টলিউড হোক বা বলিউড সর্বত্রই এখন বায়োপিকে রমরমা। এবার সেই ট্রেন্ড মেনেই প্রথমবার বাংলা তো বটেই সার্বিক ভাবে তৈরি হতে চলেছে কাজী নজরুল ইসলামের বায়োপিক। আর বিদ্রোহী কবির চরিত্রে দেখা যাবে কিঞ্জল নন্দকে। প্রসঙ্গত কিঞ্জল এর আগে একাধিকবার পিরিয়ডিক ছবিতে কাজ করেছেন। ধরা দিয়েছেন নানা কালজয়ী, ঐতিহাসিক চরিত্রে যেমন বিনয় বসু, হীরালাল, ইত্যাদি। এবার পালা কাজী নজরুল ইসলাম হয়ে ধরা দেওয়ার।
কাজী নজরুল ইসলামের বায়োপিকে কিঞ্জল
কিঞ্জল নন্দের সঙ্গে কাজী নজরুল ইসলামের চেহারার সেই অর্থে মিল নেই। তবুও তাঁকেই বড়পর্দায় বিদ্রোহী কবির রূপে দেখা যাবে। আর সেই জন্যই সাহায্য নেওয়া হবে প্রস্থেটিক মেকআপের। বলাই বাহুল্য বাংলায় প্রস্থেতিক মেকআপ মানেই সেটার দায়িত্বে থাকবেন মেকআপ আর্টিস্ট সোমনাথ কুণ্ডু।
আরও পড়ুন: মনোনয়ন জমা দিয়েই জয় নিয়ে আত্মবিশ্বাসী কঙ্গনা, বললেন, 'বলিউডে যেমন সফল, তেমনই...'
জানা গিয়েছে শীতকালে এই ছবির শ্যুটিং শুরু হবে। ছবির প্রসঙ্গে আনন্দবাজারকে অভিনেতা জানিয়েছেন, 'এই ছবিতে একাধিক প্রস্থেটিক মেকআপের প্রয়োজনীয়তা আছে। এখানে উঠে আসবে নানা ঐতিহাসিক চরিত্রের কথা। কাজী নজরুল ইসলামের ছোটবেলা থেকে শেষ জীবন পর্যন্ত সবটাই এই ছবিতে তুলে ধরা হবে।'
কিঞ্জল নন্দ এদিন একই সঙ্গে আরও জানান, 'এই প্রথমবার নজরুলের জীবনের উপর নির্ভর করে ছবি তৈরি হচ্ছে। আমি দারুণ উচ্ছ্বসিত এই সুযোগ পেয়ে। চরিত্রটা ভীষণ চ্যালেঞ্জিং। আমি চিত্রনাট্য পড়ে দেখেছি। যাঁর লেখা পড়ে, কথা পড়ে বড় হয়েছি তাঁর চরিত্রে অভিনয় করব আমি, এটা ভেবেই কেমন একটা অনুভূতি হচ্ছে। আমরা নজরুল সম্পর্কে যা যা জানি তার থেকে অনেক বেশি এই ছবিতে তুলে ধরা হবে।'
এই ছবিতে অন্যান্য চরিত্রে দেখা যাবে খরাজ মুখোপাধ্যায়, কাঞ্চনা মৈত্র সহ একাধিক বাংলাদেশি অভিনেতা, অভিনেত্রীরাও থাকবেন। যেমন ফজলুর রহমান বাবু, শান্তিলাল মুখোপাধ্যায় প্রমুখ। কিন্তু এখানেই প্রশ্ন উঠছে নজরুলকে নিয়ে ছবি তৈরি হচ্ছে আর সেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রসঙ্গ থাকবে না। কাকে দেখা যাবে সেই চরিত্রে?
আরও পড়ুন: 'হবি' নাকি 'হোবি'? অযোগ্যর প্রথম গান মুক্তি পেতেই শুরু জোর বিতর্ক, সাফাই দিয়ে কৌশিক বললেন...
জানা গিয়েছে রবি ঠাকুরের চরিত্রে কাকে দেখা যাবে এখনও সেটা চূড়ান্ত হয়নি। তবে নির্মাতারা এই চরিত্রের জন্য রঞ্জিত মল্লিক বা চিরঞ্জিত চক্রবর্তীর কথা ভেবেছেন।
জয় সরকার এই ছবির সঙ্গীতের দায়িত্বে আছেন। প্রযোজনার দায়িত্ব সামলাচ্ছেন জেবি প্রোডাকশন।