বাংলা নিউজ > বায়োস্কোপ > Kiran Dutta: 'বাংলা সিনেমার পাশে শুয়ে যান', নিজের শহরে প্রথম ছবি ব্রাত্য থাকায় ক্ষুব্ধ বং গাই

Kiran Dutta: 'বাংলা সিনেমার পাশে শুয়ে যান', নিজের শহরে প্রথম ছবি ব্রাত্য থাকায় ক্ষুব্ধ বং গাই

কৃষ্ণনগরে ছবি মুক্তি না পাওয়া নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন কিরণ।

'কলকাতা চলন্তিকা'-র প্রচারে কোনও ত্রুটি রাখা হয়নি শুরু থেকেই। অভিনব সব কায়দায় দর্শকের কাছে পৌঁছে দেওয়া হয়েছে ছবির কথা। অন্যান্য সহকর্মীদের সঙ্গে পথে নেমেছিলেন কিরণ নিজেও।

কিরণ দত্ত থুড়ি বং গাই। বিগত বেশ কয়েক বছর ধরে কলকাতায় থাকলেও আদতে তিনি কৃষ্ণনগরের ছেলে। অথচ সেখানেই নাকি প্রেক্ষাগৃহ পেল না তাঁর প্রথম ছবি!

২৬ অগস্ট মুক্তি পেয়েছে পাভেল পরিচালিত 'কলকাতা চলন্তিকা'। পোস্তা উড়ালপুল ভেঙে পড়ার প্রেক্ষাপটে তৈরি এই ছবিতে সৌরভ দাস, ইশা সাহা, দিতিপ্রিয়া রায়, অপরাজিতা আঢ্যদের সঙ্গে অভিনয় করেছেন কিরণ। আগে ওটিটি-তে কাজ করলেও এই প্রথম তিনি বড় পর্দায় পা রাখলেন।

'কলকাতা চলন্তিকা'-র প্রচারে কোনও ত্রুটি রাখা হয়নি শুরু থেকেই। অভিনব সব কায়দায় দর্শকের কাছে পৌঁছে দেওয়া হয়েছে ছবির কথা। অন্যান্য সহকর্মীদের সঙ্গে পথে নেমেছিলেন কিরণ নিজেও। কিন্তু এত কিছুর পরেও তাঁর শহরে গিয়ে পৌঁছোলো না এই ছবি! আক্ষেপের সুরে কিরণ বলেন, 'আমার বাবার শরীরটা ভালো নেই। ওঁরা তাই কলকাতা আসতে পারেননি। প্রিমিয়ারে নিয়ে যাওয়ার ইচ্ছে থাকলেও তা হয়ে ওঠেনি।'

(আরও পড়ুন: প্রেম হোক কলরব হোক পাভেলের ‘কলকাতা চলন্তিকায়’, মুক্তি পেল ছবির ট্রেলার)

অগত্যা কৃষ্ণনগরেই ছেলের ছবি দেখার পরিকল্পনা করেছিলেন কিরণের অভিভাবক। কিন্তু আপাতত তা সম্ভব হচ্ছে না। এ প্রসঙ্গে 'বং গাই'-এর বক্তব্য, 'কৃষ্ণনগরে দুটো হল আছে। সেখানে অন্যান্য সিনেমা চলছে। কিন্তু আমার ছবি চলছে না। এটা দুঃখজনক।'

(আরও পড়ুন: পোস্তা ব্রিজ ভাঙার ছ’বছর পার!কেমন আছে শহর? মুক্তি পেল ‘কলকাতা চলন্তিকা’র পোস্টার)

কিরণ জানিয়েছেন, মধ্যমগ্রাম-সহ আরও বেশ কিছু জায়গায় ভালো শো-টাইম পায়নি 'কলকাতা চলন্তিকা'। নিছক নতুন প্রযোজনা সংস্থার ছবি বলেই প্রাথমিক ভাবে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে বলে মনে করছেন তিনি।

কিরণের বিশ্বাস, দর্শকদের উৎসাহেই আরও বেশি সংখ্যক প্রেক্ষাগৃহ এবং ভালো শো-টাইম পাবে তাঁর ছবি। সকলকে তাই 'কলকাতা চলন্তিকা' দেখতে আসার অনুরোধ করেছেন তিনি। স্বভাবসিদ্ধ ভঙ্গিতে 'বং গাই' বলে ওঠেন, 'এই মুহূর্তে তো এই স্লোগানটা চলছে! বাংলা সিনেমার পাশে দাঁড়ান, বাংলা সিনেমার পাশে বসুন, বাংলা সিনেমার পাশে শুয়ে যান।'

'কলকাতা চলন্তিকা' হতাশ করবে না দর্শককে, আশ্বাস দিয়েছেন কিরণ। আপাতত তাঁদের প্রতিক্রিয়ার দিকেই তাকিয়ে তিনি।

বায়োস্কোপ খবর

Latest News

কলকাতায় নয়া রেকর্ড গড়ল সোনা, ৭০ হাজার ছুঁইছুঁই হলুদ ধাতুর দাম চিনে নিন KKR-এর ১৬ বছর বয়সী রহস্য স্পিনার গজনফরকে, দেখুন চমকপ্রদ বোলিংয়ের ভিডিয়ো ‘‌অভিষেক বন্দ্যোপাধ্যায় চাপে আছেন’‌, প্রার্থী দিতে না পেরেও দাবি করলেন দিলীপ প্রযোজকরা বলেছিলেন ভারতীয় দর্শক টিভিতে গর্ভবতী মহিলাদের দেখতে অপছন্দ করেন: মিনি নতুন দুলহানিয়া হচ্ছেন জাহ্নবী, ‘সানি কতটা সংস্কারি’ এবার সেই আপডেট দিলেন বরুণ সিএএ ইস্যু ব্যুমেরাং হতে পারে, চাপে পড়ে ইস্যু বদল করল বিজেপি, প্রচারে এল কী? বাংলায় এখনও ঝুলে জোট, বিহারে RJD-র সঙ্গে হাত মিলিয়ে লড়ছে বাম-কংগ্রেস, কত আসনে? নির্মাণ সংস্থায় বেআইনি লেনদেন, আয়কর স্ক্যানারে ৫০০ তৃণমূল নেতা কড়া শাসন-সুরক্ষার মধ্যে বড় করেছেন অভিষেক-শ্বেতাকে, গোপন কথা ফাঁস করলেন জয়া হুগলিতে প্রচারে তৃণমূলের রচনা, ব্যস্ততার ফাঁকেই শুনলেন, BJP-তো প্রাক্তন স্বামী

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.