Koel Mallick: বাড়ির পুজোয় ট্রাডিশনাল লুকে ধরা দিলেন কোয়েল মল্লিক। বাবা তথা অভিনেতা রঞ্জিত মল্লিক, মা দীপা মল্লিক, স্বামী তথা প্রযোজন নিসপাল সিং রানের সঙ্গে ছবিও শেয়ার করেছেন বাড়ির পুজো প্রাঙ্গন থেকে।
1/5টলি পাড়ায় মল্লিক বাড়ির পুজো যুগ যুগ ধরে বিখ্যাত। অভিনেতা রঞ্জিত মল্লিকের বাড়িতে প্রতি বছর ঘটা করে দুর্গাপুজো হয়। আমন্ত্রিত থাকেন টলিউডের একগুচ্ছ তারকা। বাড়ি জুড়ে সাজো সাজো রব, উৎসবের আমেজ। বাড়ির পুজো থেকে বাবা রঞ্জিত মল্লিক, মা দীপা মল্লিক এবং স্বামী নিসপাল সিং রানের সঙ্গে ছবি শেয়ার করেছেন কোয়েল। (ছবি ইনস্টাগ্রাম)
2/5এ দিন হলুদ ঝলমলে শাড়ি এবং গোলাপি রঙের ব্লাউজে সেজেছিলেন কোয়েল। গা ভর্তি গয়নায় সেজেছিলেন। অন্যদিকে প্রবীণ অভিনেতা রঞ্জিত মল্লিক ক্রিম রঙা পাঞ্জাবি এবং সাদা ধুতি পরেছিলেন। পুজোর ট্রাডিশনাল সাজেই দেখা মিলেছে গোটা পরিবারের।
3/5পুজোর দিন সকালে স্বামী তথা প্রযোজক নিসপাল সিং রানের সঙ্গে দেখা গিয়েছে কোয়েলকে। এ দিন লাল সুতোর কাজ করা সাদা পাঞ্জাবিতে ধরা দিয়েছেন। একেবারে ট্রাডিশনাল পাঞ্জাবি পরেছিলেন তিনি। বাপের বাড়ির পুজোর মুহূর্ত থেকে স্বামীর সঙ্গে ভালোবাসা মাখা ছবি শেয়ার করেন কোয়েল।
4/5এ দিন ছিমছাম লুকে অপরূপা কোয়েল। বাবা, মা, স্বামী সহ গোটা পরিবারের সঙ্গে মল্লিকবাড়ির প্রাঙ্গনে বসে ছবি তুলেছেন নায়িকা। তাঁর নেটমাধ্যমের পাতায় সেই ঝলকও ভেসে উঠেছে।