বাংলা নিউজ > বায়োস্কোপ > আথিয়ার সঙ্গে বিয়ের জন্য রাহুলের অ্যাপার্টমেন্ট সাজানো হয়েছে? দেখুন ভিডিয়ো

আথিয়ার সঙ্গে বিয়ের জন্য রাহুলের অ্যাপার্টমেন্ট সাজানো হয়েছে? দেখুন ভিডিয়ো

বিয়ের জন্য সাজছে রাহুলের বাড়ি?

২০-২৩ জানুয়ারি রাহুল-আথিয়ার বিয়ের অনুষ্ঠান হওয়ার কথা চলছে। তবে এখনও বিয়ে নিয়ে খুঁটিনাটি তথ্য চাপাই রাখা হচ্ছে পরিবারের তরফে।

খবর রয়েছে এই মাসেই বিয়ের পিঁড়িতে বসবেন সুনীল শেট্টির কন্যা আথিয়া শেট্টি। পাত্র ভারতের ক্রিকরেটার কেএল রাহুল। তবে পরিবারের তরফে এখনও এই বিষয়ে মৌনতা বজায় রাখা হয়েছে। কিন্তু চারদিকে চোখ রাখলেই স্পষ্ট দেখা যাবে বিয়ের প্রস্তুতি।

কেএল রাহুলের অ্যাপার্টমেন্টের ভিডিয়ো এবং ফটোগুলি থেকে বোঝা যায় যে তা তাঁর বিয়ের জন্য সাজানো হচ্ছে। একাধিক পাপারাৎজি অ্যাকাউন্ট থেকে তা ভাগ করে নেওয়া হয়েছে। সোশ্যাল মিডিয়ায় উচ্ছ্বাস প্রশংসা করেছেন রাহুল-আথিয়ার ভক্তরাও।

তবে কেএল রাহুলের অ্যাপার্টমেন্টের ভিডিয়ো নিয়ে পাপারাজ্জো ভাইরাল ভায়ানি ক্যাপশনে জানিয়েছেন, ‘বান্দ্রার পালি হিলে কেএল রাহুলের অ্যাপার্টমেন্টে বিয়ের প্রস্তুতি চলছে? যদিও এই বিল্ডিংয়ের নিরাপত্তারক্ষী জানালেন ১৩ নম্বর ফ্লোরে আরও একটা বিয়ে আছে। হতেই পারে এটা সেই বিয়ের প্রস্তুতি। তবে আমরা খুব এক্সাইটেড ২০ তারিখ থেকে কী হবে জানতে।’

খবর রয়েছে, ২১-২৩ জানুয়ারির মধ্যে খান্দালায় সুনীল শেঠির ফার্মহাউসে এই তারকা জুটির বিয়ের অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে। দক্ষিণী মতেই হবে বিয়ের অনুষ্ঠান। মেহেন্দি, সংগীত, গায়ে হলুদ নিয়ে বেশ জাঁকজমক করেই বিয়ে হওয়ার কথা রয়েছে বলে খবর। রাহুল ও আথিয়ার তরফে পরিবার ও বন্ধুরা থাকবেন। সলমন খান, জ্যাকি শ্রফ, অক্ষয় কুমারের মতো বলিউডের তাবড় তাবড় অভিনেতারা সুনীল শেট্টি কন্যার বিয়ের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। আমন্ত্রিত সস্ত্রীক মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলি-অনুষ্কা শর্মা, সস্ত্রীক রোহিত শর্মা, ময়াঙ্ক আগরওয়াল, হার্দিক পাণ্ডিয়া মতো ভারতীয় ক্রিকেটারদের নাম সামনে আসছে। তবে ওই সময় নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজ খেলবে ভারতীয় দল। তাই বিয়ের অনুষ্ঠানে হয়তো যোগ দিতে পারবেন না রাহুলের সতীর্থরা।

বিয়ের খবর বরাবরই চাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে শেট্টি পরিবারের তরফ থেকে। সুনীল যেমন জানিয়েছিলেন, ‘দুই ছেলেমেয়েই খুব ব্যস্ত কেরিয়ারে। বিয়ে তো রা করবে। কিন্তু দুজনের শিডিউল দিকে তাকালে বুঝবেন কতটা ব্যস্ত। টানা সময় বের করাই ওদের পক্ষে মুশকিল হয়ে পড়বে।’ তবে কুণালের নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজ না খেলাই লক্ষণ সময় বেরিয়ে গিয়েছে। এখন শুধু সাত পাক ঘোরার অপেক্ষা।

 

বন্ধ করুন