ভারতীয় টেলিভিশনের অন্যতম জনপ্রিয় ফিকশন শো নাগিন। এই শোয়ের চতুর্থ সিজনও টুইস্টে ভরপুর। সম্প্রতি জসমিন বসিন এই শো মাঝপথে ছেড়ে দিয়েছেন, এরপরই রশমি দেশাই এন্ট্রি নিলেন নাগিন ৪-এ। নাগিন সিরিয়ালে নিজের লুক প্রকাশ্যে এনেছেন রশমি। যেখানে কনের সাজে পাওয়া গেল অভিনেত্রীকে। একটি ছবি পোস্ট করে রশমি লেখেন, সেজেগুজে তৈরি মিসেস পারেখ। কমেন্ট করে জানাও নতুন শোতে আমার লুক তোমাদের কেমন লাগল? সঙ্গে সাপের ইমোজি যোগ করতে ভোলেননি রশমি।
প্রযোজক একতা কাপুরের এই শোতে শাকালার চরিত্রে দেখা যাবে রশমিকে। প্রায় সাড়ে তিন বছর পর সিরিয়ালের দুনিয়ায় ফিরলেন বিগ বস ১৩-র এই চর্চিত প্রতিযোগী। অন্য ছবি শেয়ার করে তিনি লেখেন, 'আমাকে এই উষ্ণ অভ্যর্থনা জানানোর জন্য ধন্যবাদ। তোমাদের শুভেচ্ছায় আমি আপ্লুত'!
একদম শেষ ছবিটি শেয়ার করে ইনস্টা পোস্টে রশমি লেখেন, এসে গেছি আমি শাকালার অবতারে।
এই সুন্দরী নাগিনকে পেয়ে উচ্ছ্বসিত নেটিজেনরা। নাগিন ফোরে লিড রোলে অভিনয় করছেন টেলিভিশনের অপর জনপ্রিয় নাম নিয়া শর্মা এবং ভিজেন্দ্র কুমেরিয়া।
শনিবার নাগিন ফোরের নিজের এপিসোডের প্রমোও শেয়ার করে নেন রশমি। এই সিরিয়ালে কী তবে দিল সে দিল তক কো-স্টার জমসিনের জায়গা নিলেন রশমি? পিঙ্কভিলাকে দেওয়া এক সাক্ষাত্কারে অভিনেত্রী জানিয়েছেন, ‘জসমিন খুব মিষ্টি মেয়ে এবং দুর্দান্ত সহ অভিনেত্রী।যখন নাগিনের সম্প্রচার শুরু হয় আমি বিগ বসের ঘরে ছিলাম তাই আমি ওর চরিত্র সম্পর্কে বিশেষ বলতে পারব না। তবে আমি ওকে রিপ্লেস করছি না’।
বিগ বস সিজন ১৩-র ফাইনালিস্ট রশমি। সিদ্ধার্থ শুক্লার সঙ্গে তাঁর ঝগড়া হোক বা আরহান খানের সঙ্গে তাঁর প্রেম থেকে ব্রেক আপ-জাতীয় টেলিভিশনের পর্দায় সবকিছুই দেখেছে দর্শক। বিগ বসের পর নিজের নতুন প্রোজেক্ট নিয়ে দারুণ এক্সাইটেড রশমি। তিনি জানিয়েছেন, 'এই রকম ভালো একটা চিত্রনাট্য পেয়ে আমি খুশি। এটা খুব বড় একটা শো। ভাগ্যের উপর আমি বিশ্বাসী তবে সবসময় নিজের সেরাটা দিতে হবে। এই মন্ত্রতে আমি বিশ্বাস রাখি’।
কার্লাস চ্যানেলের সঙ্গে রশমির সম্পর্ক বহু পুরোনো। 'উত্তরণ' সিরিয়ালের মাধ্যমে জনপ্রিয়তার শিখরে পৌঁছেছিলেন রশমি। এরপর সিদ্ধার্থ শুক্লার সঙ্গে জুটি বেঁধে এই চ্যালেনের হয়েই 'দিল সে দিল তক' সিরিয়ালেও অভিনয় করেছেন তিনি।