মুকেশ আম্বানির ছেলের বিয়ে সেলিব্রেট করতে এদেশে এসেছিলেন কার্দাশিয়ান বোনেরা। বিয়েতে মার্কিনি দুই তারকা কিম ও ক্লোয়িকে এদেশীয় লেহেঙ্গা চোলিতে দেখা গেলেও খোলামেলা সাজেই সেজেছিলেন তাঁরা। তবে বিয়ের পর্ব মিটতেই মুম্বইয়ের ইসকন মন্দিরে পৌঁছে গেলেন কিম ও ক্লোয়ি।
নাহ, এবার আর খোলামেলা শরীরে নয়, পাশ্চাত্যের পোশাক পরলেও রঙিন ওড়না দিয়ে শরীর ঢেকে নিয়েছিলেন 'কার্দাশিয়ান সিস্টার'। কিমের গায়ে কমলা পোশাকের সঙ্গে মিলেয়ে ছিল কমলা ও গোলাপি ওড়না। আর ক্লোয়ি সাদা গাউনের সঙ্গে সাদা ও নীলাভ ওড়না নিয়েছিলেন। ইসকন মন্দিরে গিয়ে নিজের হাতে শিশুদের খাবার পরিবেশন করলেন কিম ও ক্লোয়ি। হাঁটু গেড়ে বসে বাচ্চাদের সঙ্গে হাসিমুখে কথা বলতেও দেখা যায় কিমকে। পোশাকের সঙ্গে মিলিয়ে চুলে খোঁপা করে নিয়ে তাতে ফুল লাগিয়েছিলেন। স মাথার পেছনে বাঁধা, ফুল দিয়ে খোঁপা শোভা পাচ্ছে। ব্রিটিশ লাইফ কোচ ও ইসকনের অনুগামী জে শেঠির সঙ্গেও আড্ডা দিতে দেখা গেল কার্দাশিয়ান বোনেদের।
গত ১২ জুলাই, শুক্রবার সকালে বোন ক্লোয়ি কার্দাশিয়ানকে নিয়ে ভারতে পৌঁছান ৪০ বছর বয়সী কিম। দুই বোনই তাঁদের নিজেদের ইনস্টাগ্রামে এদেশে ভ্রমণের নানান মুহূর্তের ছবি পোস্ট করেছেন। অনন্ত আম্বানি-রাধিকা মার্চেন্টের শুভ বিবাহ (বিবাহ অনুষ্ঠান) এবং শুভ আশীর্বাদ (আশীর্বাদ অনুষ্ঠান) উপস্থিত ছিলেন কিম ও ক্লোয়ি। রিসেপশন বা মঙ্গল উৎসবে অবশ্য তাঁদের দেখা যায়নি।
এদিকে বিয়ের অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে শহর জুড়ে রিকশা ভ্রমণও করেছিলেন কিম ও ক্লোয়ি। কিম পরেছিলেন লাল স্কিন টাইট লেহঙ্গা,সঙ্গে আঁটসাঁট, ব্লাউজ, যাতে স্পষ্ট দেখা যাচ্ছিল বক্ষবিভাজিকা। কিমের লেহঙ্গা জুড়ে ছিল চুমকির কারুকাজ। পোশাকের সঙ্গে মিলিয়ে কিমের হিরের নেকলেসটিও ছিল নজরকাড়া। কিমের মতো ক্লোয়ির সাজেও ছিল এদেশীয় ছোঁয়া। ক্লোয়ির পরেছিলেন আইভরি লেহঙ্গা। তাঁর লেহঙ্গা জুড়ে ছিল সোনালি সুতোর কাজ। কিমের থেকেও ক্লোয়ির সাজ ছিল জমকালো। খোলা চুল, চোখে চশমা, গলায় হিরের চওড়া হারে বেশ দেখাচ্ছিল ক্লোয়ি কার্দাশিয়ানকে।
আম্বানিদের অনুষ্ঠানে কিম ও ক্লোয়ি কার্দাশিয়ানের পোশাক ডিজাইন করেন মণীশ মালহোত্রা। কার্দাশিয়ান সিস্টাররা মণীশের ডিজাইনের প্রশংসা করলেও ক্লোয়ি মণীশকে 'লোকাল ডিজাইনার'-এর তকমা দিয়ে বসেন। আর তাতে কিছু কম শোরগোল পরেনি। যদিও পরে এই ভুল শুধরে নিজের অপর এক ইনস্টাস্টোরিতে মণীশ মালহোত্রাকে বিশ্বখ্যাত বলে অভিহিত করেন ক্লোয়ি।