বাংলা নিউজ > বায়োস্কোপ > মার্কিন প্রেসিডেন্ট হওয়ার লক্ষ্যে আসরে নামলেন কার্দাশিয়ানের স্বামী কেনি ওয়েস্ট

মার্কিন প্রেসিডেন্ট হওয়ার লক্ষ্যে আসরে নামলেন কার্দাশিয়ানের স্বামী কেনি ওয়েস্ট

মার্কিন প্রেসিডেন্ট হওয়ার আসরে নামলেন কেনি ওয়েস্ট  (REUTERS)

মার্কিন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবার আনুষ্ঠানিক ঘোষণা সারলেন ব়্যাপার কেনি ওয়েস্ট।

এবার ডোনাল্ড ট্রাম্পকে টেক্কা দেবেন কিম কার্দাশিয়ানের স্বামী তথা ব়্যাপার কেনি ওয়েস্ট! রবিবার সকালে কেনি ওয়েস্টের টুইট ঘিরে শোরগোল গোটা বিশ্বে। ডোনাল্ড ট্রাম্পের সমর্থক হিসাবেই পরিচিত ছিলেন কেনি, সে জায়গায় আচমকা ট্রাম্পের বিরুদ্ধে নির্বাচনী আসরে নামার ঘোষণা করে দিলেন এই তারকা ব়্যাপার।তাও প্রেসিডেন্ট নির্বাচনের মাত্র মাস চারেক আগে। বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্প এবং তাঁর প্রধান বিরোধী,ডেমোক্র্যাটিক দলের প্রেসিডেন্ট পদপ্রার্থী জো বিডেনের বিরুদ্ধে নির্বাচনী ময়দানে লড়াই করতে হবে কেনি ওয়েস্টকে। 

টুইট বার্তায় কেনি লেখেন, এখন সময় এসেছে যাতে আমরা আমেরিকাকে দেওয়া প্রতিশ্রুতি রাখতে পারি,ভগবানের প্রতি বিশ্বাস রেখে,ঐক্যের প্রতি দৃষ্টি বজার রেখে আমাদের ভবিষ্যত গড়তে হবে। আমি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে নামলাম'।

যদিও এখন পরিষ্কার নয় নির্বাচনে লড়বার আনুষ্ঠানিক প্রক্রিয়া এখনও কেনি শুরু করেছেন কিনা। ৩রা নভেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচন, তাই ইলেকশন ব্যালটে কেনির নাম থাকতে গেলে দ্রুত অফিসিয়্যাল পেপার ওয়ার্ক পূরণ করতে হবে সঙ্গীত জগতের এই তারকাকে,মনে করছেন বিশেষজ্ঞরা।

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে স্বাধীন প্রার্থীদের মনোনয়ন জমার কোনও সময়সীমা বহু স্টেটেই এখনও বেঁধে দেওয়া হয়নি। এর আগে বহুবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হোয়াইট হাউসে সাক্ষাত্ করেছেন কেনি ওয়েস্ট ও তাঁর পত্নী কিম কার্দাশিয়ান। ২০১৮ সালে কেনির হোয়াইট হাউস ভ্রমণ নিয়ে কম চর্চা হয়নি। সেই সময় লাল রঙের টুপিতে ‘মেক আমেরিকা গ্রেট এগেন’ স্লোগান সহ ট্রাম্পকে আলিঙ্গনরত কেনির ছবি ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। সংবাদমাধ্যমের সামনে কেনি ওয়েস্ট ট্রাম্পের উদ্দেশ্যে বলেছিলেন ‘এই মানুষটাকে আমি ভালোবাসি’।

ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কেনি ওয়েস্ট (ছবি-টুইটার)
ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কেনি ওয়েস্ট (ছবি-টুইটার)

 এখন সকলের মনে প্রশ্ন সত্যি কি মার্কিন প্রেসিডেন্ট হওয়ার লক্ষ্যে আসরে নামছেন কেনি?  এই নিয়ে এখনও কোনও প্রতিক্রিয়া দেয়নি আমেরিকার রাজনৈতিক মহল।

উল্লেখ্য, ৪ঠা জুলাই মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসেই এই বড়সড় ঘোষণা সেরে ফেললেন কেনি ওয়েস্ট। 

বায়োস্কোপ খবর

Latest News

মুজিবের পরিবর্তে ১৬বছরের আফগান স্পিনারকে নিল KKR, RR-এ প্রসিধের বদলি কেশব মহারাজ একেই বলে কর্মফল! চলন্ত ট্রেনে বয়স্ক মহিলার ক্ষতি করতে গিয়ে যা হল চোরের সঙ্গে লোকসভা নির্বাচনকে সামনে রেখে নয়া ছুটির তালিকা তৈরি, বিজ্ঞপ্তি জারি করল নবান্ন 'আর তারকা তৈরি হচ্ছে না', দাবি কঙ্গনার, শাহরুখের সঙ্গে তুলনা টেনে বললেন কী? ঘনিষ্ঠ ভাবে রং মাখিয়ে আইনি বিপাকে দুই মেয়ে! দিতে হবে মোটা জরিমানা অক্ষয়ের সঙ্গে সম্পর্ক ভাঙতেই নিজেকে শেষ করতে যান রবিনা? গুজব উড়িয়ে বললেন কী? দেশের মাটিতে তৈরি তেজস এমকে-১এ সিরিজের যুদ্ধবিমানের প্রথম উড়ান সফল গান ছাড়া আরও একটা জিনিসের প্রতি প্য়াশন ছিল! দাদাগিরির মঞ্চে এসে ফাঁস করলেন অনীক DC-এর হয়ে প্রথম প্লেয়ার হিসেবে ১০০ ম্যাচ খেলার নজির পন্তের, পেলেন বিশেষ জার্সি বাড়িতে বসে EDর ওপর হামলায় নেতৃত্ব দিয়েছিল শাহজাহান, আদালতে বলল সিবিআই

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.