২০০৩ সালে ‘নাটের গুরু’ ছবিতে প্রথম অভিনয় করেছিলেন কোয়েল মল্লিক। টলিউড ইন্ডাস্ট্রিতে এটাই ছিল তাঁর প্রথম কাজ। প্রথম ছবিতেই বাবার সঙ্গে অভিনয় করার সুযোগ পেয়েছিলেন কোয়েল। জিৎ ও কোয়েলের সেই অসম্ভব সুন্দর কেমিস্ট্রি প্রথম ছবিতেই দর্শকদের মন জয় করে নিয়েছিল।
আর কিছুদিনের মধ্যেই মুক্তি পাবে কোয়েল এবং রঞ্জিত মল্লিক অভিনীত ছবি ‘স্বার্থপর’। ১৬ বছর পর আবার একসঙ্গে ক্যামেরার সামনে এসে দাঁড়ালেন বাবা মেয়ের এই জুটি। সম্প্রতি ‘স্বার্থপর’ ছবির প্রেস কনফারেন্সে উপস্থিত হয়ে সেই পুরনো দিনের স্মৃতি রোমন্থন করলেন কোয়েল।
আরও পড়ুন: '৪টি ছবি দেখে আমার উপলব্ধি...', দেব না আবির, কাকে বেশি নম্বর দিলেন কৌশিক?
আরও পড়ুন: 'বাপ ঠাকুরদার ভিটে বেচেই তো ...', হঠাৎ কাদের ওপর রেগে গেলেন মধুবনী?
সাংবাদিকদের সামনে মুখোমুখি হয়ে কোয়েল বলেন, ‘আমার এখনও মনে পড়ে যায় নাটের গুরু সিনেমার একটি দৃশ্যের কথা। চিত্রনাট্য অনুযায়ী একটি দৃশ্যে আমাকে কাঁদতে হবে। পরিচালকের নির্দেশ অনুযায়ী আমি চোখে গ্লিসারিন দিচ্ছিলাম। হঠাৎ দেখি বাবা কান্নাকাটি করছেন।’
কোয়েল বলেন, ‘গ্লিসারিন নিতে নিতে হঠাৎ আয়নার দিকে তাকাতেই দেখি বাবা কেঁদে ফেলেছেন। আসলে মেয়েকে কষ্ট পেতে দেখে নিজেকে স্থির রাখতে পারেনি তিনি। গ্লিসারিন ছাড়াই তখন বাবার চোখে জল।’ কোয়েলের কথায় সায় দিয়ে পাশে বসেই হাসতে থাকেন রঞ্জিত মল্লিক।
প্রসঙ্গত, আগামী ২১ অক্টোবর মুক্তি পাবে কোয়েলের ‘স্বার্থপর’। এই সিনেমায় বহু বছর পর কোয়েলের সঙ্গে অভিনয় করতে দেখা যাবে রঞ্জিত মল্লিককে। সিনেমায় একজন আইনজীবীর ভূমিকায় অভিনয় করবেন তিনি। কৌশিক সেনের আইনজীবীর ভূমিকায় অভিনয় করবেন অনির্বাণ চক্রবর্তী। কোয়েলের স্বামীর চরিত্রে অভিনয় করবেন ইন্দ্রজিৎ চক্রবর্তী।
আরও পড়ুন: রবিনা ট্যান্ডনের আমন্ত্রণ ঋতুপর্ণাকে, নতুন কিছু কী শুরু হতে চলেছে?
আরও পড়ুন: 'আমার প্রিয় মাথাব্যথা...', অভিনব কায়দায় যশকে জন্মদিনের শুভেচ্ছা নুসরতের
ছবি প্রসঙ্গে
‘স্বার্থপর’ ছবির গল্প তৈরি হয়েছে দুই ভাই বোনকে নিয়ে, যারা নিজের পিতৃভূমি বা বাবার ভিটের অধিকার দেখায়। দাদার পাশাপাশি যখন বোন বাবার ভিটের ওপর যখন অধিকার ফলায়, তখনই দাদার সঙ্গে তৈরি হয় অতি বিশাল দূরত্ব। কৌশিক সেন এবং কোয়েল মল্লিক অভিনীত এই ছবিতে খুব সুন্দর করে দেখানো হয়েছে ছোট থেকে গড়ে ওঠা একটি মিষ্টি সম্পর্ক কিভাবে ভেঙে চুরমার হয়ে যায়। অভিমানের পাঁচিল একে অপরের থেকে সরিয়ে দেয় দুজনকে।