তিনি চলে গিয়েছেন। রেখে গিয়েছেন স্মৃতি। আর সেই স্মৃতিই সাদা ক্যানভাসে ঢেলে দিয়েছেন জ্যোতি কৃষ্ণ। প্রয়াত গায়ক কেকে-র স্ত্রী।
জ্যোতি একজন চিত্রশিল্পী। তাঁর আবেগকে ভাষা দেয় রং-তুলি। সাদা ক্যানভাসেই তাই উপুড় করে দিলেন প্রেম-বেদনা-আক্ষেপ। ফুটে উঠল স্বপ্নের ছবি। যে স্বপ্ন কয়েক দিন আগেও ছিল বাস্তব।
ছবি আঁকলেন জ্যোতি। সেই ছবিতে কেকে তাঁর পাশে। হাতে হাত ছুঁয়ে। কাঁধে কাঁধ মিলিয়ে। ঠিক যে ভাবে থেকেছেন আজীবন। লাল-নীল-হলুদ, নানা রঙে বর্ণিল সেই অনুভূতিকে ক্যানভাসে ছড়িয়ে দিয়েছেন তিনি। লিখেছেন, 'আবার আঁকার চেষ্টা করছি। তোমার কথা মনে পড়ছে।'
আবেগঘন কেকে-র অনুরাগীরা। জ্যোতিকে সান্ত্বনা দিয়েছেন অনেকে। কেউ কেউ বলেছেন, হারিয়ে যাননি শিল্পী। জ্যোতির ভাবনায়, তাঁর আঁকা ছবিতে ফিরে ফিরে আসবেন কেকে।
স্কুলবেলা থেকে দু'জনের পরিচয়। গভীর বন্ধুত্ব গড়ায় প্রেমে। ১৯৯১ সালে বিয়ে করেন কেকে এবং জ্যোতি। সাফল্য হোক বা ব্যর্থতা, জীবনের সব ওঠাপড়ায় ছিলেন এক অপরের পাশে। ফিকে হয়নি প্রেম। অমলিন থেকেছে বন্ধুত্ব।
রং-তুলি-ক্যানভাসে স্বামীকে ধরে রাখলেন জ্যোতি। আগলে রাখলেন তাঁর স্মৃতি। 'অলবিদা' বলেও স্ত্রীর সঙ্গেই থেকে গেলেন কেকে।