একাধিক ড্যান্স নম্বর থেকে রোম্যান্টিক গান রয়েছে যেগুলো ভ্যালেন্টাইন্স সপ্তাহের এই বিশেষ দিনটির জন্য দারুণ ফিট করে। কেন? কারণ গানগুলোর লিরিক্সেই ভরে ভরে আছে চুম্মা বা চুমু শব্দটি। আপনিও কি কিস ডের এই শেষবেলায় তেমন কোনও বলিউডি গানের সুরে ভাসতে চান বা মনের মানুষকে পাঠাতে চান? তাহলে তালিকায় রাখুন এই গানগুলি।
আরও পড়ুন: 'লোকটাকে চিনি না', Beerbiceps-এর সঙ্গে ছবি দিয়ে কেন এমন লিখলেন বং গাই?
প্রথমেই বলতে হয় ১৯৯১ সালের ছবি হাম থেকে হিট গান জুম্মা চুম্মার কথা। অমিতাভ বচ্চন, গোবিন্দা, রজনীকান্ত ছিলেন মুকুল এস আনন্দের সেই ছবিতে। সুদেশ ভোঁসলে এবং কবিতা কৃষ্ণমূর্তির গাওয়া এই গানটি মুক্তি পেতে না পেতেই হিট করে যায় দারুণ ভাবে। গানটি কম্পোজ করেছিলেন লক্ষ্মীকান্ত পেয়ারেলাল জুটি। লিখেছিলেন আনন্দ বক্সি।
সদ্য মুক্তি পাওয়া ভিকি বিদ্যা কা ও ওয়ালা ভিডিয়ো ছবির চুম্মা গানটিও থাকবে এই তালিকায়। সচিন জিগার গানটি কম্পোজ করেছেন। গানটা যে আদ্যপান্ত নাচের গান সেটা আর বলার অপেক্ষা রাখে না।
ছোটে সরকার ছবির এক চুম্মা তু মুঝকো উধার দে দে গানটিও এই তালিকায় অবশ্যই থাকবে। ১৯৯৬ সালে মুক্তি পাওয়া ছবিটিতে ছিলেন গোবিন্দা এবং শিল্পা শেট্টি। গানটি গেয়েছিলেন বর্তমানের চুমু বিতর্কে জর্জরিত উদিত নারায়ণ এবং অলকা ইয়াগনিক। আনন্দ মিলিন্দ জুটি গানটি কম্পোজ করেছিলেন।
অক্ষয় কুমারের সবসে বড়া খিলাড়ি ছবির গান জেহের হ্যায় কি পেয়ার হ্যায় তেরা চুম্মা গানটিতেও চুম্মা শব্দটি আছে। অভিজিৎ ভট্টাচার্য এবং অলকা ইয়াগনিক গেয়েছিলেন গানটি। লিখেছিলেন মায়া গোবিন্দ এবং কম্পোজ করেছিলেন হৃতিকের কাকা রাজেশ রোশন।
আরও পড়ুন: ছাবার প্রচারের মাঝেই মহাকুম্ভে ভিকি কৌশল! লঞ্চে করে পৌঁছলেন ত্রিবেণী, স্নান করলেন কি?
আর সব শেষে রাখা যায়, শাহরুখ খান এবং জুহি চাওলা অভিনীত রাম জানে ছবি থেকে ফেক হাওয়া মে এক চুম্মা গানটিকে। এটিও একটি ড্যান্স নম্বর। উদিত নারায়ণ এবং অলকা ইয়াগনিক জুটিই গেয়েছিল গানটি। লিখেছিলেন আনন্দ বক্সি। অনু মালিক গানটি কম্পোজ করেন।