দাদু রাজকাপুরের জন্মবার্ষিকী উপলক্ষ্যে ‘রাজ কাপুর ১০০ চলচ্চিত্র উৎসব’-এ করিনা কাপুর -সহ পুরো কাপুর পরিবারকে নিমন্ত্রণ জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই নিমন্ত্রণ রক্ষা করতে দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেছিলেন করিনা।করিনা কাপুর এই বিশেষ দিনের জন্য একটি উজ্জ্বল লাল চান্দেরি কুর্তা সেট বেছে নিয়েছিলেন। এমন একটা পোশাক আপনার সংগ্রহে থাকলে কেমন হয়? এখন নিশ্চয়ই মনে প্রশ্ন আসতে পারে এর দাম কত? এই কর্তার দাম প্রায় ৩৬ হাজার টাকা।
ক্লোজড নেকলাইন, কোয়ার্টার স্লিভস এবং ফ্লোরাল হ্যান্ড পেইন্ট এবং থ্রেড ডিটেলিং হাতে আঁকা লাল কুর্তা সেটে বরাবরের মতোই অসাধারণ লাগছিল বেবোকে। সঙ্গে সুতোর কাজ করা ওড়না তাঁর সৌন্দর্য্য আরও কয়েক গুণ বাড়িয়ে দিয়েছিল। কুর্তা সেটের সঙ্গে রূপালি ঝুমকো হালকা মেকআপ ও কালো টিপে সেজে উঠেছিলেন নায়িকা।
আরও পড়ুন: বিকাশের নিউইয়র্কের রেস্তোরাঁয় শাহরুখ!বাদশাকে নিয়ে আবেগে ভাসলেন শেফ
করিনার পোশাকটি ফ্যাশন ডিজাইনার হাউস দেবনাগ্রির। ডিজাইনার হাউসের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে লাল কুর্তা সেটে পরা অভিনেত্রীর বেশ কিছু ছবিও শেয়ার করা হয়েছে। ছবিগুলি শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে, ‘করিনা কাপুর খান আমাদের ফিরদৌস সংগ্রহ থেকে লাল হাতে আঁকা পোশাকে সকলকে চমকে দিয়েছেন।’ দেবনাগ্রির অফিসিয়াল ওয়েবসাইটে কুর্তা সেটটির দামও লেখা রয়েছে। অভিনেত্রীর এই লাল কুর্তার দাম ৩৬,৫০০ টাকা।
আরও পড়ুন: মোদীর সঙ্গে বিশেষ সাক্ষাৎ করিনার, দুই ছেলের জন্য কী চেয়ে আনলেন বেবো?
এদিনের অনুষ্ঠানেরও বেশ কিছু ছবি সমাজ মাধ্যমের পাতায় শেয়ার করে নিয়েছিলেন করিনাও। ছবিগুলি শেয়ার করে করিনা লিখেছেন, ‘আমাদের দাদু, কিংবদন্তি রাজ কাপুরের অসাধারণ জীবন ও উত্তরাধিকারকে স্মরণ করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণ পেয়ে আমরা গভীরভাবে বিনীত ও সম্মানিত।’
তিনি আরও লেখেন, 'এত সুন্দর একটা সন্ধ্যা আমাদের উপহার দেওয়ার জন্য অনেক ধন্যবাদ শ্রী মোদীজিকে। আমরা ভারতীয় ছবিতে দাদুর শৈল্পিকতা, দৃষ্টিভঙ্গি এবং অবদানের ১০০তম গৌরবময় বছর উদযাপন করছি। আমরা তাঁর উত্তরাধিকারের কালজয়ী প্রভাবকে সম্মান জানাই, যা আমাদের এবং আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করে চলেছে। আমরা তাঁর আইকনিক সব ছবিগুলো দেখতে পেরে গর্বিত এবং 'রাজ কাপুর ১০০ ফিল্ম ফেস্টিভ্যাল' -এর হাত ধরে ভারতীয় ছবিতে তাঁর যে প্রভাব তা আরও একবার অনুভব করলাম।'
তিনি ছাড়াও এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রণবীর কাপুর, আলিয়া ভাট, সইফ আলি খান, করিশ্মা কাপুর, নীতু কাপুর, ঋদ্ধিমা কাপুর সাহানি, ভারত সাহানি, রিমা জৈন, মনোজ জৈন, আদর জৈন, আরমান জৈন এবং তাঁর স্ত্রী আনিশা মালহোত্রা।
প্রসঙ্গত, প্রয়াত রাজ কাপুরের ১০০ তম জন্মবার্ষিকীর কয়েক দিন আগে এই অনুষ্ঠান শুরু হবে। পিভিআর আইনক্স লিমিটেড এবং ফিল্ম হেরিটেজ ফাউন্ডেশন চলচ্চিত্র নির্মাতা-অভিনেতার ১০০ তম জন্মবার্ষিকী উপলক্ষে আর কে চলচ্চিত্র উৎসবের আয়োজন করবে।