আরজি কর কাণ্ডের আঁচ মাঝে কিছুটা স্তিমিত হলেও পুজোর আবহে সেটা আবার জ্বলে উঠেছে। ৭ জন জুনিয়র চিকিৎসক আমরণ অনশন চালাচ্ছেন। আরজি করে এদিন গণ ইস্তফা দিয়েছেন সিনিয়র চিকিৎসকরা। এর মধ্যে উল্লিখিত হাসপাতালের অধ্যক্ষকে নবান্নে ডেকে পাঠায় প্রতিক্রিয়া জানালেন কিঞ্জল নন্দ।
আরও পড়ুন: সৃজিতের পরিচালনায় নিজেই নিজেকে 'টেক্কা' দিলেন দেব! চমকে ভরা হস্টেজ ড্রামা কেমন হল
আরও পড়ুন: পুলিশ - ডাকাতের ইঁদুর - বিড়ালের দৌড়ে আবিরকে ছাপিয়ে গেলেন 'বহুরূপী' শিবপ্রসাদ! কেমন হল ছবি
কী ঘটেছে?
মঙ্গলবার ৮ অক্টোবর আরজি করের প্রায় ৫০ জন চিকিৎসক গণ ইস্তফা দিয়েছেন। আর তারপরই এদিন নবান্নের তরফে আরজি কর হাসপাতালের অধ্যক্ষকে ডেকে পাঠানো হয়েছে। অন্যদিকে ধর্মতলার ধর্না মঞ্চে এখনও আমরণ অনশন চালাচ্ছেন ৭ জন জুনিয়র চিকিৎসক। সেই বিষয়েই এদিন এবিপি আনন্দের মুখোমুখি হয়ে অভিনেতা চিকিৎসক কিঞ্জল নন্দ জানিয়েছেন কোনও রকম কোনও বিরূপ প্রতিক্রিয়া যদি তাঁরা পান রাজ্য সরকারের থেকে তাহলে তাঁরা বৃহত্তর আন্দোলনে নামবেন।
আরও পড়ুন: 'অন্তরের বাচ্চাটা আজ বেজায় খুশি!' বেন ১০ এর টাইটেল ট্র্যাক গাইছেন সুনিধি চৌহান! নিমেষে ভাইরাল ভিডিয়ো
কিঞ্জলের কথায়, 'আরজি কর মেডিক্যাল কলেজের অধ্যক্ষকে নবান্নে ডেকে পাঠানো হয়েছে। নবান্ন থেকে বিরূপ প্রতিক্রিয়া এলে বৃহত্তর আন্দোলন হবে। রাজ্য সরকার সদর্থক ভূমিকা নেবে বলে আশা করব।'
তিনি এদিন আরও জানান, 'গণ ইস্তফার সিদ্ধান্ত নিয়েছেন আরজি কর মেডিক্যাল কলেজের সিনিয়র ডাক্তাররা। এই হাসপাতালের তরফে থ্রেট কালচারের বিরোধিতা করা হয়েছে। প্রতিবাদে সোচ্চার হয়েছে। আর যাতে কোনও আরজি কর না হয় তার জন্যই এই অনশন।'
এদিন কিঞ্জল স্পষ্ট করে দেন তাঁরা অর্থাৎ জুনিয়র চিকিৎসকরা সিনিয়র চিকিৎসকদের এই গণ ইস্তফা দেওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। এবং যে ৭ জুনিয়র চিকিৎসকরা আমরণ অনশন চালাচ্ছেন তাঁরা ১০ দফা সামনে রেখে অনশনে বসেছেন। যাতে আর কোনও আরজি কর না ঘটে সেই জন্যই এই অনশন। এদিন পূজ্র আবহে শহরের বুকে মেডিক্যাল কলেজ থেকে এক বিরাট মিছিলের আয়োজন করা হয়েছে।