বহুদিন বাদে আবার ক্যামেরার সামনে কোয়েল মল্লিক। কোনও কমার্শিয়াল ছবি নয় বরং একেবারে অন্যরকম একটি সিনেমা নিয়ে আসতে চলেছেন তিনি। দাদা এবং বোনের সম্পর্কের সমীকরণ যখন অধিকারের সঙ্গে লড়াই করে, তখন জেতা ভীষণ মুশকিল হয়ে যায়।
কিছুদিন আগেই মুক্তি পেয়েছিল ‘স্বার্থপর’ ছবির ফার্স্ট লুক। তারপর ধীরে ধীরে বোঝা যায় এই সিনেমায় কোয়েল এবং কৌশিক সেন ভাই বোনের চরিত্রে অভিনয় করবেন। ভাই বোনের নিখাদ ভালোবাসায় বাধা হয়ে দাঁড়াবে পৈত্রিক সম্পত্তি। বিয়ের পরেও যখন বোন জন্ম ভিটের ভাগ চায়, ঠিক তখনই চিড় ধরে ভাই বোনের সম্পর্কে।
আরও পড়ুন: রবিনা ট্যান্ডনের আমন্ত্রণ ঋতুপর্ণাকে, নতুন কিছু কী শুরু হতে চলেছে?
আরও পড়ুন: 'আমার প্রিয় মাথাব্যথা...', অভিনব কায়দায় যশকে জন্মদিনের শুভেচ্ছা নুসরতের
এই সিনেমায় বহু বছর পর কোয়েলের সঙ্গে অভিনয় করতে দেখা যাবে রঞ্জিত মল্লিককে। সিনেমায় একজন আইনজীবীর ভূমিকায় অভিনয় করবেন তিনি। কৌশিক সেনের আইনজীবীর ভূমিকায় অভিনয় করবেন অনির্বাণ চক্রবর্তী। কোয়েলের স্বামীর চরিত্রে অভিনয় করবেন ইন্দ্রজিৎ চক্রবর্তী।
ছবির ফার্স্ট লুক এবং ট্রেলার মুক্তির পর এবার হল ছবি মুক্তির ঘোষণা। আগেই জানানো হয়েছিল, চলতি বছর কালীপুজো মুক্তি পাবে ছবিটি। এবার দিনক্ষণ ঘোষণার পালা। সোশ্যাল মিডিয়ায় একটি পোষ্টের মাধ্যমে প্রযোজনা সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, আগামী ২১ অক্টোবর মুক্তি পাবে কোয়েলের স্বার্থপর।
ছবি প্রসঙ্গে
‘স্বার্থপর’ ছবির গল্প তৈরি হয়েছে দুই ভাই বোনকে নিয়ে, যারা নিজের পিতৃভূমি বা বাবার ভিটের অধিকার দেখায়। দাদার পাশাপাশি যখন বোন বাবার ভিটের ওপর যখন অধিকার ফলায়, তখনই দাদার সঙ্গে তৈরি হয় অতি বিশাল দূরত্ব।
আরও পড়ুন: 'একলা বসে থাকলেই মনে হয় বাবা...', অভিষেককে কেন মিস করেন না সাইনা?
আরও পড়ুন: ‘অনেকদিন পর’ প্রযোজনায় প্রসেনজিৎ, নতুন ছবিতে কোন গল্প বুনবেন সৌরভ?
কৌশিক সেন এবং কোয়েল মল্লিক অভিনীত এই ছবিতে খুব সুন্দর করে দেখানো হয়েছে ছোট থেকে গড়ে ওঠা একটি মিষ্টি সম্পর্ক কিভাবে ভেঙে চুরমার হয়ে যায়। অভিমানের পাঁচিল একে অপরের থেকে সরিয়ে দেয় দুজনকে।
সুরেন্দ্র সিং এবং নিসপাল সিং নিবেদিত এবং হরিন্দর ফিল্মস প্রাইভেট লিমিটেড প্রযোজিত ছবির পরিচালনা করেছেন অন্নপূর্ণা বসু। জিৎ গঙ্গোপাধ্যায়ের পরিচালনায় এই ছবিতে গান গাইতে শোনা যাবে ইমন চক্রবর্তীকে।