আরজি কর হাসপাতালে এদিন এক তরুণী চিকিৎসকের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে উত্তাল হয়ে ওঠে হাসপাতাল চত্বর। না, কেবল মৃতার পরিবার নয়, তাঁর সহপাঠী, সহকর্মীরাও প্রতিবাদে সামিল হয়েছেন। এদিন শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে মোমবাতি মিছিল করেন চিকিৎসক নার্সরা। আর সেই আহ্বান জানিয়েছিলেন অভিনেতা তথা চিকিৎসক কিঞ্জল নন্দ। এবার এই তরুণী চিকিৎসকের মৃত্যু প্রসঙ্গে কী জানালেন তিনি?
আরও পড়ুন: 'সৎ লোকেরা থাকছে না...', বুদ্ধদেবকে শেষ বিদায় জানাতে গিয়ে হাউহাউ করে কেঁদে ফেললেন শুভাপ্রসন্ন
আরও পড়ুন: বক্স অফিসে জিরোর ভরাডুবি প্রভাব ফেলেছিল শাহরুখ আনন্দের সম্পর্কেও? কী জানালেন প্রযোজক?
আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের মৃত্যু নিয়ে কী বললেন কিঞ্জল নন্দ?
এদিন আনন্দবাজারকে দেওয়া একটি সাক্ষাৎকারে কিঞ্জল বলেন, 'আমি নিজে আরজি করের চিকিৎসক। আমি নিজেই কাল রাতে ওখানে ছিলাম। কিন্তু এরম যে কিছু ঘটে যাবে বুঝতে পারিনি। আমারও তো মেয়ে আছে। সেও বড় হবে, ওর ভবিষ্যৎ নিয়ে খুবই চঙ্গা হচ্ছে। এই শহরে মেয়েরা তো বটেই, অন্যান্য কেউই নিরাপদ নন। শহরটাই আর নিরাপদ নয়।'
আরও পড়ুন: কেবল ভাত - মাংস বা সিগারেট নয়, এই পদ পাতে পেলেই সবথেকে খুশি হতেন বুদ্ধদেব! কী বলুন তো?
কী ঘটেছে আরজি কর হাসপাতালে?
এদিন সকালে আরজি করের এই তরুণী চিকিৎসকের অর্ধনগ্ন দেহ উদ্ধার করা হয়। লালবাজারের তরফে এদিন জানানো হয়েছে সেই চিকিৎসক আত্মহত্যা করেননি। বরং খুন হয়েছেন। আর সেটার প্রমাণ পাওয়া গিয়েছে। মৃতার শরীরে ক্ষত চিহ্ন ছিল। চোখে রক্তক্ষরণ হয়েছে তাঁর। নাক মুখেও জমাট বাঁধা রক্ত দেখা গিয়েছে। গোপনাঙ্গেও ছিল ক্ষত। আর এই কথা জানার পরই চিকিৎসকরা কর্মবিরতির ডাক দিয়েছেন। ইতিমধ্যেই মৃতার পরিবারের সঙ্গে কথা বলেছেন মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন: 'সিক্সথ ডে থেকেই...' কথা মতোই অগ্নিকাণ্ডের মাত্র ৫ দিন পর কীভাবে ৯৭ -এ বইমেলা শুরু করেন বুদ্ধদেব?