Koel Mallick: বিষাদের সুরে দেবী দুর্গাকে বিদায় মল্লিক পরিবারের। লাল পাড় সাদা শাড়িতে সিঁদুরে রাঙা হলেন কোয়েল। বাবা এবং স্বামীর হাত ধরে গঙ্গার ঘাটে বাড়ির ঠাকুর বিসর্জনের সময় দেখা মিলল নায়িকার।
2/7দশমীর দিন সাবেকি সাজে ধরা দিয়েছেন কোয়েল। লাল পাড় সাদা শাড়ি, টুকটুকে লাল ব্লাউজে ধরা দিয়েছেন তিনি। খুব হাল্কা সাজে সিঁদুর খেলতে দেখা গিয়েছে নায়িকাকে।
3/7মল্লিক বাড়ির মেয়ে কোয়েল। রঞ্জিত মল্লিক কন্যা। বাড়ির সবার কাছে ছোট থেকে তিনি একটু বেশিই আদরের। এই কটা দিন তিনি টলিউডের প্রথম সারির নায়িকা নন, এক্কেবারে ঘরের মেয়ে। লাল পাড় সাদা শাড়িতে সিঁদুরে রাঙা হলেন কোয়েল।
4/7এ দিন বাবা তথা অভিনেতা রঞ্জিত মল্লিক এবং স্বামী তথা প্রযোজক নিসপাল সিংয়ের হাত ধরে বাড়ির পুজোর ভাসানে দেখা মেলে কোয়েলের। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা একগুচ্ছ ছবিতে বাড়ির ভাসানের ঝলক তুলে ধরেছেন তিনি। কোয়েলের জীবনে এই দুজন মানুষ যে বেশ গুরুত্বপূর্ণ।
5/7পরিবারের সঙ্গে সিঁদুর খেলে সকলকে বিজয়ার শুভেচ্ছা জানিয়ে ছবির ক্যাপশনে লেখেন, ‘শুভ বিজয়া...বড়দের আমার প্রণাম, ছোটদের অনেক ভালোবাসা! সুস্থ থাকুন... সুখে থাকুন, শান্তিতে থাকুন... ভালো থাকুন... সকলকে ভালো রাখুন...।’
6/7বাড়ির ঠাকুর দালানে সিঁদুর খেলায় মত্ত কোয়েল। বিজয়ার দিনটা প্রতি বছরই বাপের বাড়িতে কাটে অভিনেত্রীর। সঙ্গে থাকেন স্বামী এবং পুত্রও। দেবীকে বরণ করতে দেখা গিয়েছে অভিনেত্রীকে। বিয়ের আগে থেকেই নাকি তিনি অপেক্ষা করতেন সিঁদুর খেলার জন্য।
7/7বিসর্জনে একেবারে গঙ্গার ঘাটেও পৌঁছে গিয়েছিলেন কোয়েল। সকলের সঙ্গে বিসর্জনের নাচে মেতে উঠতে দেখা গিয়েছে নায়িকাকে।