সম্প্রতি ভারত থেকে অস্কারের জন্য মনোনয়ন পেয়েছিল কিরণ রাওয়ের লাপাতা লেডিজ। যদিও ফাইনাল সিলেকশনে আর জায়গা হয়নি ছবিটির। তবে কিরণ পরিচালনায় হাতেখড়ি দিয়েছিলেন ধোবি ঘাট দিয়ে। সেই ছবিতে অভিনয়ও করেছিলেন আমির খান। সম্প্রতি এক সাক্ষাৎকারে, কিরণকে বলতে শোনা গেলে তিনি নাকি স্বামীকে ‘নির্যাতন’ করেছিলেন এই ছবির সেটে।
আমিরকে ‘নির্যাতন’ নিয়ে কী বললেন কিরণ রাও?
ফিল্মফেয়ারকে দেওয়া এক সাক্ষাৎকারে কিরণ তাঁর প্রথম পরিচালিত 'ধোবি ঘাট'-এর শ্যুটিংয়ের অভিজ্ঞতা নিয়ে কথা বললেন। তার সাবেক স্বামী ছবিটিতে অভিনয়ের পাশাপাশি, প্রযোজনাও করেছিলেন।
কথোপকথনের সময় তাঁকে তার তৎকালীন স্বামীকে পরিচালনার অভিজ্ঞতা সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল। কিরণের জবাব, ‘আমার মনে হয় ধোবি ঘাটে ও দারুণ। আমার ছবিতে তিনি দারুণ। তিনিই সেরা। স্নায়ুচাপ নয় (তাকে নির্দেশ দেওয়া) তবে আমি তাকে কিছুটা নির্যাতন করেছি। তিনি যদি কিছু পরামর্শ দিতেন, আমি বলতাম, 'না, না, না'।’
কিরণ ছবিটি তৈরির সময় যে চ্যালেঞ্জগুলির মুখোমুখি হয়েছিলেন সে সম্পর্কে জানালেন যে, তিনি প্রচণ্ড চাপের মধ্যে ছিলেন। চলচ্চিত্রটি সীমিত বাজেটে নির্মিত হয়েছিল।
তিনি বলেন, ‘এটা আমার প্রথম সিনেমাও ছিল এবং আমি আতঙ্কে ছিলাম। প্রথমত এটি ক্ষুদ্র, মাইক্রো-বাজেটে ছিল এবং আমি আতঙ্কিত ছিলাম যে আমি যা চাই তা করতে পারব কি না। আমি সেটে অন্য সবার সঙ্গে খুব ধৈর্যশীল ছিলাম কারণ, স্পষ্টতই, আমি অন্য কারও উপর তো আর চিৎকার করতে পারি না। তাই অন্যের সঙ্গে কথা বলার সময় আমাকে সজাগ থাকতে হত, কী বলছি, কেন বলছি। কিন্তু আমিরের সঙ্গে আময় সেসব করার দরকার পড়ত না, কারণ ও আমার স্বামী।’
কিরণ স্মরণ করিয়ে দিয়েছিলেন যে, এই সিনেমায় অভিনয়ে করার সময় আমিরও তাঁকে সম্পূর্ণ স্বাধীনতা দিয়েছিল, যাতে সেটের আর পাঁচটা অভিনেতার মতো তাঁর সঙ্গেও আচরণ করেন কিরণ। কোনো স্পেশাল ট্রিটমেন্ট দেওয়ার দরকার নেই।
ধোবি ঘাট সম্পর্কে
কিরণ ২০১০ সালে ধোবি ঘাট দিয়ে তার পরিচালনায় আত্মপ্রকাশ করেছিলেন এবং ১৪ বছর পরে, ‘লাপাতা লেডিজ’ দিয়ে পরিচালনায় প্রত্যাবর্তন করেছিলেন। ধোবি ঘাট সিনেমাটি বিভিন্ন পটভূমি থেকে আসা চারজন ব্যক্তির চারপাশে ঘোরে, যাদের জগৎগুলি একটা সময় এসে একে-অপরের সঙ্গে মিশে যায় এবং তাদের জীবনে স্থায়ী প্রভাব ফেলে।
বর্ষার মরসুমে মুম্বইয়ের পটভূমিতে নির্মিত এই সিনেমাটিতে আমির খান (প্রধান চরিত্রে অরুণ), মণিকা ডোগরা (এনআরআই গার্ল শাই) এবং প্রতীক বব্বর (ধোপা বয় মুন্না)-এর জীবনকে ঘিরে আবর্তিত হয়েছিল।
ধোবি ঘাট ২০১২ সালে ‘ফিল্ম নট ইন দ্য ইংলিশ’ ল্যাঙ্গুয়েজ বিভাগে বাফটা লংলিস্টে প্রদর্শিত হয়েছিল, তবে আন্তর্জাতিক পুরস্কারের শীর্ষ পাঁচে জায়গা করে নিতে ব্যর্থ হয়েছিল। ২০২১ সালে আমির ও কিরণের বিবাহ বিচ্ছেদ হয়। সম্প্রতি তিনি প্রযোজনা করেছেন 'লাপাতা লেডিজ' ছবিটি।