বাংলা নিউজ > বায়োস্কোপ > মেয়েকে চুমু খেলে বয়ফ্রেন্ডের ঠোঁট ফাটিয়ে দেবেন শাহরুখ

মেয়েকে চুমু খেলে বয়ফ্রেন্ডের ঠোঁট ফাটিয়ে দেবেন শাহরুখ

শাহরুখ এবং সুহানা।

বাবা হিসেবে শাহরুখ কেমন? সেই ব্যাখ্যা দিতে গিয়ে করণ বলে দিয়েছেন, ভীষণই রক্ষণশীল মানসিকতার কিং খান। এমন কী মেয়েকে যদি তাঁর বয়ফ্রেন্ড চুমু খান, তবে সেই ছেলের ঠোঁট ফাটিয়ে দেবেন বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন সুহানার বাবা।

সিনেমায় যতই রোম্যান্টিক হিরোর অভিনয় করুন, যতই নায়িকাদের ঘনিষ্ট হোন না কেন, নিজের ছেলে-মেয়ের বিষয়ে ভীষণই রক্ষণশীল শাহরুখ খান। এমন কী মেয়ে সুহানার বয়ফ্রেন্ড যদি তাঁকে চুমু খান, আর সেটা শাহরুখ জানতে পারেন, তবে সেই ছেলেটির ঠোঁট ফাটিয়ে দিতে দ্বিতীয় বার ভাববেন না বলেই জানিয়েছেন বলিউডের বাদশাহ।

সম্প্রতি করণ জোহরের ‘কফি উইথ করণ’ শোয়ের একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। ভিডিয়োটি চার বছর আগের। আলিয়া ভট্ট আর শাহরুখ খান অতিথি হিসেবে এসেছিলেন করণের শোয়ে। সেখানেই শাহরুখের মেয়ের প্রসঙ্গ ওঠে। কিং খানের কাছে করণ জানতে চান, ‘তোমার মেয়ের ১৬ বছর হয়ে গেল। তোমার মেয়েকে কেউ চুমু খেলে, তুমি কি তাকে মেরে ফেলবে?’ এর উত্তরে পুরো রক্ষণশীল পিতার মতোই উত্তর দেন শাহরুখ। পরিষ্কার বলে দেন, ‘আমি তার ঠোঁট ফাটিয়ে দেব।’ করণ হেসে বলেন, ‘আমার এটা জানা আছে।’

বাবা হিসেবে শাহরুখ ঠিক কেমন, সেই ব্যাখ্যা দিতে গিয়ে করণ বলেন, শাহরুখ তাঁর মেয়েকে রীতিমতো স্টক করেন. যেটা সুহানা একেবারেই পছন্দ করেন না। যদিও বাদশাহের মতে, মেয়ের বিষয়ে তিনি স্টক করেন না। শুধুমাত্র খবরাখবর রাখার চেষ্টা করেন। এর পর করণ অবশ্য বলেন, শাহরুখ বাবা হিসেবে অসাধারণ হলেও ছেলেমেয়েদের বিষয়ে মারাত্মক গোঁড়ামি রয়েছে। বাবা শাহরুখের যা ব্যাখ্যা করণ দিয়েছেন তা থেকে বলা যেতেই পারে, আসল জীবনে কিং খান অনেকটা ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’র কাজলের বাবা অমরীশ পুরীর চরিত্রটির মতোই।

 

বন্ধ করুন