৩০তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের চেয়ারম্যান পদে থাকছেন না রাজ চক্রবর্তী। জানা গিয়েছিল আগেই। এবার সামনে এল সেই শূন্যস্থান পূরণ করবেন কে! টলিপাড়ায় আগে থেকেই জল্পনা শোনা গিয়েছিল, সোমবার সন্ধ্যায় সেই জল্পনায় সিলমোহর পড়ল। এই বছর অর্থাৎ ৩০তম বর্ষে কিফের চেয়ারম্যান হচ্ছেন ‘মনের মানুষ’ পরিচালক গৌতম ঘোষ। তার গৌতমের ‘লালন সাঁই’ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কেও দেখা যাবে বিশেষ ভূমিকায়। আরও পড়ুন-৩০তম কলকাতা চলচ্চিত্র উৎসবের চেয়ারপার্সনের পদ থেকে সরছেন রাজ, নতুন দায়িত্বে কে?
এই বছর কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের কো-চেয়ারম্যান হচ্ছেন বুম্বাদা। একটা সময় ছবি উৎসবের চেয়ারম্যানের পদ ছেড়েছিলেন প্রসেনজিৎ, পরে অবশ্য স্বমহিমায় কিফে ফেরেন ‘ইন্ডাস্ট্রি’। গত বছর ২৯তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অভ্যর্থনা কমিটির চেয়ারম্যান হিসাবে দেখা মিলেছিল তাঁর। এবার দায়িত্ব বাড়ল।
কিফের সঙ্গে ওতোপ্রোতভাবে জড়িয়ে প্রসেনজিৎ, ইন্ডাস্ট্রির সকলের অভিভাবক তিনি। নিজের মুখেই বলেন, ‘আমি টলিগঞ্জের জেষ্ঠ্যপুত্র’। চেয়ারপার্সন রাজকে গত চার বছর ধরে সবকাছে টিপস দিয়েছেন। সুপারস্টারের আপ্ত সহায়ক, এই নিয়ে স্পষ্টভাবে কিছু বলেনি। শুধু জানান, ‘যে পদে যেই থাকুক না কেন কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সঙ্গে প্রসেনজিৎ সবসময় আছেন ও থাকবেন’। তবে নবান্ন সূত্রে খবর, এই বছর কো-চেয়ারপার্সন পদই অলঙ্কৃত করবেন বুম্বাদা।
গত পাঁচবার কিফের চেয়ারম্যানের দায়িত্বভার সামলেছেন রাজ চক্রবর্তী। গত বছর অর্থাৎ ২০২৩ এডিশনেই এই দায় থেকে অব্যাহতি চেয়ে দিদির কাছের দরবার করেছিলেন রাজ, কিন্তু রাজি হননি মমতা। অবশেষে রাজের ইচ্ছেতে সবুজ সংকেত দেন মুখ্যমন্ত্রী। রাজ এবার সদস্য হিসাবে কিফের অংশ থাকবেন, তবে পদে থাকছেন না। আপতত নিজের রাজনৈতিক কর্মকাণ্ড এবং ছবিতে বেশি মন দিতে চান ‘বাবলি’ পরিচালক। আগামি মাসেই মুক্তি পাবে এই ছবি। ক্ষমতা কুক্ষিগত করায় একেবারেই বিশ্বাসী নন রাজ। তাই সরে দাঁড়ানোর সিদ্ধান্ত।
ডিভোর্সের আগেই দেবলীনা ‘এক্স’, তথাগতর 'আধপোড়া কৃমি’ বিবৃতি নিয়ে জবাব স্ত্রীর
জানা যাচ্ছে, আগামী ৪ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে কলকাতা চলচ্চিত্র উৎসব। যা চলবে আগামী ১১ ডিসেম্বর পর্যন্ত। প্রতিযোগিতা বিভাগে এই উৎসবের জন্য ছবি জমা দেওয়ার শেষ তারিখ ৩১ অক্টোবর করা হয়েছে বলে খবর। এরপর আগামী ১৫ নভেম্বর চলচ্চিত্র উৎসবের প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত ছবিগুলি দেখানোর জন্য আনুষ্ঠানিকভাবে নাম ঘোষণা করা হবে।