সদ্যই ইদের আগে ২১ এপ্রিল মুক্তি পেল ভাইজানের নতুন ছবি কিসি কা ভাই কিসি কি জান। এই ছবিতে ছোটদের কবিতা ব্যবহার করে একটি গান আছে। সম্প্রতি একটি সংস্থা সেই লেটস ড্যান্স ছোটু মোটু গানটি তীব্র নিন্দা করেছে। দর্শকদের থেকে ছবিতে মোটেই তেমন সাড়া পায়নি। বরং নেতিবাচক থেকে মিশ্র রিভিউ পেয়েছে এই ছবি, এটাই বলা যায়। এই ছবি মুক্তির আগেই ছবির নির্মাতারা এই গানটিকে প্রকাশ্যে আনেন ছোটদের অ্যান্থেম বলে।
সলমন খান সহ দেবী শ্রী প্রসাদ, নেহা ভসিন, হানি সিংকে এই গানে দেখা গিয়েছে। এই ছবিতে যেমন বহু তারকাকে দেখা গিয়েছে তেমনই এই ছবির গানে একাধিক শিশুকেও দেখা গিয়েছে। এই নাচের গানের সুরে বড় থেকে ছোট সকলেই মেতে উঠতে বাধ্য। কিন্তু সম্প্রতি এই গান একটি বিতর্কে জড়িয়ে পড়ে।
একটি রিপোর্ট অনুযায়ী আর্লি চাইল্ড অ্যাসোসিয়েশন এই লেটস ড্যান্স ছোটু মোটু গানটির তীব্র বিরোধিতা করে নিন্দা করেছে। এই সংস্থার প্রেসিডেন্ট ডক্টর স্বাতী পোপাট বৎস বলেছেন এখন যখন বর্তমান যুগের বাবা মায়েরা এই বস্তাপচা পুরনো ভাবনার কবিতা থেকে সন্তানদের দূরে নয় যাচ্ছে তখন এই ছবিটা সেই গানকে গ্লোরিফাই করেছে। সলমন খান ছোটদের মধ্যেও দারুণ জনপ্রিয়। অর্থাৎ মায়েরা এখন শিশুদের খাওয়ানোর জন্য বা জন্মদিনের পার্টিতে এই গান বাজাবে।
এই সংস্থার তরফে একটি খোলা চিঠিতে ছবির নির্মাতাদের উদ্দেশ্যে বলা হয়েছে, 'এই সংস্থা ছবি নির্মাতাদের অনুরোধ করছে তাঁরা যেন এই মাথামুন্ডুহীন গানটি সরিয়ে নেন। এই বহু পুরনো গান যা পুরনো ভাবনাকে গ্লোরিফাই করে সেটার প্রচা করবেন না।'
প্রসঙ্গত এই গানে টুইঙ্কেল টুইঙ্কেল, মেরি হ্যাড এ লিটিল ল্যাম্প, হাম্পটি ডাম্পটির মতো কবিতাগুলো ব্যবহৃত হয়েছে।
এই ছবিটির প্রযোজনা করেছেন সলমন খান ফিল্ম প্রোডাকশন, পরিচালনা করেছেন ফারহাদ সামজি। এই ছবিতে সলমন ছাড়াও পূজা হেগড়ে, ভেঙ্কটেশ দাগ্গুবাতি, জগবতী বাবু, ভূমিকা চাওলা, ভিজেন্দের সিং, রাঘব জুয়েল, শেহনাজ গিল, পলক তিওয়ারি, প্রমুখকে দেখা যাচ্ছে।