বাংলা নিউজ > বায়োস্কোপ > Madhubala-Kishor: ‘কিশোর ওকে সময় দেয়নি,দাম্পত্য জীবনে সুখ ছিল না’, বিস্ফোরক মধুবালার বোন

Madhubala-Kishor: ‘কিশোর ওকে সময় দেয়নি,দাম্পত্য জীবনে সুখ ছিল না’, বিস্ফোরক মধুবালার বোন

দিলীপ কুমারের প্রতি জমা ক্ষোভের জন্যই কিশোর কুমারকে বিয়ে করেন মধুবালা

দিলীপ কুমারের ‘প্রেমে পাগল’ মধুবালা কেবলমাত্র প্রাক্তন প্রেমিককে উচিত শিক্ষা দিতে বিয়ে করেছিলেন কিশোর কুমারকে!

মাত্র ৩৬ বছর বয়সে মৃত্যু হয়েছিল মধুবালার। বলা হয় বলিউডের সর্বকালের সেরা সুন্দরী তিনি। তাঁর সৌন্দর্য, মায়াবী হাসি, দাপুটে ব্যক্তিত্ব আর সংবেদনশীল অভিনয়ে মুগ্ধ ছিল কাশ্মীর থেকে কন্যা কুমারী। তবে আজীবন ভালোবাসার কাঙাল থেকেছেন তিনি, তাঁর জীবন ছিল ট্র্যাজেডি-তে ভরপুর। সিনেমার গল্পকে হার মানায় মধুবালার জীবন-কাহিনি। হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে ভুরি ভুরি প্রেমের প্রস্তাব পেয়েছেন মধুবালা, তবে মনেপ্রাণে তিনি কেবল একজনেই ভালোবেসেছিলেন- দিলীপ কুমার। তবে মধুবালা-দিলীপের প্রেমের অন্তরায় হয়েছিল নায়িকার পরিবার আর দুজনের ইগো। সেই অসম্পূর্ণ প্রেমের আখ্যান তো যে কোনও ট্রাজিক ফিল্মের চিত্রনাট্যকেও হার মানাবে। 

১৯৩৩ সালের ভালোবাসা দিবসে; অর্থাৎ ১৪ ফেব্রুয়ারি দিল্লিতে জন্মেছিলেন মমতাজ জাহান বেগম দেহলভী ওরফে মধুবালা। ১৯৫৭ সালে দিলীপ কুমারের সঙ্গে দীর্ঘ ৬ বছরের সম্পর্কে ইতি টেনেছিলেন মধুবালা। ঠিক তিন বছর পর ১৯৬০ সালে তড়িঘড়ি কিশোর কুমারকে বিয়ে করে নেন তিনি। 

হৃদয়ের অসুখ ছিল মধুবালার। ভুগছিলেন দীর্ঘদিন ধরে। ‘মুঘল-ই-আজম’ মুক্তি পায় ১৯৬০ সালে। সেই বছরই নায়িকার শারীরিক অসুস্থতা বেড়ে যায়। আর লন্ডনে চিকিত্সার করাতে যাওয়ার আগেই কিশোর কুমার বিয়ের প্রস্তাব দেন মধুবালাকে। সম্মতি জানিয়েছিলেন অভিনেত্রী। তবে দাম্পত্য জীবনে সুখী হননি তিনি। সেই কারণ ব্যাখা করেছেন মধুবালার বোন মধুর ভূষণ।

আমৃত্যু কিশোর কুমারের স্ত্রী ছিলেন মধুবালা
আমৃত্যু কিশোর কুমারের স্ত্রী ছিলেন মধুবালা

সম্প্রতি ইটাইমস-কে দেওয়া এক সাক্ষাত্কারে মধুবালার বোন বলেন, ‘কিশোর দা-র কাছে সময় ছিল না। উনি খুব বেশি পরিমাণে ট্রাভেল করতেন। স্টেজ শো, গানের রেকর্ডিং নিয়েই ব্যস্ত থাকতেন। অন্যদিকে মধুবালাকে চিকিত্সরা স্পষ্ট বলে দিয়েছিলেন মেরে কেটে তাঁর আয়ু আর ২ বছর। সে একাই কাঁদত, আমরা এক হিরেকে এইভাবেই হারিয়ে ফেলেছি’। মধুবালার অসুস্থতার কথা মিডিয়ার কাছ থেকে লুকিয়ে রেখেছিল পরিবার, এমন দাবিও নস্যাত্ করে দিয়েছেন মধুর। তিনি বলেন, ‘কিশোর দা ওঁনার সঙ্গে ছিল। সবচেয়ে বড় কথা মধুবালা সম্পর্কে কিছু লুকিয়ে রাখা সম্ভব ছিল? উনি মধুবালা ছিলেন’। 

