রণবীর আল্লাহবাড়িয়া মা বাবার সঙ্গম নিয়ে বিতর্কিত মন্তব্য করতেই শুরু হয়েছে জোর বিতর্ক। বিষয়ের জল গড়িয়েছে বহুদূর। এর মাঝেই রণবীর আল্লাহবাড়িয়ার সঙ্গে ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন কিরণ দত্ত ওরফে বং গাই। সঙ্গে জানিয়ে দিলেন তিনি Beerbiceps কে চেনেন না।
আরও পড়ুন: জনপ্রিয় অভিনেতা-পরিচালক, তাও ব্যাঙ্ক ব্যালেন্স নিয়ে নিরাপত্তাহীনতায় ভোগেন মাধবন! কেন?
কী পোস্ট করলেন কিরণ?
এদিন কিরণ দত্ত ফেসবুকের পাতায় একটি ছবি পোস্ট করেন তাঁর ইবনে রণবীর আল্লাহবাড়িয়ার। সেখানে দেখা যাচ্ছে Beerbiceps তাঁর কাঁধে হাত রেখে মুগ্ধ চোখে কিছু একটা দিকে তাকিয়ে আছেন। কিরণ তাকিয়ে আছেন রণবীরের তাকিয়ে।
এই ছবিটি পোস্ট করে কিরণ লেখেন, 'বাংলার সমস্ত নিউজ মিডিয়াকে আমি একেবারেই বলতে চাই এই লোকটাকে আমি চিনিনা, এটা AI ছবি এবং উনি কেন আমাকে ইন্সটাগ্রামে ফলো করে আমি জানি না। এছাড়া এ বিষয়ে আমার আর কোনও মতামত নেই। ধন্যবাদ।' আর সেটা দেখেই হেসে গড়িয়ে পড়েছে নেটপাড়া। কেউ কেউ আবার বিদ্রুপ করেছেন।
কে কী বলছেন?
এক ব্যক্তি লেখেন, 'সত্যি করে বলো ওর থেকে ২ কোটি টাকা নাওনি?' আরেকজন লেখেন, 'এত বড়ো পাল্টিবাজ তো আমার প্রাক্তন প্রেমিকও ছিল না।' তৃতীয় ব্যক্তি লেখেন, 'মানছি, এ ধরনের কমেডি করা উচিত হয়নি। যা হয়েছে, ভুল হয়েছে। আমাদের উচিত কোনটা ঠিক আর কোনটা ভুল সেটা বুঝিয়ে দেওয়া। তবে একজন সোশ্যাল ইনফ্লুয়েন্সার হিসেবে একটা ডিজিটাল প্ল্যাটফর্মে কোনটা নিয়ে কমেডি করা উচিত কোনটা নয় সেটার মাত্রা বোঝা। কিন্তু এটা কি কোনও ন্যাশনাল ইস্যু? এ ধরনের কমেডি শো আমি নিজেও দেখি না। আগে কপিল শর্মা শো দেখতাম কিন্তু সেটাও জঘন্য হয়ে গিয়েছে ওটিটিতে গিয়ে। এই রকম একটা ফালতু বিষয় নিয়ে কোনও ব্রেকিং নিউজ করে?' চতুর্থ জন লেখেন, 'কিরণ দত্ত কি ভয় পেল নাকি?'
আরও পড়ুন: '২০২৫ -এর সেরা আদর', ছেলের জন্মের মাস ঘোরেনি, এর মধ্যেই একরত্তির ছবি পোস্ট রূপসার
কী ঘটেছে?
সম্প্রতি সময় রায়নার ইন্ডিয়াস গট লেটেন্ট শোতে এসে বেফাঁস মন্তব্য করে বসেন রণবীর আল্লাহবাড়িয়া। বাবা মায়ের যৌনতা নিয়ে প্রতিযোগীকে প্রশ্ন করার ক্লিপ আগুনের মতো ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। ব্যাপারটা গড়িয়েছে মুম্বই কমিশনার, মহারাষ্ট্র ওমেন্স কমিশনের কাছ পর্যন্ত। শুধু তাই নয়, এদিন জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারের বাড়িতে পুলিশ পর্যন্ত আসে। ক্ষমা চাওয়ার পরও ভেজেনি চিঁড়ে, উল্টে ঘটনার তীব্র বিরোধিতা করেছেন অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্বশর্মা, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীস সহ কংগ্রেস নেত্রী সুপ্রিয়া শ্রীনাথ, প্রমুখ।