বাংলা নিউজ > বায়োস্কোপ > KIFF 2022: চলচ্চিত্র উৎসবে প্রেমের পুনর্মিলন! ঝগড়া ভুলে একফ্রেমে দেব-শুভশ্রী-মিমি-রুক্মিণী

KIFF 2022: চলচ্চিত্র উৎসবে প্রেমের পুনর্মিলন! ঝগড়া ভুলে একফ্রেমে দেব-শুভশ্রী-মিমি-রুক্মিণী

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মঞ্চে টলি-তারকারা।

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ফ্রেমবন্দি টলিউড তারকারা। ১৫ ডিসেম্বর থেকে ২৮ ডিসেম্বর পর্যন্ত চলবে এবারের চলচ্চিত্র উৎসব।

বাংলা এখন মজে সিনেমা উৎসবে। বৃহস্পতিবার নেতাজি ইন্ডোরে হল কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধন। আর এদিন মঞ্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মঞ্চ আলো করেছিলেন টলিউড ও বলিউডের তারকারা। এবারে আমন্ত্রিত ছিলেন অমিতাভ বচ্চন, জয়া বচ্চন, শাহরুখ খান, রানি মুখোপাধ্যায়, শত্রুঘ্ন সিনহার মতো তারকারা। প্রায় গোটা টলিউডও হাজির ছিলেন এদিন। মঞ্চে উপস্থিত থাকতে দেখা গেল তৃণমূল ঘনিষ্ঠদের। 

আপাতত সোশ্যাল মিডিয়ায় এই ছবি ভাইরাল। যেখানে পাশাপাশি দাঁড়িয়ে আছেন টলিউডের প্রাক্তনরা। একসময় প্রেম নিয়ে যাদের মধ্যে বিরোধ এসেছিল। তবে সময়ের সঙ্গে সঙ্গে সব ভুলেছেন। যদিও প্রশ্ন থাকে তা কি শুধুই বিনোদনের টানে নাকি রাজনীতিও আছে পিছনে!

সরাসরি তৃণমূলের সঙ্গে যোগ না থাকলেও দেব-ঘনিষ্ঠ হিসেবেই মমতার কাছে আলাদা কদর পান রুক্মিণী মৈত্র। একই কথা প্রযোজ্য রাজ চক্রবর্তীর স্ত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের ক্ষেত্রেও। তৃণমূল সরকারের যে কোনও অনুষ্ঠানেই অংশ নিতে দেখা যায় তাঁকে। আর সেই হিসেবেই একসময়ের প্রাক্তন দেবের মুখোমুখি হন শুভশ্রী। প্রেমটা না টিকলেও দুজনে সামনাসামনি এলে হাসি বিনিময় টুকু করেনই!

এদিকে মিমি আর শুভশ্রীও কিন্তু একসময় ঝামেলায় জড়িয়েছিলেন রাজকে নিয়ে। সোশ্যাল মিডিয়ায় একে-অপরকে নিয়ে একাধিক পোস্টও করেছিলেন সেই সময়। তবে এখন টলিউডের এই দুই নায়িকাও পুরনো কথা ভুলেছেন সম্ভবত। 

কিফের মঞ্চ থেকে বাংলার জামাইবাবু অমিতাভ বচ্চনকে ‘ভারতরত্ন’ সম্মান দেওয়ার দাবি তোলেন মমতা। বিগ বি-র ‘নাকরিক ও মত প্রকাশের স্বাধীনতা’ নিয়ে তোলা প্রশ্নও রাজনৈতিক তর্ক-বিতর্কের জন্ম দিয়েছে। প্রসঙ্গত, ‘পাঠান’ নিয়ে ওঠা বিতর্কেও জবাব দিয়েছেন শাহরুখ কিফের মঞ্চ থেকেই। সব মিলিয়ে যাকে বলে জমজমাট সন্ধের সাক্ষী থাকল বাংলা। 

 

বন্ধ করুন