতে নাচ করছে। স্ত্রী ২ এর এই আইটেম সংয়ে বাচ্চাদের নাচতে দেখে যারপরনাই বিরক্ত নেটপাড়া। ক্ষোভ উগরে কী লিখলেন তাঁরা?
কী ঘটেছে?
স্ত্রী ২ -তে আজ কী রাত গানটিতে তামান্না ভাটিয়াকে নাচতে দেখা গিয়েছে। তাঁর করা হুক স্টেপ দারুণ ভাইরাল। এবার সেই গানে নাচ করল কিছু খুদে। কোথায়? তাদের স্কুলের টিচার্স ডের অনুষ্ঠানে। তাদের পিছনে থাকা অনুষ্ঠানের ব্যানারে আবার ডক্টর সর্বপল্লি রাধাকৃষ্ণনকে দেখা যাচ্ছে। এই অনুষ্ঠানে সেই খুদেদের তামান্নার মতো পোশাক পরে নাচতে দেখা যাচ্ছে। আর অসমের স্কুলের এই ঘটনার ভিডিয়ো ভাইরাল হতেই সেটার তীব্র নিন্দা করেছে নেটপাড়া।
কে কী লিখেছেন?
এক ব্যক্তি লেখেন, 'ভীষণই লজ্জাজনক। শিক্ষক বা বাবা মায়েরা কী করে অ্যালাও করল এমন একটা গানে বাচ্চাগুলোকে পারফর্ম করতে?' দ্বিতীয় ব্যক্তি লেখেন, 'আমরা আমাদের সন্তানদের কী শিক্ষা দিচ্ছি?' তৃতীয় ব্যক্তি লেখেন, 'বাবা মায়েদের সঙ্গে স্কুলেরও দোষ আছে এমন গান কী করে অ্যালাও করল?' চতুর্থ ব্যক্তি লেখেন, 'আজকাল মূল সমস্যা হল বাবা মায়েরা বাচ্চাদের মাধ্যমে বিখ্যাত হতে চায়। সবই ভাইরাল হওয়ার জন্য।'
আরও পড়ুন: পরপর ফ্লপ, তবুও হাতে ৯টা ছবি! আগামীতে কী কী দেখতে পাবেন অক্ষয়ের ফ্যানরা?