বাংলা নিউজ > বায়োস্কোপ > মুম্বইয়ের পালি হিলে নতুন ফ্ল্যাট কিনলেন কেএল রাহুল-আথিয়া শেট্টি, কত খরচ পড়ল?

মুম্বইয়ের পালি হিলে নতুন ফ্ল্যাট কিনলেন কেএল রাহুল-আথিয়া শেট্টি, কত খরচ পড়ল?

পালি হিলে নতুন ফ্ল্যাট কিনলেন কেএল রাহুল ও আথিয়া শেট্টি।

রণবীর কাপুর, সঞ্জয় দত্ত, কঙ্গনা রানাওয়াতদের প্রতিবেশী হলেন কেএল রাহুল কেএল রাহুল ও আথিয়া শেট্টি। কত দাম পড়ল তাঁদের নতুন বাসা-র?

ক্রিকেটার কেএল রাহুল এবং তার অভিনেত্রী-স্ত্রী, আথিয়া শেট্টি মুম্বাইয়ের পালি হিল এলাকায় ২০ কোটি টাকায় একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট কিনেছেন। ৩,৩৫০ বর্গফুট এলাকাজুড়ে থাকা অ্যাপার্টমেন্টটি সান্ধু প্যালেস ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত, যার মোট ১৮টি তলা রয়েছে। 

IndexTap.com থেকে সম্পত্তি রেজিস্ট্রেশন নথি অনুসারে, বিল্ডিংটি বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল ​​কর্পোরেশন (BMC) থেকে একটি আংশিক দখলের শংসাপত্র পেয়েছে। রাহুল এবং শেট্টি এই সম্পত্তিটির জন্য ১.২০ কোটি টাকার স্ট্যাম্প ডিউটি ​​এবং ৩০ হাজার টাকা রেজিস্ট্রেশন ফি প্রদান করেছেন, যার মধ্যে চারটি গাড়ি পার্কিংয়ের জায়গাও রয়েছে। লেনদেনটি হয় ১৫ জুলাই। 

আরও পড়ুন: ‘ডিভোর্স সোজা নয়…’, বিচ্ছেদ ভাবনা ঘিরে ধরেছে অভিষেককে, ঐশ্বর্যর সংসারে চিড়!

মুম্বইতে বসবাসকারী বিত্তশালীদের পছন্দের জায়গা পালি হিল। রণবীর কাপুর, সঞ্জয় দত্ত, সইফ-করিনা, কঙ্গনা রানাওয়াত, ইমরান হাসমি, আমির খানরা থাকেন এই এলাকাতেই। এমনকী, আথিয়ার বাবা সুনীল শেট্টিও থাকেন পালি হিলেই। এখানকার সান্ধু প্যালেসের সবথেকে উপরের তলায় থাকেন সুনীল পুরো পরিবারকে নিয়ে। 

আরও পড়ুন: মেনুতে pistachio tigers milk, আম্বানিদের বিয়েতে অতিথিদের বাঘের দুধ পরিবেশন করা হয়?

২০২৩ সালের জানুয়ারি মাসে বিয়ে করেছিলেন এই দম্পতি। প্রথম বিবাহবার্ষীকিতে বিয়ের ভিডিয়ো সামনে আনেন তাঁরা। যার ক্যাপশনে লেখা ছিল, ‘তোমাকে খুঁজে পাওয়াটা ছিল বাড়ি ফিরে আসার মতো’। ভিডিয়োর শুরুতে নব দম্পতিকে বিয়ের আংটি পরে দেখা যাচ্ছে। এরপরই নব বধূর সাজে আথিয়ার হাতের কলিরাঁ, সুনীল-কন্যার বিয়ের সাজ দেখানো হয়েছে। দিদির হাতে ধরে বিয়ের মণ্ডপের দিকে যাচ্ছেন আহান। বিয়ের আসরে রাহুল-আথিয়ার রোম্যান্টিক মুহূর্ত ফুটে উঠেছে। দুজনের গায়ে হলুদ, মেহেন্দি, সঙ্গীতের নানার রোম্যান্টি মুহূর্তও ধরা পড়েছে ভিডিয়োতে। বিয়ের আসরে বসে নব দম্পতি, তাঁদের ঘিরে রয়েছে পরিবার, এরকমই নানা মিষ্টি-মধুর অদেখা মুহূর্ত ভরা সেই ভিডিয়োটি।

আরও পড়ুন: ‘রাত সাড়ে ১২টায় মুকেশ আম্বানির সাথে দেখা…’, কলকাতার ছেলের ছোঁয়ায় সাজল বিয়ের আসর

কদিন আগে আথিয়ার মা হতে চলার খবরও মিলেছিল। বিশেষ করে সুনীল শেট্টির একটি মন্তব্য থেকে বিষয়টা যেন বেশি জোরালো হয়। যদিও তা নিয়ে এই দম্পতি কোনও প্রতিক্রিয়া দেননি। 

২০১৯ সালের ফেব্রুয়ারি মাসে প্রথম দেখা হয় রাহুল-আথিয়ার। একসঙ্গে প্রথম পোস্ট করেন সেই বছরেরই ডিসেম্বর মাসে। শুধু তাই নয়, ভারতের ক্রিকেট টিমের সঙ্গেও দেখা যেতে থাকল আথিয়াকে। ২০২১ সালে আথিয়ার জন্মদিনে কেএল রাহুল অনলাইনে জন্মদিনের শুভেচ্ছা জানান আথিয়াকে। আর ২০২৩ সালে দুজনে বসেন বিয়ের পিঁড়িতে। 

বায়োস্কোপ খবর

Latest News

২৩১ রান ও ৫ উইকেট- ‘১৯ নভেম্বরের জুটি’-র তাণ্ডবে ৪৪ ওভারেই ৩১৬ তুলে জিতল অজিরা! Tata Steel World 25K Kolkata: ডিসেম্বরই শহরে বসছে আন্তর্জাতিক ম্যারাথন ইতালির হয়ে খেলেন ১৬ ম্যাচ, তাতেই ১৯৯০ বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা, প্রয়াত তোতো রান-আউটই করে দিচ্ছিলেন! পন্তের কাছে ক্ষমা চাইলেন যশস্বী, পরে ডোবাচ্ছিলেন ঋষভ RG কর দুর্নীতিতে কীভাবে ‘গরিবের ডাক্তার’-র ডাক্তারের নাম জড়াল? হতবাক স্থানীয়রা নম্বরে গরমিল, রিভিউ পিটিশন করতে পারে SSC, উচ্চপ্রাথমিকে নিয়োগে ফের জটিলতা 'এরা মুখ দিয়েই বাতকর্ম ক্রিয়া করে', পরম-স্বস্তিকা-দেবলীনাদের কটাক্ষ, পালটা কুণাল ‘নিজেকে এলিয়েন মনে হয় না, ভাগ্যিস….’, লেভার কাপের কেন এরকম বললেন ফেডেরার? ‘তিন নম্বরে তোমায় দরকার’: রোহিত-গিল-কোহলির ব্যর্থতার পরেই ভাইরাল পূজারার ভিডিয়ো বিয়ে বাঁচাতে অমিতাভ-জয়ার থেকে আলাদা হবেন অভিষেক? জলসার কাছে কিনলেন নতুন সম্পত্তি

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.