ওড়িশার গঞ্জাম জেলায় রামায়ণে একটি রাক্ষস চরিত্রে অভিনয় করা ৪৫ বছর বয়সী এক থিয়েটার অভিনেতার কীর্তিতে রীতিমতো থ সাধারণ মানুষ। সেই অভিনেতাকে দেখা যায়, একটি জ্যান্ত শুয়োরের পেট ছিঁড়ে তার মাংস খেতে। ঘটনাটি সামনে আসতেই নানা জায়গা থেকে ক্ষোভ আসতে থাকে। এমনকী, সোমবার ওড়িশা বিধানসভায় এর নিন্দা করা হয়। ইতিমধ্যেই ওই অভিনেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
অভিনেতা ছাড়াও, বিম্বধর গৌড়া হিসাবে চিহ্নিত, ২৪ নভেম্বর হিঞ্জিলি থানা এলাকার রালাব গ্রামে ঘটে যাওয়া এই নাটকের অন্যতম সংগঠককেও প্রাণীদের প্রতি নিষ্ঠুরতা এবং বন্যপ্রাণী সুরক্ষা আইন লঙ্ঘনের জন্য গ্রেপ্তার করা হয়েছে।
আরও পড়ুন: ‘এটা পুরোপুরি বাবার দোষ…’, কখনো বিয়ে, কখনো ডিভোর্স, নানা খবর আমিরকে নিয়ে! হঠাৎ কেন একথা মেয়ে আইরা
বিধানসভায় এই ঘটনার তীব্র নিন্দা করেছেন ক্ষমতাসীন বিজেপি সদস্য বাবু সিং এবং সনাতন বিজুলি। ঘটনার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পরে দুজনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। পশু অধিকার কর্মীরাও এর নিন্দা করেছেন এবং অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।
আরও পড়ুন: ‘আমি একেবারেই পাত্তা দিই না ওঁকে’, ডুয়া লিপাকে নিয়ে কটাক্ষ অভিজিৎ ভট্টাচার্যের
‘আমরা সেই ব্যক্তিদেরও খুঁজছি যারা থিয়েটারে সাপ প্রদর্শন করেছিল। তাদেরকেও শীঘ্রই গ্রেপ্তার করা হবে’, বলতে শোনা গেল বেরহামপুর বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) সানি খোকার-কে। রাজ্য সরকার, গত বছরের অগাস্টে জারি করা একটি নির্দেশিকাতে, সার্টিফাইড সাপ হ্যান্ডলারদের দ্বারা প্রকাশ্যে সাপ প্রদর্শন নিষিদ্ধ করেছিল।
আরও পড়ুন: মেয়ের সঙ্গে লাস্ট ডেট! ‘আই ডোন্ট ওয়ান্ট টু টক’ দেখে আবেগে ভাসলেন অনুরাগ কাশ্যপ
হিঞ্জিলি থানার ইন্সপেক্টর-ইন-চার্জ শ্রীনিবাস শেঠি বলেছেন, ‘আমরা থিয়েটার অভিনেতার বিরুদ্ধে মামলা দায়ের করেছি। যে ব্যক্তি থিয়েটারে শুয়োরকে হত্যা করেছিল এবং তার মাংস খেয়েছিল তাকে গ্রেফতার করেছি’।
দর্শকদের আকৃষ্ট করার জন্য, থিয়েটার গ্রুপ সাপ প্রদর্শন করেছিল এবং রাক্ষস-রূপী ওই অভিনেতা একটি ছুরি দিয়ে একটি জ্যান্ত শুয়োরের পেট ছিঁড়েছিল, যা মঞ্চের ছাদে বাঁধা ছিল এবং দর্শকের সামনেই সেই শুয়োরের কিছু অঙ্গ খেয়েছিল। কাঞ্জিয়ানাল যাত্রা উপলক্ষে একদল গ্রামবাসী থিয়েটারের আয়োজন করে।