KIFF 2022: 'অমিতাভ বচ্চন: আ লিভিং লেজেন্ড' প্রদর্শনীর উদ্বোধনে চাঁদের হাট, ফিতে কাটলেন জয়া
Updated: 17 Dec 2022, 04:35 PM ISTKIFF 2022: 'অমিতাভ বচ্চন: আ লিভিং লেজেন্ড' প্রদর্শনীর উদ্বোধনে চাঁদের হাট। বিগ বি-এর ৮০ বছরে পা রাখা উপলক্ষে তাঁর নানান কাজ নিয়ে একটি প্রদর্শনীর ব্যবস্থা করা হয়েছে। গগনেন্দ্র শিল্প প্রদর্শনশালায় এই প্রদর্শনীর উদ্বোধন করলেন অভিতাভ-পত্নী জয়া বচ্চন।
পরবর্তী ফটো গ্যালারি