মা হতে চলেছেন সুনীল শেট্টি-কন্যা আথিয়া শেট্টি। বিয়ের ২ বছর পর তাঁদের কোলে আসছে প্রথম সন্তান। এমনিতে ব্যক্তিগত জীবন গোপনই রাখেন এই দম্পতি। তবে সম্প্রতি ভারতীয় ক্রিকেটার অস্ট্রেলিয়া সফরের কিছু ছবি শেয়ার করে নেন সোশ্যাল মিডিয়ায়, যার মধ্যে একটিতে দেখা মেলে আথিয়ার। দেখা যায় গর্ভবতী স্ত্রীর দিকে অপলকে তাকিয়ে আছেন রাহুল।
কেএল রাহুল ইনস্টাগ্রামে অস্ট্রেলিয়া সফরের বেশ কিছু মুহূর্ত শেয়ার করেছেন। ২০২৪-২৫ বর্ডার-গাভাসকর ট্রফি খেলতে সম্প্রতি সেই দেশে গিয়েছিলেন তিনি। প্রথম ছবিতে দেখা যাচ্ছে, রাহুল রাস্তার ধারে একটি ক্যাফেতে বসে কফি খাচ্ছেন। দ্বিতীয় ছবিতে দুই কাপ কফি এবং একটি ব্রাউনি দেখা যাচ্ছে, যা ইঙ্গিত দেয় যে তিনি আথিয়ার সঙ্গে কফি ডেটে বেরিয়েছিলেন।
ক্রিকেটারের ফটো ডাম্পে তার দৈনন্দিন জীবনের একাধিক শট অন্তর্ভুক্ত ছিল, যেমন গাড়িতে উঠা, বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা এবং একটি বেঞ্চে বসা। একটি সমুদ্র সৈকতও ছিল সেখানে। তবে শেষ ছবিটিই এই পোস্টের আসল আকর্ষণ। কারণ সেখানে আথিয়া ও রাহুল একসঙ্গেষ একটি ক্যাফের বাইরে দুজনে বসে একান্তে।
সুনীল কন্যার হাতে কফির কাপ, হাফ হাতা সোয়েটার, সাদা রঙের টপ ও ডেনিম। আর যাতে স্পষ্ট বোঝা যাচ্ছে আথিয়ার বেবিবাম্প। রাহুলকে পরম মমতায় আথিয়ার দিকে তাকিয়ে থাকতে দেখা গেল। যেন মুখ থেকে চোখ সরছেই না তাঁর।
নিমেষে এই পোস্ট ভাইরাল। একজন লিখলেন, ‘ও সুইটি! দুজনেই খুব মিষ্টি’। আরেকজন লেখেন, ‘সুখবরের অপেক্ষায় ওরাও, আমরাও’। তৃতীয়জনের মন্তব্য, ‘অনেক ভালোবাসা ওদের জন্য। সুন্দর হৃদয়ের দুটো মানুষ।’
গত বছর নভেম্বরে, আথিয়া শেট্টি এবং কেএল রাহুল তাদের ভক্ত এবং শুভাকাঙ্ক্ষীদের জন্য সন্তান আসার সুসংবাদটি ভাগ করে নেন ইনস্টাগ্রামে। আথিয়া ও কেএল রাহুল যৌথভাবে তাদের ব্যক্তিগত জীবনের আপডেট শেয়ার করেন একটি চিরকুটে। যেখানে লেখা ছিল, ‘আমাদের সুন্দর আশীর্বাদ শীঘ্রই আসছে। ২০২৫’। মিষ্টি ঘোষণাটির সঙ্গে ছিল ছোট ছোট পায়ের ছবি এবং একটি ইভিল আই। আথিয়া একটি সাদা হৃদয়ের ইমোজি দিয়ে নোটটি শেয়ার করে নেন। খুব সম্ভবত ফেব্রুয়ারিতেই মিলবে সুখবর।
২০১৯ সালের জানুয়ারী মাসে কেএল রাহুল ও আথিয়ার দেখা হয়েছিল কমন ফ্রেন্ডের মাধ্যমে। এর পরপরই দুজনে শুরু করে দেন ডেটিং। বেশ কয়েক বছর ডেটিংয়ের পর ২০২৩ সালে কেএল রাহুলকে বিয়ে করেন আথিয়া। খান্ডালায় সুনীলের ফার্মহাউসে খুব কাছের বন্ধু ও ঘনিষ্ঠ পরিবারিক সদস্যদের নিয়ে চার হাত এক হয়।