শীঘ্রই দ্বিতীয়বার মা হতে চলেছেন কোয়েল মল্লিক। আপাতত এই অন্তঃসত্ত্বাকালীন সময়টা নিজের মতো করে সুন্দরভাবে কাটাচ্ছেন কোয়েল। কিছুদিন আগেই মল্লিক বাড়ির দুর্গাপুজো থেকে ভাইফোঁটা, সমস্ত অনুষ্ঠানেরই অংশ হতে দেখা গিয়েছে রঞ্জিত মল্লিক কন্যাকে। আর এবার বেবিবাম্প আগলে বাবা-মায়ের সঙ্গেই সিনেমা দেখতে পৌঁছে গেলেন কোয়েল।
কী ছবি দেখতে গিয়েছিলেন অভিনেত্রী?
'বহুরূপী'র স্পেশাল স্ক্রিনিংয়ে পৌঁছে গিয়েছিলেন কোয়েল মল্লিক। সঙ্গে যান, বাবা অভিনেতা রঞ্জিত মল্লিক ও মা দীপা মল্লিক। সেই মুহূর্তটিই উঠে এসেছে উইনডোজ প্রোডাকশনের সোশ্যাল মিডিয়ার পাতায়। যে ভিডিয়োর শুরুতেই দেখা যাচ্ছে, হাতজোড় করে স্টুডিয়োতে ঢুকছেন বর্ষীয়ান অভিনেতা রঞ্জিত মল্লিক। সেখানে নন্দিতা রায়কে দেখে বললেন, ‘নমস্কার অনেকদিন পর, চারিদিকে তো হই হই পড়ে গিয়েছে।’ ছবি দেখার পর রঞ্জিত মল্লিক ফের বলেন, ‘বহুরূপী ছবি দেখে আমরা মুগ্ধ, ১০০-র মধ্যে ১০০ দেব বাংলা ছবিকে। একটা ছবির মধ্যে যতরকম দিক থাকা দরকার, সাসপেন্স, পারফরম্য়ান্স, স্টোরি, গল্প, চিত্রনাট্য, ডায়ালগ, সমস্ত বিষয়েই এক্সিলেন্ট। আমি ছবিটা দেখে তো খুশিই, আর এটা যে একটা ব্লকবাস্টার হয়েছে, তাতে মন আরও ভরে গিয়েছে।’
দীপা মল্লিক বললেন, ‘শিবু, নন্দিতাদির ছবি মুক্তি পেলেই আমি দেখি। এটা দেখে আমি একটাই কথা বলব, এইরকম ছবি কখনও বাংলাতে হয়নি। ছবিটা অসম্ভব একটা ভালো ছবি। রিসার্চ ওয়ার্ক দারুণ, ছবিটা আউটস্ট্যান্ডিং।’
কোয়েল বললেন, ‘নন্দিতাদি কে শিবুকে এমন একটা অসাধারণ ছবি বানানোর জন্য শুভেচ্ছা। এখানে সকলের এত ভালো পারফরম্যান্স, আমরা বেঙ্গলের রিয়েল ফিল পেয়েছি। দারুণ একটা বিনোদন পেয়েছি। সত্য়িই ভালো লেগেছে ছবিটা।’
ছবি দেখতে হাজির হয়েছিলেন কোয়েল মল্লিকের শ্বশুরমশাই, সুরিন্দর ফিল্মসের কর্ণধার খোদ সুরিন্দর সিং। তিনিও ছবি দেখে মুগ্ধতা প্রকাশ করেন।
প্রসঙ্গত, গত ৪ অক্টোবর মুক্তি পেয়েছে উইন্ডোজ প্রোডাকশন-এর পুজোর ছবি ‘বহুরূপী’। মুক্তির পর ইতিমধ্যেই পঞ্চম সপ্তাহে পা দিয়েছে এই ছবি। এখনও পর্যন্ত ব্যবসার নিরিখে বাংলার বক্স অফিসে সমস্ত রেকর্ড ভেঙে ফেলেছে 'বহুরূপী'।