লন্ডন থেকে ফিরে এসে শয্যাশায়ী হয়ে যান মধুবালা। মধুবালার বোনের কথায় দায়িত্বশীল স্বামীর ভূমিকা পালনে ব্যর্থ ছিলেন কিশোর কুমার। মুম্বইয়ের কার্টার রোডের বাংলোয় একা পড়ে থাকতেন মধুবালা, সঙ্গী বলতে একজন নার্স ও ড্রাইভার। কিশোর কুমার তিন-চার মাস অন্তর একবার খোঁজ খবর নিতে আসতেন মাত্র।

আজীবন ভালোবাসার প্রতীক্ষায় থেকেছেন মধুবালা, তবে স্বপ্নসুন্দরীর কপালে প্রেম আর সুখী সংসার ছিল না। সেই ভার 'ফুটো' বুকে নিয়েই ১৯৬৯ সালের ২৬ ফেব্রুয়ারি বিদায় নেন মধুবালা।

সেলিম-আনারকলির মতো অসম্পূর্ণ প্রেম কাহিনি দিলীপ-মধুবালার, মুঘল-এ-আজম ছবির একটি দৃশ্য
সেলিম-আনারকলির মতো অসম্পূর্ণ প্রেম কাহিনি দিলীপ-মধুবালার, মুঘল-এ-আজম ছবির একটি দৃশ্য

বলা হয় দিলীপ কুমারের উপর অভিমান করে কিশোরকে বিয়ে করেছিলেন মধুবালা, প্রেম ছিল না। কেন ভেঙেছিল দিলীপ-মধুবালার প্রেম?  ‘নয়া দৌড়’ ছবির শ্যুটিংয়ে গোয়ালিয়ারে পৌঁছাননি মধুবালা, শোনা যায় বাবা আতাউল্লা খানের বাধার জেরেই তেমনটা ঘটেছিল। এরপর বিআর চোপড়া কোর্টে মামলা দায়ের করেন অভিনেত্রী ও তাঁর বাবার নামে। সেই মামলায় মধুবালার ও তাঁর বাবার বিপক্ষে সাক্ষ্য দেন দিলীপ কুমার। মেয়ের ব্যক্তিগত জীবনকে নিয়ন্ত্রণ করতে চাইছেন মধুবালার বাবা, এমনই অভিযোগ ছিল তাঁর। এমনকি একটা সময় মধুবালাকে পরিবারের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করবার কথা বলেছিলেন দিলীপ কুমার। এর জেরেই ভেঙে ছিল দিলীপ কুমার-মধুবালার সম্পর্ক। 

 

বায়োস্কোপ খবর

Latest News

ভোটের মুখে মাথায় হাত রাহুলদের, কংগ্রেসের হাতে ১৭০০ কোটির নোটিশ ধরাল আয়কর দফতর রুবি থেকে প্রথমবার মেট্রো ছুটল বেলেঘাটায়! কবে উদ্বোধন? জুড়ে হাওড়ার সঙ্গে টফির লোভ দেখিয়ে ৩ বছরের শিশুকে ধর্ষণ, দিল্লিতে গ্রেফতার বিবাহিত যুবক এরপর হাইওয়েতে স্যাটেলাইট থেকে সরাসরি টাকা কেটে যাবে, থাকবে না টোল প্লাজা-গডকরি কংগ্রেস প্রার্থী নকুলের সম্পত্তির পরিমাণ ৭০০ কোটি, হলফনামায় জানালেন কমলপুত্র আদানির সংস্থার ২৬% শেয়ার কিনে ফেললেন আম্বানি! তাও মাত্র ৫০ কোটিতে তিপ্রা মোথার সঙ্গে বিজেপির জোট থাকবে ২০২৮ পর্যন্ত, লোকসভা নির্বাচনে বড় সমীকরণ নিয়মের ফাঁক দিয়ে DC-র বিরুদ্ধে ৫ জন বিদেশি খেলাল রাজস্থান, রেগে লাল সৌরভ-পন্টিং ওড়িশায় বাংলাদেশি বলে মারধর! ২০ পরিযায়ী শ্রমিককে উদ্ধার করলেন তৃণমূল সাংসদ ঠাকুরদা ছিলেন কংগ্রেস সভাপতি, দাদু সেনার ব্রিগেডিয়ার, আর মুখতার হয়েছিলেন 'ডন'

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.