২৪ জুলাই ছিল উত্তম কুমারের ৪৪ তম মৃত্যুবার্ষিকী। আর সেদিনই এবারের মহানায়ক সম্মান কারা পেলেন তাঁদের নাম ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরই সোশ্যাল মিডিয়ায় বইছে কটাক্ষের ঝড়। বাদ গেলেন না টলি তারকারাও। এদিন নচিকেতা এই সম্মান পেতেই কটাক্ষ করে বসলেন কিঞ্জল নন্দ। বাদ গেলেন না ঋত্বিক চক্রবর্তীও।
আরও পড়ুন: 'আমিও অভিনয় করেছি তাই...' ট্রোল্ড হতেই পুরস্কার নিয়ে সটান জবাব 'মহানায়ক' নচিকেতার!
কী লিখলেন ঋত্বিক চক্রবর্তী?
না, ঋত্বিক চক্রবর্তী কাউকে একা কটাক্ষ করেননি। তিনি সামগ্রিক ভাবেই উত্তম কুমারকে যে একটি মেট্রো স্টেশনের নাম এবং পুরস্কারের নামে পর্যবসিত করে ফেলা হয়েছে সেটাকেই কটাক্ষ করেছেন। বাংলার, বাঙালির এমন এক আইকনের এই দশা মোটেই তিনি মানতে পারছেন না। এদিন ঋত্বিক তাঁর পোস্টে লেখেন, 'একটা লোককে বাজারের চা দোকানে বলতে শুনলাম- মহানয়ক একটা প্রাইজ কিন্তু মহানায়ক উত্তম কুমার একটা মেট্রো স্টেশন এবং উত্তম কুমার বাংলার একটা বেস্ট হিরো। তখনই পান দোকানের রেডিওতে গান বেজে উঠল তেরা ধেয়ান কিধার হ্যায় তেরা হিরো ইধার হ্যায় ... ইত্যাদি।'
কী লিখেছেন কিঞ্জল নন্দ?
অন্যদিকে কিঞ্জল নন্দ নির্দিষ্ট ভাবে নচিকেতা চক্রবর্তীকেই কটাক্ষ করেছেন মহানায়ক সম্মান পাওয়ার জন্য। একজন গায়ক হয়ে কীভাবে তিনি এই সম্মান পেতে পারেন সেটাকেই তিনি তাঁরই একটি গানের প্যারোডি বানিয়ে তুলে ধরেন। হীরালাল খ্যাত অভিনেতা এদিন তাঁর পোস্টে লেখেন, 'ও অ্যাক্টর, তুমি কত শত ছল করে, আজীবন গান করে, গিয়েছো সম্মান কুড়তে, ও অ্যাক্টর।'
প্রসঙ্গত এবারে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, রচনা বন্দ্যোপাধ্যায়, অম্বরীশ ভট্টাচার্য, নচিকেতা চক্রবর্তী, শুভাশিস মুখোপাধ্যায়, রুক্মিণী মৈত্র এই পুরস্কার পেয়েছেন। মহানায়ক সম্মান পেয়ে নচিকেতা জানিয়েছেন, 'অভিনয় যেমন শিল্প, গানও শিল্প। তাই মহানায়ক সম্মান আমাকে দেওয়া হয়েছে। এই সম্মান এমন যে কোনও শিল্পীই পেতে পারেন যিনি কোনও শিল্পে পারদর্শী। আর তাছাড়া আমি তো অভিনয় করেছি। ৩ থেকে ৪ টি ছবিতে আমি নচিকেতা হয়েই অভিনয় করেছি। তাতে গান গেয়েছি।'
অন্যদিকে এদিন মহানায়ক সম্মানের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'মহানায়ক সম্মান অনুষ্ঠানে এসে মুখ্যমন্ত্রী: নাম খুঁজতে গিয়ে দেখি সবাইকে প্রায় সম্মান জানিয়ে দিয়েছিল। আর নামই খুঁজে পাইনি।'