ইদের বক্স অফিস দখলে তৈরি সলমন খান। আগামিকাল অর্থাৎ ২১শে এপ্রিল দেশজুড়ে মুক্তি পাচ্ছে ‘কিসি কা ভাই কিসি কি জান’। ‘রাধে’, ‘অন্তিম’-এর ব্যর্থতা ভুলে ব্লকবাস্টার হিটের অপেক্ষায় সলমন খান। দেশের অনান্য প্রান্তের মতো পশ্চিমবঙ্গেও ভাইজান ভক্তের অভাব নেই। বিশেষত ইদের দিন এই ছবি রেকর্ড ব্য়বসা করবে, এমন প্রত্যাশা সকলের।
‘পাঠান’-এর মতোই বিগ বাজেট বলিউড ছবি ‘কিসি কা ভাই কিসি কি জান’-এর আগমনে বাংলার সিনেমা হলেই কোণঠাসা বাংলা ছবি। ইদের দিন সলমনের ছবির সঙ্গেই দেশজুড়ে মুক্তি পাচ্ছে জিতের ‘চেঙ্গিজ’। মুম্বই, দিল্লি থেকে লখনউ- বাংলার বাইরে ছবির প্রচারে কমতি রাখেননি জিৎ। কিন্তু বুক মাই শো-এর রেকর্ড বলছে পশ্চিমবঙ্গেই ভাইজানের সামনে টিকতে পারলেন না জিৎ। ‘চেঙ্গিজ’-এর তুলনায় পাঁচগুণ বেশি শো সংখ্যা পেয়েছে ‘কিসি কা ভাই কিসি কি জান’। ছবির হিট বা ফ্লপ হওয়াটা অবশ্যই শো সংখ্যা নির্ধারণ করে না, তবে প্রাথমিকভাবে লড়াইয়ে অনেকটাই পিছিয়ে পড়লেন জিৎ, তা স্পষ্ট। বুক মাই শো-এর পরিসংখ্যান অনুযায়ী, শুক্রবার পশ্চিমবঙ্গে ‘কিসি কা ভাই কিসি কি জান’-এর শো সংখ্যা ২৯০টি, সেখানে চেঙ্গিজের ঝুলিতে মাত্র ৬২টি শো!
গ্রাম ও মফঃস্বলের বেশকিছু সিনেমাহল বুক মাই শো-তে লিস্টেড থাকে না ঠিকই, তবে এতে খুব বেশি হেরফের হবে না। গত সপ্তাহে বাংলা নববর্ষে মুক্তি পেয়েছিল তিনটি বাংলা ছবি- ‘দ্য একেন: রুদ্ধশ্বাস রাজস্থান’, ‘লাভ ম্যারেজ’ এবং ‘শেষ পাতা’। ভাইজান ঝড়ে এক সপ্তাহের মধ্যেই উড়ে গেল ‘লাভ ম্যারেজ’ এবং ‘শেষ পাতা’। বৃহস্পতিবার (আজ)-ও যেখানে লাভ ম্যারেজের ৪৫টি শো রয়েছে, তা আগামিকাল থেকে কমে দাঁড়াবে মাত্র ৬টি-তে। অন্যদিকে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়-গার্গী রায়চৌধুরীদের ‘শেষ পাতা’র কপালে জুটছে মাত্র দুটি শো। নববর্ষের রিলিজ গুলোর মধ্যে ভালো ব্যবসা হাঁকিয়েছে - ‘দ্য একেন: রুদ্ধশ্বাস রাজস্থান’। প্রযোজনা সংস্থার কথায়, প্রথম সপ্তাহন্তে ২ কোটির ব্যবসা করেছে ছবি। এসভিএফের নিজস্ব সিনেমাহল, ডিস্ট্রিবিউশন চেনের সুবাদে অনেকটাই ভালো অবস্থানে এই ছবি। তবুও ভাইজানের গুঁতোয় শুক্রবার এক ধাক্কা ১৪৪ থেকে নেমে মাত্র ৭৮টি শো থাকছে একেনের।
‘কিসি কা ভাই কিসি কি জান’-এর প্রচারে খামতি রাখেননি সলমন। লাগাতার প্রাণনাশের হুমকির মাঝেও চুটিয়ে প্রমোশন সেরেছেন ভাইজান। ছবির নায়িকার সঙ্গে তাঁর রসায়ন নিয়েও কমচর্চা নেই চারিদিকে। তবে বক্স অফিসে এই ছবি কতটা কামাল করে দেখাবে, তা তো ছবি রিলিজের পরেই স্পষ্ট হবে।