দুর্গা পুজোর শুরু ফিকে থেকে যায় মহালয়া ছাড়া। সকাল সকাল বীরেন্দ্র কৃষ্ণের ভদ্রের আওয়াজে ঘুম ভেঙেই শুরু হয় বাঙালির উদযাপন। যা চলে সেই দশমী অবধি। ইতিমধ্যেই শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের মা দুর্গা হওয়ার খবর মিলেছে। এই বছর জি বাংলার মহালয়ায় মা দুর্গা হিসেবে দেখা যাবে শুভশ্রীকে। আর স্টার জলসায় দেখা মিলবে কোয়েলের।
ইতিমধ্যেই স্টার জলসার মহিসাসুর মর্দিনীর জন্য শ্যুট করে ফেলেছেন কোয়েল। যার ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ারও করেছেন কবীরের মাম্মা। অরিন্দম শীল পরিচালিত মিতিন মাসি ফ্র্যাঞ্চাইজির নতুন ছবি 'একটি খুনির সন্ধানে মিতিন মাসি' মুক্তি পাবে পুজোতেই। অর্থাৎ, এবার দেবীপক্ষে তাঁর জোড়া ধামাকা।
আরও পড়ুন: বউ হিসেবে নিজেকে দেন শূন্য! বর-ছেলে নয়, দিদি নম্বর ১-এ কাকে ভিটামিন বলল রচনা
বলে রাখি, ২০১৭ সাল থেকে ক্রমাগত স্টার জলসায় 'দেবী দুর্গা' হিসাবে কোয়েলকেই দেখা যাচ্ছে। মাঝে শুধু ২০২১ সালে কালার্সের মহালয়ার অনুষ্ঠানে 'দুর্গা' হন কোয়েল।
আরও পড়ুন: সাহেব-‘কথা’র রোম্যান্স চর্চা, ছোট পোশাকে লাস্যময়ী সুস্মিতা, কার সঙ্গে সমুদ্রপাড়
কোয়েলের শেয়ার করা ছবিতে দেখা গেল হাতে আলতা পরানো হচ্ছে। মোটা শাঁখা-পলা হাতে। আলতার উপর কলকার কাজ আঁকার ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন তিনি। এরপর একটি আবছা আভাস। যেখানে ফোকাসে ত্রিশূল। পিছনে কাজল কালো ৩ চোখ। এই ছবির ক্যাপশনে কোয়েল লিখেছিলেন, ‘মহালয়া #স্টার জলসা।’
দেখুন-

এই বছর জি বাংলার মহালয়া স্পেশ্যাল অনুষ্ঠানের নাম ‘নবরূপে দেবী দুর্গা’। যেখানে শুভশ্রীকে দেখা যাবে দুর্গার সাজে। ২০২১, ২০২২ সালের পর ২০২৪-এ ফের একবার দেবী অবতারে রাজ চক্রবর্তীর স্ত্রী।
আরও পড়ুন: বিয়ের সব প্রস্তুতির মাঝে, চলে যায় প্রাণ! ঐন্দ্রিলার সোশ্যালে কোন ছবি, এল চোখে জল
এদিকে কোয়েলকে মিতিন মাসির পর দেখা যাবে ‘স্বার্থপর’ সিনেমায়। যেখানে তিনি বাবা রঞ্জিত মল্লিকের সঙ্গে অনেকদিন পর স্ক্রিন শেয়ার করবেন। এক পারিবারিক টানাপোড়েনের গল্প এটি। যেখানে সম্পত্তি নিয়ে মামলা চলবে দাদা-বোনের। বাবা-মা'র সম্পত্তিতে নিজের অধিকার দাবি করার অর্থ কি মেয়ে ‘স্বার্থপর’? সেই প্রশ্নেরই উত্তর দেবে এই সিনেমা।
‘স্বার্থপর’-এ কোয়েলের আইনজীবীর ভূমিকায় দেখা যাবে রঞ্জিতকে। কোয়েলের দাদার ভূমিকায় থাকছেন কৌশিক সেন। আর কৌশিকের উকিলের চরিত্রে দেখা যাবে অনির্বাণ চক্রবর্তীকে।