বাংলা নিউজ > বায়োস্কোপ > Chaitali Chakraborty: ‘মেয়ে বলেছিল তুমি গর্ভপাত করালে না কেন?’,চোখে জল আনবে চৈতালির জীবন-সংগ্রাম!

Chaitali Chakraborty: ‘মেয়ে বলেছিল তুমি গর্ভপাত করালে না কেন?’,চোখে জল আনবে চৈতালির জীবন-সংগ্রাম!

চৈতালী চক্রবর্তী

Chaitali Chakraborty: শাঁওলি মিত্রের দলে পাঁচ বছর ফাইফরমাশ খেটেও অভিনয়ে সুযোগ আসেনি, ইন্ডাস্ট্রিতে ‘রাক্ষসী’ কটাক্ষ শুনেছেন তবুও হার মানেননি চৈতালি চক্রবর্তী!

‘জন্মভূমি’র স্বর্ণময়ীকে আজও ভুলতে পারেনি দর্শক। ‘আই অ্যাম দ্য বেস্ট’- এই বিশ্বাস নিয়েই বাঁচেন ‘স্বর্ণময়ী’ চৈতালি চক্রবর্তী। বাংলা বিনোদন জগতের অতিপরিচিত মুখ চৈতালি। ‘জন্মভূমি’ থেকে ‘কিরণমালা’- একাধিক আইকনিক সিরিয়ালে গুরুত্বপূর্ণ ভূমিকায় তাঁকে দেখেছে দর্শক। নেগেটিভ চরিত্রকে এত সাবলীলভাবে ফুটিয়ে তোলবার দক্ষতা খুব কম অভিনেত্রীর মধ্যেই রয়েছে। আর হবে নাই বা কেন? অভিনয়টা তো চৈতালির রক্তে! 

অভিনেত্রীর দিদিমা দিপালি চক্রবর্তী থেকে শুরু করে মা শেলি পাল, বাবা পরিতোষ পাল, সবাই ছিলেন বিখ্যাত নাট্যদল ‘নান্দীকার’-এর সদস্য। ছোট থেকেই রিহার্সাল, গ্রিন রুম, নাটক- এই সব শব্দ শুনেই বড় হয়ে ওঠা তাঁর। কিন্তু তাই বলে অভিনয়ের জগতে আসতে কম স্ট্রাগল করতে হয়নি চৈতালি দেবীকে। সম্প্রতি নিজের জীবনের লড়াই নিয়ে মুখ খুলেছেন অভিনেত্রী। 

 অভিনয়ের প্রতি নেশা ছোট থেকেই। এর জেরেই শাঁওলি মিত্রের 'পঞ্চম বৈদিক' দলে প্রথম যুক্ত হন চৈতালি। অভিনেত্রীর অভিযোগ সেখানে পাঁচ বছর ফাইফরমাশ খাটানো হলেও অভিনয়ে সুযোগ দেওয়া হয়নি। তিনি বলেন, ‘চোখে জল নিয়ে ডিমার ঠেলতাম’।

অজিতেশ নাট্য অ্যাকাডেমির ‘তিন পয়সার পালা’ নাটকে মুখ্য চরিত্রে অভিনয় করে নজর কেড়েছিলেন চৈতালি। অভিনেত্রীর কথায়, ‘সাধারণ বাঙালি মেয়েদের চেয়ে বেশি লম্বা,আমি কালো, আমাকে ভালো নয়…- কিন্তু তাতে আমার কিছু আসেওনি, যাওনি'। কিন্তু তা সত্ত্বেও কিছু আফসোস তো থেকেই যায়। কলকাতার রঞ্চমঞ্চে দাপিয়ে বেড়ানোর সময়েই বুদ্ধদেব দাশগুপ্তর ‘লাল দরজা’ ছবিতে কাজের সুযোগ পান চৈতালি। ছবির অফারের কথা শুনে চোখে জল চলে এসেছিল তাঁর, তিনি পালটা জানান- ‘স্যার, আই অ্যাম প্রেগন্যান্ট’। পরবর্তীতে এই ঘটনা জেনে চৈতালীর মেয়ের কী প্রতিক্রিয়া ছিল? সে জানায়, ‘ওহ মাই গড! তুমি অ্যাবরশন করিয়ে নাওনি কেন?’ চৈতালির কথায়, মধ্যবিত্ত মানসিকতায় বেড়ে ওঠা তাঁর পক্ষে ছবিতে কাজের সুযোগ পেতে একটা হত্যা করা সম্ভবপর হয়নি। তিনি পারেননি। 

মেয়ের বয়স যখন এক বছর তখন ‘জন্মভূমি’ সিরিয়ালে সুযোগ পান চৈতালি চক্রবর্তী। কিন্তু এরপরও ঝড় থামেনি জীবনে। ডিভোর্সের মধ্যে দিয়ে যান চৈতালি, অনিশ্চিত জীবন তাই বাধ্য হয়েই থাকতে হয়েছিল মেয়েকে ছেড়ে। কিন্তু তবু থেমে থাকেননি তিনি। ধীরে ধীরে প্রতিষ্ঠিত হয়েছেন। নিজের রোজগারের টাকায় কিনেছেন ফ্ল্যাট, পছন্দের গাড়ি। ইন্ডাস্ট্রির অনেক কলিগের কাছে ‘রাক্ষসী’ কটাক্ষ শুনেছেন। তবু সব নেগেটিভিটিকে বুড়ো আঙুল দেখিয়ে জীবন পথে দুর্বার গতিতে এগিয়ে চলেছেন। কারণ ‘কে কী বলল তাতে কিচ্ছু যায়-আসে না- এই বিশ্বাস নিয়েই বাঁচেন তিনি। 

বায়োস্কোপ খবর

Latest News

রিল লাইফ পুত্রবধূকেই বউমা করতে চান নন্দিনী! শাশুড়ির প্রশংসায় অরুণিমা বললেন কী? RR vs DC: রিয়ান ঝড়ের পর, শেষ ওভারে আবেশের বাজিমাত, পরপর দুই ম্যাচে হার দিল্লির দেশের সবচেয়ে ধনী মহিলা সাবিত্রী জিন্দাল যোগ দিলেন BJPতে, ছাড়লেন কংগ্রেস টলিউডে অসফল, সেটারই প্রতিশোধ রাজনীতির ময়দানে নিচ্ছেন হিরণ! দাবি দেবের 'অডিশন না নিয়েই বাদ দিয়েছে...' অভিনেত্রী হতে কী কী সহ্য করেছেন আরত্রিকা? প্রসূণের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ খগেনের, নির্বাচন কমিশনে নালিশ ঠুকল তৃণমূল শনি থেকে ঝেঁপে বৃষ্টি? শুক্রে কেমন থাকবে বাংলার আবহাওয়া? রইল পূর্বাভাস মা হচ্ছেন পরিণীতি চোপড়া? জল্পনা উসকাতে অভিনেত্রী লিখলেন, 'ঢিলে পোশাক মানেই...' শততম T20 ম্যাচে একাধিক নজির,NCA-তে দেখেই বুঝেছিলাম বদলে গিয়েছে রিয়ান,বললেন সূর্য ভোটার কার্ডের সমস্যার কথা স্বীকার করল নির্বাচন কমিশন, জেলায় গেল কড়া নির্দেশ

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.