গত ১৫ অক্টোবর একদিকে যখন শহরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে পুজো কার্নিভাল অনুষ্ঠিত হল তখন আরেকদিকে উদযাপিত হল দ্রোহের কার্নিভাল। শয়ে শয়ে মানুষ যোগ দিয়েছেন তাতে। এবার সেটা মেটার পর নতুন ঘোষণা করলেন কিঞ্জল নন্দ। জানালেন থিয়েটারের ডাকে তাঁরা এবার দ্রোহের সংস্কৃতি উদযাপন করবেন।
আরও পড়ুন: দ্রোহ বনাম পুজো কার্নিভাল! প্রতিমার গাড়ি দেখেই 'চোর চোর' স্লোগান আন্দোলনকারীদের, কটাক্ষ নেটপাড়ার
কী জানালেন কিঞ্জল নন্দ?
কিঞ্জল নন্দ এদিন একটি পোস্ট করে জানান তাঁরা আরজি কর কাণ্ডের প্রতিবাদে দ্রোহের কার্নিভালের পর এবার দ্রোহের সংস্কৃতির আয়োজন করতে চলেছেন। তাও থিয়েটারের ডাকে। কী কী হবে সেখানে? জানা গিয়েছে সারাদিন ধরে সেখানে চলবে নাচ, গান, আঁকা, নাটক, আবৃত্তি, ইত্যাদি। বাদ যাবে না সিনেমা দেখানো। এছাড়া রোজ রাতে বসবে উৎপল দত্তর পাঠশালা যেখানে হবে অভিনয় কর্মশালা এবং সেমিনা।
কোথায় আর কবে হবে এই দ্রোহের সংস্কৃতি? জানা গিয়েছে রানুছায়া মঞ্চ এবং অ্যাকাডেমি চত্বরে অনুষ্ঠিত হবে দ্রোহের সংস্কৃতি। এটি শনিবার অর্থাৎ ১৯ অক্টোবর সকাল ১০ টা থেকে শুরু হবে। চলবে সোমবার ভোর পর্যন্ত। অর্থাৎ ২১ অক্টোবর সকাল ৬ টা পর্যন্ত।
অনেকেই এই উদ্যোগকে সমর্থন করেছেন। এক ব্যক্তি লেখেন, 'পোস্টারে মনে হয় লিখতে ভুল হয়ে গেছে। সঙ্গে প্রতীকী অনশন চলবে।' আরেকজন লেখেন, 'রোজ না পারলেও যাবো তো অবশ্যই, হোক প্রতিবাদ।'
আরও পড়ুন: 'শুনেছি, আপনি জেলে বসেও জুম কল করছেন', লরেন্স বিষ্ণোইকে আলাপচারিতার আমন্ত্রণ সলমনের প্রাক্তন সোমির
প্রসঙ্গত ১৫ অক্টোবর ঢাক ঢোল বাজে ধর্মতলাতেও। কিন্তু তার সঙ্গে ওঠে উই ওয়ান্ট বা উই ডিমান্ড জাস্টিস স্বর। ধিক্কার দেওয়া হয় রাজ্য সরকারের উদ্দেশ্যে। দাবি তোলা হয় আসল অপরাধীদের ধরার। গত ১৫ অক্টোবর ছিল এই বছরের দুর্গাপুজোর কার্নিভাল। এমন অস্থির সময় যখন গোটা শহর আরজি করের নির্যাতিতার বিচারের আশায় দিন গুনছে সেই সময় ঢাক ঢোল পিটিয়ে কার্নিভাল অনেকেই মেনে নিতে পারেননি। তাই সেটার বিরোধিতা করতে ডাক দেওয়া হয় দ্রোহের কার্নিভালের।