নানান বিতর্ক, আলোচনা-সমালোচনা পর বৃহস্পতিবার যবনিকা পড়ল ২৮তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। এই বছর রবীন্দ্র সদনে আয়োজন করা হয়েছিল কিফের সমাপ্তি অনুষ্ঠান। তারকার উপস্থিতির নিরিখে খানিকটা জৌলুসহীন এদিনের আয়োজন। উপস্থিত ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস, চলচ্চিত্র উৎসবের চেয়ারপার্সন রাজ চক্রবর্তী সহ ঋতুপর্ণা সেনগুপ্ত, তনুশ্রী চক্রবর্তী, পাওলি দাম, ইশা সাহারা। অনুষ্ঠানের শেষেই দেশ-বিদেশের কলাকুশলীদের হাতে তুলে দেওয়া হল পুরস্কার।
গত এক সপ্তাহ ধরে শহরের ১০টি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হয়েছে ১৮৩টি ছবি।
চলতি বছর কিফের মঞ্চের সবচেয়ে বড় পুরস্কার উঠল প্রতিবেশী দেশ বাংলাদেশের ছবি ‘কুড়া পক্ষীর শুন্যে উড়া’র ঝুলিতে। কলকাতা আন্তর্জাতিক ছবি উৎসবের আন্তর্জাতিক প্রতিযোগিতা বিভাগে একমাত্র বাংলাদেশি সিনেমা হিসেবে নির্বাচিত হয়েছিল এটি। শেষদিন জয়ের চওড়া হাসি পরিচালক মহম্মদ কাইয়ুমের মুখে। এই ছবিটি আবর্তিত এক কৃষক পরিবারের সংগ্রামকে ঘিরে। স্প্যানিশ ছবি ‘আপঅন এন্ট্রি'র সঙ্গে ‘ইন্টারন্যাশন্যাল কম্পিটিশন অন ইনোভেশন ইন মুভিং ইমেজেস ক্যাটেগরিতে ‘গোল্ডেন রয়্যাল বেঙ্গল টাইগার পুরস্কার’-পেল এই দুই ছবি। পুরস্কার মূল্য ৫১ লক্ষ টাকা।
সেরা ভারতীয় তথ্যচিত্র: Nybreum - The Unsettled Shad (পরিচালনা-নেহা শর্মা)
সেরা ভারতীয় স্বল্প দৈর্ঘ্যের ছবি: মেয় মেহমুদ (পরিচালক-প্রত্যয় সাহা)
নেটপ্যাক অ্যাওয়ার্ড ফর বেস্ট ফিল্ম : DOV (ইংরাজি-ফরচুন) তাজাকিস্তানের ছবি, পরিচালক মুহিদ্দিন মুজাফ্ফর
স্পেশাল জুরি অ্যাওয়ার্ড (ভারতীয় ভাষায়) : ছাদ-দ্য টেরেস এবং সিকাইসাল (ইফ অনলি ট্রিস কুড টক)
হীরালাল সেন মেমোরিয়াল অ্যাওয়ার্ড - সেরা ছবি (ভারতীয় ভাষায়) : তেলুগু ছবি মুথাইয়া (ভাস্কর মৌর্য)
হীরালাল সেন মেমোরিয়াল অ্যাওয়ার্ড- সেরা পরিচালক (ভারতীয় ভাষায়) : দীপঙ্কর প্রকাশ (নানেরা)
গোল্ডেন রয়্যাল বেঙ্গল টাইগার অ্যাওয়ার্ড ফর-সেরা পরিচালক : আর্জেন্টিনার ছবি লা বুর্জা ডে হিটলার (হিটরাল'স উইচ)-এর জন্য ) এরনেস্তো আদ্রিতো এবং ভিরনা মলিনা
গোল্ডেন রয়্যাল বেঙ্গল টাইগার অ্যাওয়ার্ড- সেরা ছবি :
১. আপঅন এন্ট্রি (স্পেন)
২. কুড়া পক্ষীর শূন্যে উড়া (বাংলাদেশ)
আরও পড়ুন-TRP Non Fiction: রচনা একাই একশো! TRP-র লড়াইয়ে পিছিয়ে দেব, স্লট লিডার সারেগামাপা
ছবি উৎসবের সমাপ্তি অনুষ্ঠানে লাগল মেসির রঙ। আন্তর্জাতিক প্রতিযোগিতামূলক বিভাগে সেরা পরিচালকের পুরস্কার জিতলেন আর্জেন্টিনার রনেস্তো আদ্রিতো এবং ভিরনা মলিনা। মেসির সুপারম্যান মলিনা, পুরস্কার নিতে এলেন মেসির জার্সি গায়ে পরে। প্রেক্ষাগৃহ জুড়ে তখন শুধুই করতালি।