বর্তমানে বাংলার সবচেয়ে জনপ্রিয় ইউটিউবারদের অন্যতম কিরণ দত্ত। অভিনেতা হিসাবে কেরিয়ারের শুরুতেই ধাক্কা খেলেও নেটমাধ্যমে ‘দ্য বং গাই’-এর জনপ্রিয়তা নিয়ে কোনও দ্বিমত নেই। এই সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারের ঝুলিতে সম্প্রতি এসেছে নতুন সাফল্য। নতুন গাড়ি কিনেছেন কিরণ। নতুন গাড়ির সামনে পোজ দিয়ে ছবিও তুলে তা ফেসবুকে পোস্ট করেছেন ‘দ্য বং গাই’। এতদূর সব ঠিকই ছিল, কিন্তু এই ছবির কমেন্ট বক্সে কিরণের উদ্দেশে একাধিক কুরুচিকর মন্তব্যও ধেয়ে এসেছে। নিজের মতো করে সেগুলো জবাব দিয়েছেন ‘দ্য বং গাই’। কিন্তু একটি ট্রোলের জবাব দিতে গিয়ে শালীনতার সীমা পার করেছেন ইউটিউবার কিরণ দত্ত, এমনই অভিযোগ নেটপাড়ার।
নদীয়ার ছেলে কিরণ দত্ত থেকে আজকের ‘দ্য বং গাই’- অনেকটা পথ পেরিয়ে এই সাফল্য ঝুলিতে এসেছে, আর সেই সাফল্যই মাথা ঘুরিয়ে দিয়েছে কিরণের, মত নেটপাড়ার। ধরাকে সরা জ্ঞান করছে ‘দ্য বং গাই’, অভিযোগ এমনটাই। জীবনে প্রথম গাড়ি কিনতে ‘ভালো বন্ধু’ অন্তরা মানে আলু দ্য ফ্রেঞ্চ ফ্রাইকে সঙ্গে নিয়ে গিয়েছিল কিরণ। দুজনের প্রেমের চর্চা দীর্ঘদিনের, তবে মুখে স্বীকার করেন না তাঁরা। 'বন্ধু রাগ' জপ করতেই ব্যস্ত তাঁরা।
কিরণের প্রথম গাড়িতে চড়ে মস্তিতে মশগুল অন্তরা ধরা দিয়েছেন ভিডিয়ো। যা দেখে নোংরা মন্তব্য করে বসেন এক নেটিজেন। সেই কটূক্তির জবাব দিতে গিয়ে থেমে থাকেননি কিরণ। তিনি পালটা ওই ট্রোলারকে মা তুলে আক্রমণ করেন। লেখেন, ‘তোমার মাকে নিয়ে এসো একদিন আমার গাড়িতে।’ আর কিরণের এই মন্তব্য দেখেই মেজাজ হারিয়েছেন অনেকে। মা-তুলে এমন কুরুচিকর মন্তব্য করাটা কিরণের অনুচিত হয়েছে। অন্তরাকে নিয়ে ট্রোলার যাই বলুক না কেন, কিরণের উচিত ছিল সংযত থেকে জবাব দেওয়া। কারণ যে তরুণ প্রজন্মের অইডল।

পাশাপাশি কিরণের প্রথম গাড়ি কেনবার সফরে পাশে বাবা-মা কেন নেই? সেই নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে। কেউ কেউ তো এমনও লিখেছেন, নিজের মা-কেই যোগ্য সম্মান দেয় না কিরণ। তাই তো অন্যের মা-কে নিয়ে কুরুচিকর আক্রমণ শানাতেও দ্বিধা বোধ করেননি।
প্রসঙ্গত, হুন্ডাই-য়ের I20 কিনেছেন। এই গাড়ির অন-রোড প্রাইজ ভারতে ৮.২১ থেকে ১৩.৪৩ লাখ টাকা। যতদূর সম্ভব গাড়িটা কাস্টমাইজড করিয়েছেন কিরণ। আর তার জন্য বেশ ভালোই খরচা করতে হয়েছে তাঁকে।