করণ জোহরের জনপ্রিয় টক শো কফি উইথ করণে আসার পর চরম সমালোচনার মুখে পড়েছিলেন কেএল রাহুল এবং হার্দিক পান্ডিয়া। এবার সেই প্রসঙ্গে কী বললেন ভারতীয় কিপার?
আরও পড়ুন: 'খুব মিস করি...' ৫৬ তম জন্মবার্ষিকীতে সুরে সুরেই বন্ধু কেকে -কে স্মরণ শিল্পার, গাইলেন কোন গান?
কী ঘটেছিল?
২০১৯ সালে কেএল রাহুল এবং হার্দিক পান্ডিয়া যখন কফি উইথ করণ শোতে এসেছিলেন তখন তাঁরা সেক্সিস্ট মন্তব্য করে বসেন বেশ কিছু। তাঁদের সেই বেফাঁস মন্তব্যের জেরে দর্শকরা এতটাই ক্ষুব্ধ হয়েছিলেন যে ডিজনি প্লাস হটস্টার বাধ্য হয় সেই পর্ব সরিয়ে দিতে। এবার নিখিল কামাতের শোতে এসে সেই প্রসঙ্গে কী জানালেন কীএল রাহুল?
কেএল রাহুল বলেন, 'ওই সাক্ষাৎকারটা আলাদাই ছিল। ওটা আমায় জীবনকে একদম পাল্টে দিয়েছে। আমূল পাল্টে দিয়েছে। আমি ভীষণ লাজুক, নম্র ছেলে ছিলাম। তারপর ভারতের জন্য খেলি। আত্মবিশ্বাসী হয়ে উঠি। এখন সবাই আমাকে চিনবে কারণ এখন একটা ঘরে একশো জন থাকলে আমি সবার সঙ্গে কথা বলব।'
তিনি এরপর আরও জানান, 'কিন্তু এখন কেন জানি না আমি ওই সাক্ষাৎকারের পর খুব ভয় পেয়ে গেছি। আমি কখনও স্কুল কলেজে সাজা পাইনি। সাসপেন্ড হইনি। ওটাই প্রথম ছিল যখন আমি এত সমালোচনা শুনি। তখন অনুভব করি কী ভীষণ বাজে ছিল বিষয়টা।'
প্রসঙ্গত কেএল রাহুলের সঙ্গে সুনীল শেট্টির মেয়ে তথা অভিনেত্রী আথিয়া শেট্টির বিয়ে হয়েছে। ২০২৩ সালের শুরুর দিকে গাঁটছড়া বেঁধেছেন তাঁরা।