ক্রিকেট ফরর্ম্যাটে দুর্দান্ত পারফর্ম্যান্স কে এল রাহুলের। এ দিকে ব্যক্তিগত জীবন নিয়েও শিরোনামে রয়েছেন তিনি। জোর গুঞ্জন, শীঘ্রই অভিনেত্রী তথা দীর্ঘ দিনের প্রেমিকা আথিয়া শেট্টির সঙ্গে সাত পাক ঘুরতে চলেছেন এই তারকা ক্রিকেটার।
ফের ক্রিকেট এবং বিনোদন জগতের মেলবন্ধন। জানা যাচ্ছে, আগামী ২৩ জানুয়ারি ২০২৩ বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন এই তারকা জুটি। আথিয়ার বাবা সুনীল শেট্টি প্রকাশ্যে জানিয়েছিলেন, রাহুলের এখন টাইট শিডিউল, তাই বিয়ের জন্য সময় বের করা খুব কঠিন।
এ দিকে বিসিসিআইয়ের কাছে ছুটির আবেদনও জানিয়ে ফেলেছেন রাহুল। বিসিসিআইয়ের তরফে স্পষ্ট বিবৃতি, 'পারিবারিক প্রতিশ্রুতির কারণে কেএল রাহুল এবং অক্ষর প্যাটেল নিউজিল্যান্ড হোম সিরিজে থাকছেন না।' এখানেই নেটিজেনের একাংশের দাবি, পারিবারিক প্রতিশ্রুতি বলতে হয়তো বিয়ের কারণেই এই হোম সিরিজে খেলছেন না রাহুল।
আরও পড়ুন: রাখির সঙ্গে একগুচ্ছ ছবি ভাইরাল, ‘ওকে বিয়ে করিনি’, অস্বীকার করছেন ‘বর’ আদিল
ইতিমধ্যে গুঞ্জন, আথিয়া ও রাহুলের বিয়ের নাকি তোড়জোড় শুরু করে দিয়েছেন পরিবারের লোকজন। রিপোর্ট বলছে দক্ষিণী মতেই বিয়ে হবে জুটির জাঁকজমক করে। গায়ে হলুদ-মেহেন্দি-সঙ্গীতের অনুষ্ঠান হবে বিয়ের আগে।
সুনীল শেট্টির খাণ্ডালার বাংলো জাহানে বসবে হবু দম্পতির রাজকীয় বিয়ের আসর। ২২ জানুয়ারি সঙ্গীত অনুষ্ঠান। জানা যাচ্ছে, আথিয়ার বিয়ের সাজ-পোশাক ডিজাইন করেছেন ওমি প্যাটেল। অন্যদিকে, রাহুলের বিয়ের পোশাকের দায়িত্বে রয়েছেন রাহুল বিজয়। বিয়ের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলিউড এবং ক্রিকেট জগতের নামীদামী তারকা ব্যক্তিত্বরা।
সলমন খান, জ্যাকি শ্রফ, অক্ষয় কুমারের মতো বলিউডের তাবড় তাবড় অভিনেতারা সুনীল শেট্টি কন্যার বিয়ের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। আমন্ত্রিত সস্ত্রীক মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলি-অনুষ্কা শর্মা, সস্ত্রীক রোহিত শর্মা, ময়াঙ্ক আগরওয়াল, হার্দিক পাণ্ডিয়া মতো ভারতীয় ক্রিকেটাররা। তবে ওই সময় নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজ খেলবে ভারতীয় দল। তাই বিয়ের অনুষ্ঠানে ক্রিকেটাররা যোগ দিতে পারবেন কিনা তা নিয়ে সংশয় রয়েছে।
বছর তিনেক প্রেম করার পর সম্পর্ক অফিসিয়াল করেন আথিয়া আর রাহুল ২০২১ সালে। আহান শেট্টির সিনেমা তড়প-এর প্রোমোশনে হাজির হন দুজনে। প্রসঙ্গত, সুনীল শেট্টির দুই ছেলেমেয়ে আথিয়া আর আহান।
২০১৫ সালে সুরজ পাঞ্চলির ‘হিরো’ দিয়ে ডেবিউ করেন আথিয়া, বিপরীতে সলমন খান। তাঁর শেষ ছবি ২০১৯ সালে নওয়াজউদ্দিনের সঙ্গে ‘মোতিচুর চাকনাচুর’।