সম্প্রতি, 'দ্য কপিল শর্মা শো'-তে হাজির হয়েছিলেন তাপসী পান্নু এবং তাহির রাজ ভাসিন। নেটফ্লিক্সে নিজেদের আসন্ন ছবি 'লুপ লাপেটা'র প্রচার সারতেই কপিলের শো-তে হাজির হয়েছিলেন তাঁরা। এরপর মঞ্চে তাপসীকে দেখে শো-এর অন্যতম কৌতুক অভিনেতা কিকু মজাদার ভঙ্গিতে বলে ওঠেন কীভাবে একের পর এক ছবিতে পরপর অভিনয় করেই চলেছেন তাপসী। ঠিক অক্ষয় কুমার এবং আয়ুষ্মান খুরানার মতো। সম্প্রতি, চ্যানেল কর্তৃপক্ষের তরফে এই এপিসোডের একটি প্রমো শেয়ার করা হয়েছে নেটদুনিয়ায়।
সেখানে দেখা যাচ্ছে নিজের অভিনীত জনপ্রিয় 'উকিল সাহাব' এর চরিত্রে মঞ্চে হাজির হন কিকু। এরপর তাপসী ও তাহিরের সঙ্গে গপ্পো সপ্পো করার অছিলায় আসনে জমিয়ে বসেন তিনি। তবে তাঁর কথা শুরু করার আগে কপিল সতর্ক করে দেন তিনি যেন ভেবেচিন্তে এই তারকা অতিথিদের সঙ্গে কথা বলেন। শেহনামাত্রই কুকুর জবাব, 'আরে ভাবনা চিন্তা করে কথা বলার জন্য তো সময় চাই নাকি? এত পরপর ছবি করলে সেটা আর কী করে সম্ভব হবে! অক্ষয় কুমার এই শো -এর মঞ্চ ছাড়তে না ছাড়তেই হাজির হয়ে যান তাপসী। আবার তাপসী মঞ্চের সিঁড়ি থেকে নামটা না নামতেই ফের হাজির হয়ে যান আয়ুষ্মান খুরানা।' এরপর সামান্য থেমে তাপসীর উদ্দেশে কুকুর প্রশ্ন, 'আপনারা তিনজন মিলে আমাকে কিনে নিচ্ছেন না কেন?'
অনুষ্ঠানের আরও একটি প্রমোতে তাপসীর উদ্দেশে কপিলকে প্রশ্ন করতে শোনা যাচ্ছে যে শ্যুটিংয়ের ফাঁকে একটু সময় পেলেই কি ছবির প্রচার সেরে নিচ্ছেন তিনি? নাকি কোনও ছবির প্রচার করার মাঝে একটু সময় পেলে অন্য ছবির শ্যুটিং শুরু করে দেন তিনি? এতটুকুও না দোমে তাপসীর জবাব, 'আজকাল যতটা সময় নিয়ে একটি ছবির প্রচার সারা হয়, সেই সময়ে একটি গোটা ছবির শ্যুটিং শেষ হয়ে যায়। আমি যদি ছবির প্রচারের জন্য সময় না দিতাম তবে সেই সময়টুকুতে আমার আরও পাঁচটি ছবির শ্যুটিং শেষ করা হয়ে যেত।'