অবশেষে করোনাভাইরাসকে হারালেন কোয়েল মল্লিক। একইসঙ্গে তাঁর পুরো পরিবারের করোনা রিপোর্টও নেগেটিভ এসেছে।
রবিবার সন্ধ্যায় একটি টুইটবার্তায় অভিনেত্রী বলেন, ‘যাবতীয় ভালোবাসা, যত্ন এবং প্রার্থনার জন্য ভাষায় আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করতে পারব না। যা আমাদের এই সময়ের মধ্যে দিয়ে বেরিয়ে আসতে সাহায্য করেছে। আমরা পুরোপুরি সুস্থ হয়ে উঠেছি এবং (করোনা পরীক্ষার ফল) নেগেটিভ এসেছে।’
গত ১০ জুলাই কোয়েল জানিয়েছিলেন, বাবা রঞ্জিত মল্লিক, মা দীপা মল্লিক ও স্বামী নিসপাল সিং রানের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। তারপর গত ২১ জুলাই দ্বিতীয় নমুনা পরীক্ষার রিপোর্ট হাতে এসেছিল। তাতে কেউ করোনা মুক্ত হননি। তা নিয়ে অনুরাগীদের মধ্যে উদ্বেগ ক্রমশ বাড়ছিল। বিশেষত কোয়েল মা হওয়ার কয়েকদিন পরই করোনা ধরা পড়ায় আশঙ্কিত হয়ে পড়েছিলেন তাঁরা। যদিও সদ্যোজাত সন্তান সুস্থ আছে বলে জানিয়েছিলেন নিসপাল। তা সত্ত্বেও উদ্বেগ কমেনি ভক্তদের। অবশেষে ২৩ দিনের মাথায় সবার করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে। তাতে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন সবাই।